লন্ডন : অজি বোলারদের এক একটা বল এসে লাগল কখনও পাঁজরে, কখনও আঙুলে, আবার কখনও হেলমেটে। শত যন্ত্রণা উপেক্ষা করেই চোয়ালচাপা লড়াই চালিয়ে গিয়েছিলেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। অজি আগ্রাসনের সামনে ভারতের রক্ষাকর্তা হয়ে ক্রিজ কামড়ে দাঁড়িয়েছিলেন রাহানে। ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (WTC Final 2023) ভারতের হয়ে প্রথম শতরান করার সুযোগ ছিল রাহানের সামনে। সেই সুযোগ তিনি হাতছাড়া করেছেন ঠিকই, কিন্তু তাঁর ৮৯ রানের ইনিংসটা ভারতীয় দলের কাছে সেঞ্চুরির থেকে কম কিছু নয়। রাহানের এই লড়াইয়ে তাঁর পাশে থাকার বার্তা দিয়ে এক আবেগঘন পোস্ট করেছেন তাঁর স্ত্রী রাধিকা ধোপাবকর। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ইন্সটাগ্রামে রাহানের চারটি ছবি পোস্ট করে রাধিকা লেখেন, “তোমার আঙুল খুব ফুলে গিয়েছিল। ক্রমশ যন্ত্রণা বাড়ছিল। তবুও তুমি স্ক্যান করতে চাওনি। যাতে খেলা থেকে মনোনিবেশ সরে না যায়। তুমি নিজের ব্যাটিংয়েই মন দিতে চেয়েছিলে। একজন নিঃস্বার্থ ক্রিকেটার হিসেবে নিজের পরিচয় দিয়েছো তুমি। দলের প্রতি তোমার দায়িত্ব পালন করেছ। যেভাবে ক্রিজে চোয়ালচাপা লড়াই করেছো এবং তোমার উপস্থিতির প্রমাণ দিয়েছো, তাতে আমরা সকলকে তোমাকে দেখে অনুপ্রাণিত হয়েছি। তোমার দলের প্রতি আনুগত্য ও টিম স্পিরিটের জন্য চিরকার গর্বিত থাকব। তোমায় ভীষণ ভালোবাসি।”
ওভালে WTC ফাইনালের তৃতীয় দিনের খেলা চলাকালীন ভারতের প্রথম ইনিংসের সময় প্যাট কামিন্সের এক বাউন্সার গিয়ে লাগে রাহানের তর্জনীতে। মারাত্মক যন্ত্রনা অনুভব করেন রাহানে। ফিজিয়ো তাঁর ট্রিটমেন্ট করার জন্য মাঠে ছুটে আসেন। এরপরও খেলা থামাননি রাহানে। তৃতীয় দিনের শেষে নিজের চোট নিয়ে সম্প্রচারকারী চ্যানেলকে রাহানে বলেন, ‘এটা অবশ্যই যন্ত্রণার। তবে আমার বেশি সমস্যা হয়নি। আর এই চোটটা আমার ব্যাটিংয়ে খুব একটা সমস্যা করেছে বলে মনেও হয় না। যেভাবে ব্যাট করেছি তাতে আমি খুশি। আজকের দিনটা ভালো ছিল। আমরা ভেবেছিলাম ৩২০-৩৩০ রান পর্যন্ত তুলতে পারব। সেটা না হলেও সব মিলিয়ে দিনটা ভালোই কেটেছে।’