জিতল বৃষ্টি। ব্রিসবেন টেস্ট ড্র। রোমাঞ্চকর একটা সমাপ্তির পরিস্থিতি তৈরি হয়েছিল। যদিও তা আর হল না। পারথে প্রথম টেস্ট জিতেছিল ভারত। অ্যাডিলেডে জিতে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। ব্রিসবেনে ড্র। বক্সিং ডে টেস্টে দু-দলই সমান জায়গায় থেকে নামবে। ব্রিসবেন টেস্টের প্রথম দিন থেকেই বাধা সৃষ্টি করেছে বৃষ্টি। প্রথম দিন মাত্র ১৩.২ ওভার খেলা হয়েছিল। দ্বিতীয় দিন অবশ্য পুরো খেলা হয়। ব্যাকফুটে ছিল ভারত। চতুর্থ দিন ভারত ফলো অনও এড়ায়। শেষ দিন দুর্দান্ত পরিস্থিতি তৈরি হলেও বৃষ্টি এবং মন্দ আলোয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হল।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখে দু-দলের কাছেই এই সিরিজ ডু অর ডাই। অস্ট্রেলিয়া তাই একটা ঝুঁকিও নিয়েছিল। প্রথম ইনিংসে ৪৪৫-এর বিশাল স্কোর গড়েছিল অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড ও স্টিভ স্মিথ সেঞ্চুরি করেন। ভারতকে ফলো অন করার মরিয়া চেষ্টায় ছিল অজি শিবির। চতুর্থ দিন লোকেশ রাহুল, রবীন্দ্র জাডেজা অনবদ্য ইনিংস খেলেন। তবে পার্থক্য গড়ে দেয় জসপ্রীত বুমরা ও আকাশ দীপ জুটি। ফলো অন এড়ায় ভারত।
পঞ্চম দিন ৪.৫ ওভারের মধ্যেই অলআউট ভারত। ২৬০ রানে থামে ভারতের ইনিংস। এই সিরিজে প্রথম ইনিংসে ভারতের সর্বাধিক স্কোর। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামতেই বুমরা-আকাশ দীপ-সিরাজ পেস ত্রয়ীর দাপট। মাত্র ৩৩ রানেই ৫ উইকেট হারায় অজিরা। ৮৯-৭ স্কোরে ডিক্লেয়ার দেয় অস্ট্রেলিয়া। যা ঝুঁকিই। আবহাওয়া বাধা হয়ে না দাঁড়ালে ৫৪ ওভারে ভারতের প্রয়োজন ছিল ২৭৫ রান। যদিও ভারতীয় ইনিংস শুরুর ২.১ ওভারের মধ্যেই খেলা থামাতে হয়। এরপর দিনের খেলা পরিত্যক্ত। সিরিজ ১-১ রেখে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে নামবেন রোহিতরা।