Asia Cup 2023: বাংলাদেশ ম্যাচের আগে সুখবর, নেটে ফিরলেন শ্রেয়স

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 14, 2023 | 1:58 PM

Shreyas Iyer: কাল বাংলাদেশের বিরুদ্ধে সুপার ফোরের শেষ ম্যাচ ভারতের। আগের দুটো ম্য়াচে সাকিব আল হাসানের টিম হেরে গিয়েছে। ফলে, রোহিতদের কাছে এই ম্যাচ নিয়মরক্ষার। প্রথম টিমে কিছু বদলও করা হতে পারে। বিশ্রাম দেওয়া হতে পারে প্রথম সারির কয়েকজন ক্রিকেটার। বুধবার পুরো টিমকেই বিশ্রাম দেওয়া হয়েছিল। বৃহস্পতিবারের অপশনাল ট্রেনিংয়ে রবীন্দ্র জাডেজা, সূর্যকুমার যাদব, তিলক ভার্মারা হাজির ছিলেন।

Asia Cup 2023: বাংলাদেশ ম্যাচের আগে সুখবর, নেটে ফিরলেন শ্রেয়স
Asia Cup 2023: বাংলাদেশ ম্যাচের আগে সুখবর, নেটে ফিরলেন শ্রেয়স
Image Credit source: Twitter

Follow Us

কলম্বো: যাঁর চোট ঘিরে আশঙ্কার শেষ নেই, সেই তিনি অবশেষে নেমে পড়লেন ট্রেনিংয়ে। পিঠের ব্য়থার কারণে পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্য়াচে খেলতে পারেননি তিনি। শ্রীলঙ্কা ম্যাচেও তাঁকে একাদশের বাইরেই রাখতে হয়েছিল। সেই শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) বৃহস্পতিবার নামলেন ট্রেনিংয়ে। কোচ রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে নেটে ব্যাটও করলেন তিনি। বিশ্বকাপের আগে শ্রেয়সের চোট থেকে বেরিয়ে আসা ভারতীয় টিমের কাছে স্বস্তির খবর। টানা তিন দিন ম্য়াচ খেলার ক্লান্তি এক দিকে। অন্য দিকে এশিয়া কাপের (Asia Cup 2023) ফাইনালে উঠে পড়েছে টিম। যে কারণে ভারতের একঝাঁক ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হল বৃহস্পতিবার। বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরারা কেউই ট্রেনিংয়ে নামলেন না। TV9Bangla Sports এ বিস্তারিত।

কাল বাংলাদেশের বিরুদ্ধে সুপার ফোরের শেষ ম্যাচ ভারতের। আগের দুটো ম্য়াচে সাকিব আল হাসানের টিম হেরে গিয়েছে। ফলে, রোহিতদের কাছে এই ম্যাচ নিয়মরক্ষার। প্রথম টিমে কিছু বদলও করা হতে পারে। বিশ্রাম দেওয়া হতে পারে প্রথম সারির কয়েকজন ক্রিকেটার। বুধবার পুরো টিমকেই বিশ্রাম দেওয়া হয়েছিল। বৃহস্পতিবারের অপশনাল ট্রেনিংয়ে রবীন্দ্র জাডেজা, সূর্যকুমার যাদব, তিলক ভার্মারা হাজির ছিলেন। তবে নজর ছিল শ্রেয়সের দিকেই। নেটে তাঁকে সাবলীলই দেখিয়েছে। ঘণ্টাখানেক ব্যাট করেছেন নেটে। কোচ রাহুলের কড়া নজর ছিল তাঁর উপর।

এশিয়া কাপের ফাইনালে উঠে পড়ায় ভারতীয় টিমের মনোবল অনেকটা বেড়ে গিয়েছে। বিশ্বকাপের আগে প্রথম সারির টিম নিয়ে ছন্দই খুঁজে নিতে চেয়েছিলেন ক্যাপ্টেন রোহিত। ভারতের টপ অর্ডার চমৎকার ফর্মে। রোহিত, শুভমনরা ধারাবাহিক পারফর্ম করছেন। বিরাট সেঞ্চুরি পেয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে। চোট সারিয়ে ছ’মাস পর মাঠে ফিরে দুরন্ত পারফর্ম করেছেন লোকেশ রাহুলও। পাকিস্তানের বিরুদ্ধে তাঁর সেঞ্চুরি যেমন চিন্তামুক্ত করেছে, তেমনই শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি আবার কিপিংও করেছেন। ফলে, ঘরের মাঠে বিশ্বকাপে ব্যাটিং এবং কিপিং দ্বৈত ভূমিকায় তাঁকে দেখতে পাওয়া যাবে।

Next Article