এটিই কি শেষ ম্যাচ? কিংবা শেষ সিরিজ! অবাক হওয়ার নেই। ব্রিসবেনে বৃষ্টি বিরতিতে বারবার একটা বিষয় জায়ান্ট স্ক্রিনে ধরা পড়েছে। বিরাট কোহলির সঙ্গে দীর্ঘ আলোচনায় রবিচন্দ্রন অশ্বিন। আলোচনার অঙ্গভঙ্গি দেখে একটা বিষয় পরিষ্কার, এটা নিছক আড্ডা নয়। এত গম্ভীর আলোচনা কেন? তাও আবার বিরাট কোহলির সঙ্গে! ভারতীয় দলের প্রাক্তন ক্যাপ্টেন, বিশ্বের অন্যতম সেরা ব্যাটার তথা দীর্ঘ সময়ের সতীর্থ। তাঁর সঙ্গে সম্পর্কটা নিছক সতীর্থের নয়। বন্ধুত্বও। এই আলোচনা এতটাই গম্ভীর, যে কারণে এমন মনে করা হচ্ছে।
এখানেই শেষ নয়, বিরাট কোহলির সঙ্গে দীর্ঘ আলোচনার পর আলিঙ্গন করেন অশ্বিন ও বিরাট কোহলি। গম্ভীরের সঙ্গেও কথা বলতে দেখা যায় রবিচন্দ্রন অশ্বিনকে। তা হলে কি ব্রিসবেন টেস্টের পরই ঘোষণা? নাকি অস্ট্রেলিয়া সফর শেষে! এই জল্পনার নানা কারণ রয়েছে। বিদেশের মাটিতে ভারতের প্রথম পছন্দের স্পিনার নন রবিচন্দ্রন অশ্বিন। এই সফরেও প্রথম ম্যাচে খেলানো হয়েছিল ওয়াশিংটন সুন্দরকে। তিনিও অশ্বিনের মতোই অফস্পিনার। প্রথম টেস্টের পর সাংবাদিক সম্মেলনে বারবার বলা হয়েছে, ভবিষ্যতের জন্যই ওয়াশিংটনকে প্রস্তুত করা হচ্ছে।
অ্যাডিলেডে গোলাপি টেস্টে খেলেছিলেন অশ্বিন। এই সিরিজে সিডনিতে শেষ ম্যাচ বাদ দিলে অশ্বিনের সুযোগের সম্ভাবনা নেই। কারণ, সিডনিতে স্পিনাররা সুবিধা পেয়ে থাকেন। এখনও অবধি তিন ম্যাচে তিন স্পিনার খেলিয়েছে ভারত। প্রথম টেস্টে সুন্দর, দ্বিতীয় ম্যাচে অশ্বিন, ব্রিসবেনে জাডেজা। বিদেশে একমাত্র স্পিনার হিসেবে জাডেজাকে সব সময়ই এগিয়ে রাখা হয় ব্যাটিং-ফিল্ডিংয়ের জন্য। এখানেও দুর্দান্ত ব্যাটিং করেছেন। অস্ট্রেলিয়ার পর ভারতের পরবর্তী সিরিজ ইংল্যান্ডের মাটিতে। ঘরের মাঠে আপাতত কোনও টেস্ট নেই। হয়তো সে কারণেই এই ফরম্যাটকে বিদায় জানাতে চলেছেন টেস্টে ভারতের দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারী।