Sourav Ganguly: চার নম্বরে অনেক বিকল্প আছে, বিশ্বাস সৌরভের

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Aug 21, 2023 | 4:07 PM

চার নম্বর জায়গাটা ভারতীয় টিমের কাছে এখন সবচেয়ে স্পর্শকাতর বিষয়। কে খেলবেন চার নম্বরে? লোকেশ রাহুল ফিরলেন টিমে। শ্রেয়স আইয়ারকেও দেখা যাবে। বিশ্বকাপে ভারতের সাফল্য নির্ভর করবে এই চার নম্বর কে খেলেন, কেমন খেলেন, তার উপর।

Sourav Ganguly: চার নম্বরে অনেক বিকল্প আছে, বিশ্বাস সৌরভের
রোহিতের যুক্তিই তুলে ধরলেন সৌরভ

Follow Us

মুম্বই: রোহিত শর্মা (Rohit Sharma) যে ‘ফ্লেক্সিবিলিটি’র কথা বলছেন, তাই শোনা যাচ্ছে প্রাক্তন ভারতীয় ক্যাপ্টেনের মুখেও। চার নম্বর জায়গাটা ভারতীয় টিমের কাছে এখন সবচেয়ে স্পর্শকাতর বিষয়। কে খেলবেন চার নম্বরে? লোকেশ রাহুল ফিরলেন টিমে। শ্রেয়স আইয়ারকেও দেখা যাবে। বিশ্বকাপে ভারতের সাফল্য নির্ভর করবে এই চার নম্বর কে খেলেন, কেমন খেলেন, তার উপর। রোহিতের সুর যাঁর গলায়, তিনি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ২০০৩ সালে ভারতকে বিশ্বকাপ ফাইনালে তোলা নেতা কিন্তু বলে দিচ্ছেন, এই মুহূর্তে ভারতের হাতে চার নম্বরে খেলানোর মতো যথেষ্ট বিকল্প রয়েছে। লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার তো বটেই, বিরাট কোহলিকেও খেলানো যেতে পারে। এশিয়া কাপের (Asia Cup 2023) দল ঘোষণার পর কী বললেন মহারাজ? বিস্তারিত TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

এশিয়া কাপের দল ঘোষণার পর পরই সৌরভের মন্তব্য, ‘কোনও নিয়ম নেই। চার নম্বর একটা জায়গা। যে কেউ সেখানে খেলতে পারে। কেউই ওপেনার হিসেবে কিংবা তিন বা চার নম্বরে খেলার জন্য জন্ম নেয়। আমি মিডল অর্ডার ব্যাটার হিসেবে ওয়ান ডে কেরিয়ার শুরু করেছিলাম। সচিন যখন ক্যাপ্টেন, তখন আমাকে ওপেন করতে বলা হয়। সচিন নিজেও ৬ নম্বরে ওয়ান ডে কেরিয়ার শুরু করেছিল। কিন্তু যখন ওপেন করতে শুরু করে, বিশ্বমানের ব্যাটার হয়ে যায়।’

মুম্বইয়ের এক অনুষ্ঠানে সৌরভের যুক্তি, ‘চার নম্বরে যে কেউ ব্যাট করতে পারে। বিরাট কোহলি পারে, শ্রেয়স আইয়ার পারে। লোকেশ রাহুলও পারে। কী আছে, কী নেই, এ নিয়ে বলতে ভালো লাগে না। আমাদের টিমে যথেষ্ট মশলা আছে। রোহিত শর্মা, রাহুল দ্রাবিড় এবং নির্বাচকরা যাকে চার নম্বরের জন্য উপযুক্ত বলে মনে করবে, আমি তার উপরেই আস্থা রাখব। একটা ব্যাটিং স্লটের জন্য বিরাট ফারাক তৈরি হবে না। শুধু চার নম্বর জায়গাটা দিয়েই বিশ্বকাপ জেতা যাবে না।’

২০১১ সালে ঘরের মাঠে শেষবার বিশ্বকাপ জিতেছিল ভারত। ১২ বছর পর আবার ঘরের মাঠে বিশ্বকাপ। আইসিসি ট্রফির খরা কি এ বার কাটবে? সৌরভ বলছেন, ‘এর মাঝে বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পনিয়শিপের ফাইনালে খেলেছে ভারত। এই টিমের উপর আমার যথেষ্ট ভরসা আছে। এশিয়া কাপ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোম সিরিজ, বিশ্বকাপে চমৎকার খেলবে টিম, এই আশা নিয়েই এগোব। বুমরা ফিট হয়ে টিমে ফিরেছে, এটা একটা ভালো দিক। সামি, সিরাজ, জাডেজা, হার্দিকরাও সম্প্রতি ভালো পারফর্ম করেছে। টিম বাছাটা কঠিন কাজ হবে।

Next Article