আমেদাবাদ: স্টিভ স্মিথ, নাথান লিয়ঁ, মিচেল স্টার্কের মতো অভিজ্ঞদের কথা ছেড়ে দিন। কিন্তু টড মার্ফি, ম্যাট কুনেম্যান, ক্য়ামেরন গ্রিন! আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন খুব বেশিদিন হয়নি। গ্রিন বাকি দুজনের তুলনায় বেশিদিন খেলছেন। বাকি দু-জনের ভারত সফরেই টেস্ট অভিষেক হয়েছে। অস্ট্রেলিয়ার বেশিরভাগ স্টেডিয়ামই বড়। কিন্তু এত বড় স্টেডিয়াম! দেখে চোখ ছানাবড়া অজি শিবিরের। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পৌঁছে অজি ক্রিকেটারদের পরিস্থিতি এমনই। একদিকে উত্তেজনা অন্য় দিকে, স্নায়ুর চাপ। লক্ষাধিক দর্শকের সামনে খেলা সহজ নয়। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দর্শকাসন রয়েছে ১ লক্ষ ৩২ হাজার। কানায় কানায় পূর্ণ না হলেও সিরিজ যেমন রোমাঞ্চকর পরিস্থিতিতে পৌঁছেছে তাতে লক্ষাধিক দর্শক থাকতেই পারে। তাঁদের গর্জনে আবহটাই পরিবর্তন হয়ে যাবে। বিস্তারিত জানুন TV9 Bangla-য়।
টড মার্ফির মতো তরুণ অফস্পিনার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রথম শ্রেনির ম্যাচ খেলেছেন। এমসিজি বড় স্টেডিয়াম হলেও এত দর্শক হয় না। মার্ফি হয়তো কোনওদিন স্বপ্নেও ভাবতে পারেননি এত বড় স্টেডিয়ামে এবং এত বেশি দর্শকের সামনে খেলার সুযোগ হবে। আমেদাবাদ স্টেডিয়াম দেখে অজি অফ স্পিনার মার্ফি বলছেন, ‘ঘরের মাঠেও কোনও এত দর্শকের সামনে খেলার সুযোগ পাইনি। আমি মানসিক ভাবে প্রস্তুত হয়েই এসেছি, ভারতে যা কিছু মহূর্ত আসবে, উপভোগ করব। সফরের শুরুতে ধারনাও ছিল না, আদৌ কতটা সুযোগ পাব। সুতরাং, যেটুকু সুযোগ আসছে চেটেপুটে নিতে চাই। এই মাঠে গ্য়ালারির গর্জন বিশাল হবে। তবে এত দর্শকের সামনে খেলার সুযোগ এলে সেই সুযোগ হাতছাড়া করব না। পরিবেশটা দারুণ হবে, এটুকু বুঝতে পারছি।’
শুধু টড মার্ফিই নয়, দলের অভিজ্ঞ স্পিনার নাথান লিয়ঁর পরিস্থিতিও এক। তাঁরও লক্ষাধিক দর্শকের সামনে খেলার অভিজ্ঞতা নেই। সবচেয়ে বেশি প্রায় ৯২ হাজার দর্শকের সামনে খেলার সুযোগ হয়েছিল এক বার। নাথান লিয়ঁ ক্রিকেট অস্ট্রেলিয়ার পডকাস্টে বলেছেন, ‘যদি সব জল্পনা সত্যি হয়, এই স্টেডিয়ামে বিশাল গর্জন হবে। এটা খুবই রোমাঞ্চকর হতে পারে। সবচেয়ে বেশি ৯২,৫০০ দর্শকের সামনে খেলার অভিজ্ঞতা হয়েছিল ২০১৩-১৪ অ্য়াসেজ সিরিজে। আমার মনে হয় না, খুব বেশি কেউ বলতে পারবে, এখানকার মতো এত দর্শকের সামনে খেলার সুযোগ পেয়েছে।’