IND vs AUS: ক্যাপ্টেন্সি ভুলে বোলিংয়ে মন দিন কামিন্স, কে দিলেন এমন পরামর্শ?

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Feb 24, 2023 | 4:35 PM

Captaincy: অধিনায়কত্ব ছেড়ে কামিন্সকে বোলিংয়ে মনোনিবেশ করার উপদেশ দিলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান। কেন তিনি দিলেন এই পরামর্শ? কে এই প্রাক্তন ক্রিকেটার?

IND vs AUS: ক্যাপ্টেন্সি ভুলে বোলিংয়ে মন দিন কামিন্স, কে দিলেন এমন পরামর্শ?
Image Credit source: twitter

Follow Us

নয়াদিল্লি: চলতি বর্ডার-গাভাসকর (Border- Gavaskar trophy ) ট্রফিতে খুবই শোচনীয় অবস্থা অস্ট্রেলিয়ার। দুটি টেস্টে ইতিমধ্যেই লজ্জাজনক হার হয়েছে অজিদের। ওপেনারদের ফর্মে না থাকা, মিডল অর্ডারের ধারাবাহিক ব্যর্থতা, প্রস্তুতি ম্যাচ না খেলা— অনেক কারণ তুলে ধরছেন বিশেষজ্ঞরা। কিন্তু অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার ইয়ান হিলি (Ian Healy) অন্য পরামর্শ দিচ্ছেন। যা বাস্তবোচিত বলে মনে করছেন অনেকেই। হিলির মতে, পেস বোলার প্যাট কামিন্সকে (Pat Cummins) খুঁজে না পাওয়া যাওয়ার কারণ রয়েছে। কী বললেন বর্তমান অধিনায়ককে? TV9 Bangla-য় রইল বিস্তারিত।

ভারতের মাটিতে অস্ট্রেলিয়া টিমের জঘন্য পারফরম্যান্স দেখে হতবাক প্রাক্তন কিপার। এক অনুষ্ঠানে হিলি বলেছেন, “আমি চাই না অধিনায়কত্ব ওর কাছে হয়ে উঠুক। আমার তো মনে হয়, নেতৃত্বের দায়িত্ত্ব ছেড়ে নিজের বোলিংয়ের আরও ফোকাস করুক। তাতে টিমেরই লাভ।” টিম পেইনের পর টেস্টে ও টিমকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। ফিঞ্চ অবসর নেওয়ার পর ওয়ান ডে-তেও টিম চালাচ্ছে। এটা একটা চাপ, সন্দেহ নেই। পারিবারিক কারণে কামিন্স এখন দেশে থাকতে বাধ্য হয়েছে। আমি তো বলব ওর উচিত, ফাস্ট বোলার হিসেবে নিজেকে আবার ঘষামাজা শুরু করুক। অধিনায়কত্বের দায়িত্ব অন্য কেউ সামলাক।”

২০১৯ সালের ফেব্রুয়ারি মাস থেকে টেস্ট বোলারদের তালিকায় শীর্ষে ছিলেন কামিন্স। অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন এখন তিন নম্বরে নেমে গিয়েছেন। এটা যে কামিন্সের মতো বোলারের পক্ষে অত্যন্ত খারাপ খবর, সন্দেহ নেই। ৪৯ টেস্ট খেলে ৯০ ইনিংসে ২১৭টি উইকেট রয়েছে কামিন্সের ঝুলিতে। ওডিআইতে ৭৫টি ম্যাচে ১২৪টি উইকেট আছে তাঁর। একই সঙ্গে দিল্লি টেস্টে কামিন্স খুব বেশি নিজেকে ব্যবহার করেননি বলেও সমালোচনার মুখে পড়তে হয়েছে। বোলার কামিন্স যখন ব্যর্থ হচ্ছেন, তখন ৪০ বছরের জেমস অ্যান্ডারসন পেস বোলার হিসেবে ব়্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন। যা বেশ অবাক করে দিয়েছে অনেককে। ধারাবাহিকতা থাকলে জিমির মতো সাফল্য যে পাওয়া যায়, হিলির মতো বিশেষজ্ঞমহল মেনে নিচ্ছে। সেই পথেই কামিন্সের হাঁটা উচিত, পরামর্শ দিচ্ছে ক্রিকেটমহল।

Next Article