IND vs AUS 2nd Test XI: দেড় বছর পর খেলার সুযোগ! একদিন আগেই গোলাপি টেস্টের একাদশ ঘোষণা

Dec 05, 2024 | 11:41 AM

India vs Australia Test Series: দুর্দান্ত পারফরম্যান্সে সিরিজে ১-০ এগিয়ে ভারত। তবে অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট। গত সফরের স্মৃতি ভালো নয়। ম্যাচের এক দিন আগে একাদশ ঘোষণা করে ভারতকে যেন পাল্টা চাপে রাখার চেষ্টা। কী বদল হল অজি একাদশে?

IND vs AUS 2nd Test XI: দেড় বছর পর খেলার সুযোগ! একদিন আগেই গোলাপি টেস্টের একাদশ ঘোষণা
Image Credit source: Getty Images/Via Cricket Australia

Follow Us

অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টের একাদশ ঘোষণা করে দিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। কাল শুক্রবার শুরু ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। পারথে শুরু হয়েছে সিরিজ। প্রথম টেস্টে দুর্দান্ত প্রত্যাবর্তনে ২৯৫ রানের বিশাল ব্যবধানে জিতেছে ভারত। ছিলেন না নিয়মিত ক্যাপ্টেন রোহিত শর্মা। আঙুলের চোটে পাওয়া যায়নি শুভমন গিলকেও। দুর্দান্ত পারফরম্যান্সে সিরিজে ১-০ এগিয়ে ভারত। তবে অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট। গত সফরের স্মৃতি ভালো নয়। ম্যাচের এক দিন আগে একাদশ ঘোষণা করে ভারতকে যেন পাল্টা চাপে রাখার চেষ্টা। কী বদল হল অজি একাদশে?

পারথ টেস্টের পর ছিটকে যান অজি পেসার জশ হ্যাজলউড। বলা হয়েছে, চোটের কারণেই নেই। তবে গুঞ্জন, সাংবাদিক সম্মেলনে বেফাঁস মন্তব্যের জেরেই তাঁকে বাদ দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া ব্যাটাররা, বিশেষ করে টপ অর্ডার পারথ টেস্টে একেবারেই পারফর্ম করতে পারেননি। যা নিয়ে হ্যাজলউড খুশি ছিলেন না। সেই অসন্তোষ বেরিয়ে আসে প্রকাশ্যেই। দ্বিতীয় টেস্টে তাঁর পরিবর্ত হিসেবে সরাসরি একাদশে প্রত্যাশিত ভাবেই স্কট বোল্যান্ড।

দীর্ঘ দেড় বছর পর টেস্ট খেলার সুযোগ স্কট বোল্যান্ডের সামনে। গত বছর অ্যাসেজ সিরিজে শেষ বার খেলেছিলেন। অস্ট্রেলিয়া একাদশে আরও নানা পরিবর্তনের প্রত্যাশা ছিল। ব্যাটিং শক্তি বাড়ানোর জন্য জশ ইংলিশকে একাদশে আনার একটা সম্ভাবনা ছিল। যদিও এক ম্যাচ হেরে ঢালাও পরিবর্তনের পথে হাঁটতে নারাজ অজি শিবির। ফলে একটি মাত্র পরিবর্তনই হয়েছে।

অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার একাদশ: উসমান খোয়াজা, নাথান ম্যাকসোয়েনি, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লিয়ঁ, স্কট বোল্যান্ড।

Next Article