Shubman Gill : দাবার খেলায় জয়ী, কেরিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি শুভমনের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Mar 11, 2023 | 2:07 PM

IND vs AUS, BGT 2023: লাঞ্চ বিরতির আগে যে গতিতে রান আসছিল, দ্বিতীয় সেশনে সমস্য়ায় পড়লেন। রিভার্স সুইং হচ্ছিল। মিচেল স্টার্ক, ক্যামেরন গ্রিন সেই সুযোগ কাজে লাগান। তবে ক্রিজে পড়ে থাকেন শুভমন। চেষ্টা করেন স্ট্রাইক রোটেট করার। বিরতির পর প্রথম ১৯ ওভারে রান রেট ছিল ২-এর নীচে। পরপর বাউন্ডারি মেরে চাপ হালকা করেন শুভমন।

Shubman Gill : দাবার খেলায় জয়ী, কেরিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি শুভমনের
Image Credit source: PTI

Follow Us

আমেদাবাদ : কীভাবে বর্ণনা করা যায় এই ইনিংসকে! দাবার খেলা…। কখনও আক্রমণ করেছেন, কখনও বা ধৈর্য ধরে অপেক্ষা করেছেন লুজ বলের। তার পুরস্কারও মিলল। কেরিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি হাঁকালেন তরুণ প্রজন্মের অন্য়তম সেরা ব্য়াটার শুভমন গিল। দিনের প্রথম ঘণ্টাতেই অবশ্য কিছুটা অস্বস্তিতে পড়েছিলেন শুভমন। নাথান লিয়ঁর বোলিংয়ে লেগ বিফোরের আবেদন ওঠে তাঁর বিরুদ্ধে। মাঠের আম্পায়ার আউট দেননি। রিভিউ নেয় অজি শিবির। বলের লাইন, ইমপ্য়াক্ট, উইকেটে লাগা, সবই ঠিক ছিল। তবে শুভমন অনেকটা এগিয়ে খেলায় কিছুটা আত্মবিশ্বাস ছিল ভারতীয় শিবিরে। রিভিউতেও ধরা পড়ে তিন মিটারের বেশি এগিয়েছেন শুভমন। সে কারণেই তৃতীয় আম্পায়ারও নটআউটের সিদ্ধান্তই বহাল রাখেন। এরপর অবশ্য় রোখা যায়নি শুভমনকে। অনবদ্য় কিছু শট খেলেন। বিশেষ করে মিচেল স্টার্কের দ্রুত গতির বল যে ভাবে সামলাচ্ছিলেন, তা প্রশংসনীয়। স্টার্কের ওভারেই ব্যাকফুট পাঞ্চে বাউন্ডারি মেরে কেরিয়ারের পঞ্চম অর্ধশতরানে পৌঁছান। স্টার্কের বিরুদ্ধে নির্দয় ব্য়াটিং করেন শুভমন। বিস্তারিত TV9Bangla-য়।

আরও একটি অস্বস্তির পরিস্থিতি তৈরি হয়েছিল। রানিং বিটউইন দ্য় উইকেটে কিছুটা হলেও পিছিয়ে চেতেশ্বর পূজারা। কভার ড্রাইভ মেরে পূজারা অনেকটা নিশ্চিত ছিলেন বাউন্ডারি হবে। যদিও তাঁর ধারনা সঠিক ছিল না। সে কারণেই রান নেওয়ার চেষ্টা। তৃতীয় রান নেওয়ার কল ছিল পূজারারই। শেষ মুহূর্তে মানা করেন। অল্পের জন্য় রান আউট থেকে বাঁচেন শুভমন গিল। সিনিয়র সদস্য়কে শুভমন বোঝানোর চেষ্টা করেন, প্রথম রানের ক্ষেত্রে আরও একটু সচেতন হলে হয়তো তৃতীয় রান সহজেই নেওয়া যেত। অবশেষে ১৯৪ বলে কেরিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি শুভমন গিলের। দেশের মাটিতে প্রথম শতরান। এর আগে বাংলাদেশে শতরান করেছিলেন। ৯০ এর ঘরে পৌঁছেও নাথান লিয়ঁকে স্টেপ আউট করে স্ট্রেট বাউন্ডারি মারেন। ফাইন লেগে বাউন্ডারি মেরে শতরান পূর্ণ করেন শুভমন।

লাঞ্চ বিরতির আগে যে গতিতে রান আসছিল, দ্বিতীয় সেশনে সমস্য়ায় পড়লেন। রিভার্স সুইং হচ্ছিল। মিচেল স্টার্ক, ক্যামেরন গ্রিন সেই সুযোগ কাজে লাগান। তবে ক্রিজে পড়ে থাকেন শুভমন। চেষ্টা করেন স্ট্রাইক রোটেট করার। বিরতির পর প্রথম ১৯ ওভারে রান রেট ছিল ২-এর নীচে। পরপর বাউন্ডারি মেরে চাপ হালকা করেন শুভমন। ব্য়াকফুট পাঞ্চ, কভার ড্রাইভ ঠিক যেন কপিবুক স্টাইল। এই ইনিংস কতটা এগিয়ে নিয়ে যেতে পারেন, সেটাই এখন নজরে।

Next Article