মুম্বই: আশঙ্কাই সত্যি হল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে পাওয়া যাবে না শ্রেয়স আইয়ারকে। মুম্বইতে প্রথম ওডিআই শুক্রবার। তার আগে কিছুক্ষণ আগেই ভারতীয় দলের অনুশীলন শেষে ফিল্ডিং কোচ টি দিলীপ নিশ্চিত করেন শ্রেয়স আইয়ারের ছিটকে যাওয়ার কথা। আমেদাবাদ টেস্টে চোট পেয়েছিলেন শ্রেয়স। দুই ইনিংসেই ব্য়াট করেননি। তাঁর অস্ত্রোপচার হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছিল। সেটা যদিও নিশ্চিত নয় এখনও। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্য়াব হবে তাঁর। ওডিআই সিরিজের পর শুরু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সেখানেও তাঁকে পাওয়া নিয়ে আশঙ্কা তৈরি হল। ধরে নেওয়া যায়, আইপিএলেও খেলা হবে না তাঁর। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স। ভারতীয় দলের পাশাপাশি চিন্তা বাড়ল কেকেআর শিবিরেও। বিস্তারিত রিপোর্ট TV9Bangla-য়।
ভারতীয় দলের অনুশীলন শেষে ফিল্ডিং কোচ টি দিলীপ বলেন, ‘চোট খেলারই অঙ্গ। আমাদের কাছে সেরা চিকিৎসা ব্য়বস্থা রয়েছে। এনসিএ-র সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। শ্রেয়স এই সিরিজ থেকে ছিটকে গিয়েছে এটুকু নিশ্চিত করতে পারি। এরপর কী হবে আপাতত আমাদেরও জানা নেই।’ বর্ডার-গাভাসকর ট্রফিতেই চোট সারিয়ে প্রত্যাবর্তন করেছিলেন শ্রেয়স আইয়ার। আগের বার পিঠের চোট ছিল। বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্য়াট হাতে খুব বেশি অবদান রাখতে পারেননি। সিরিজের প্রথম তিন ম্য়াচই হয়েছিল স্পিন সহায়ক পিচে। সেখানে ব্য়াটিং সহজ ছিল না। আমেদাবাদে শেষ টেস্টে পিচ ব্য়াটিং সহায়ক ছিল। সেখানে একাদশে থাকলেও নামতে পারেননি শ্রেয়স।
ব্য়াট হাতে অবদান রাখতে না পারলেও, বর্ডার-গাভাসকর ট্রফিতে শর্ট লেগে বেশ কিছু চোখ ধাঁধানো ক্য়াচ নিয়েছেন শ্রেয়স আইয়ার। শর্ট লেগে ফিল্ডিং করার সময় সারাক্ষণ ঝুঁকে থাকতে হয়। সে কারণেই নতুন করে চোট, এমনটাই হতে পারে। আমেদাবাদ টেস্ট চলাকালীন বোর্ডের চিকিৎসকদের সমস্য়ার কথা জানান শ্রেয়স। আমেদাবাদে ব্যাটিং সহায়ক পিচে ভারতকে মাত্র এক ইনিংসই ব্যাট করতে হয়েছে। অস্ট্রেলিয়ার ৪৮০ রানের জবাবে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৫৭১ রানে। শুভমন গিল এবং বিরাট কোহলি শতরান করেন। দ্বিতীয় ইনিংসে আর ভারতকে ব্যাটিংয়ে নামতে হয়নি। টেস্ট ড্র হয়। সিরিজ ২-১ ব্য়বধানে জেতে ভারত।