আমেদাবাদ : ভারত-অস্ট্রেলিয়া সিরিজে ব্যাট হাতে বেশ কিছু ম্যাচে ভরসা দিয়েছেন অলরাউন্ডার অক্ষর প্য়াটেল। দ্রুত রান তোলার চেষ্টায় সিরিজে জোড়া শতরানও হাতছাড়া হয়েছে তাঁর। আমেদাবাদ টেস্ট তার মধ্যে অন্যতম। বাকি তিন ম্য়াচের তুলনায় আমেদাবাদের পিচ ব্য়াটিং সহায়ক। এর আগের তিন ম্য়াচে রান তুলতে হিমসিম খেয়েছেন ব্য়াটাররা। আমেদাবাদে অজি ইনিংসে জোড়া শতরান। ঠিক তেমনই ভারতীয় ইনিংসেও শুভমন গিল এবং বিরাট কোহলি শতরান করেছেন। বিরাট অল্পের জন্য় ডাবল সেঞ্চুরি মিস করেন। ভারতীয় ইনিংসে হয়তো আরও একটা শতরান দেখা যেত। সেটা অক্ষর প্য়াটেলের। কিন্তু ১১৩ বলে ৭৯ রানে ফেরেন তিনি। আর একটু ধৈর্য দেখালে হয়তো তিন অঙ্কের রানে পৌঁছতে পারতেন। শতরান না পেলেও কংবিদন্তি ক্রিকেটারের পরামর্শ পেলেন অক্ষর। বিস্তারিত TV9Bangla-য়।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৪৮০ রানের জবাবে ভারত ৫৭১ রান করেছে। ১১৩ বলে ৭৯ রানের ইনিংস খেলে স্টার্কের বোলিংয়ে বোল্ড অক্ষর। ষষ্ঠ উইকেটে বিরাট কোহলির সঙ্গে গুরুত্বপূর্ণ ১৬২ রানের জুটি গড়েন অক্ষর প্য়াটেল। চতুর্থ দিনের খেলা শেষে সম্প্রচারকারী চ্যানেলে অক্ষরের প্রতিক্রিয়া নেওয়া। বিরাটের সঙ্গে পার্টনারশিপ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয় অক্ষরকে। আর সেখানেই সারপ্রাইজ পেলেন অক্ষর প্য়াটেল। সম্প্রচারকারী চ্য়ানেলের তরফে ছিলেন ভারতীয় দলের প্রাক্তন ব্য়াটিং কোচ সঞ্জয় বাঙ্গার এবং ভারতের প্রাক্তন কিংবদন্তি ব্য়াটার সুনীল গাভাসকর। লাইভ ইন্টারভিউয়ের মাঝেই অক্ষর প্য়াটেলকে বিশেষ পরামর্শ দেন তিনি।
দারুণ একটা পার্টনারশিপ এবং অনবদ্য় ইনিংসের জন্য অক্ষরকে শুভেচ্ছা জানান ব্য়াটিং কিংবদন্তি সুনীল গাভাসকর। এরপরই অক্ষরকে বলেন, ‘পরের বার সেঞ্চুরি মিস কোরো না। কেন না, শতরানের সুযোগ বার বার আসে না। যখন সুযোগ আসছে, সেটাকে হাতছাড়া কোরো না।’ অক্ষর উত্তরে গাভাসকরকে বলেন, ‘ধন্যবাদ স্যর।’ নাগপুর টেস্টে ৮৪ রান করেছিলেন অক্ষর। সেখানেও একটা সেঞ্চুরি আসতে পারতে। এ বার এখানেও। গাভাসকরের পরামর্শ পেয়ে উচ্ছ্বসিত অক্ষর। কাজে লাগাতে পারবেন?