ভারতের প্রতিপক্ষ কে হতে পারে! টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে আপাতত উত্তরটা, ভারতের প্রতিপক্ষ একমাত্র ভারতই। আইপিএলের গত সংস্করণের আগে ভারত সফরে এসেছিল ইংল্যান্ড ক্রিকেট দল। তাদের খেলার স্টাইল বাজ়বল নিয়ে অনেক আলোচনা হয়েছিল। অনেকেই বলেছিলেন, ভারতের মাটিতে বাজ়বল খাটবে না। আদতে তাই হয়েছে। উল্টে জ্যাজ়বলের সামনে পড়েছিল ইংল্যান্ড। ভারতের তরুণ বাঁ হাতি ওপেনার যশস্বী জয়সওয়াল ৭০০-র উপর রান করেছেন সেই সিরিজে। সদ্য় পাকিস্তানকে হারিয়ে ভারত সফরে এসে বাংলাদেশ টিমও অনেক কিছুই প্রত্যাশা করেছিল। যদিও কানপুরে যা পরিস্থিতি হয়েছে, তার পর আর কোনও কথা হতে পারে না। ভারতের ব্যাটিং তাণ্ডব দেখে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারও বলছেন, এই টিমের সঙ্গে লড়াই হতে পারে একমাত্র অস্ট্রেলিয়ারই। আর কী বলছেন?
নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বসিত আলি তাঁর দেশের ক্রিকেটের সঙ্গে পার্থক্যটা চোখে আঙুল দিয়ে দেখান। বলেন, ‘ভারত আর পাকিস্তান ক্রিকেটের পার্থক্যটা ভালো করে দেখুন। এটাই বাস্তব। মেনে নিন। আপনারা যদি ভাবেন, আমাদের দেশের ক্রিকেট খুব ভালো, তো সেই ধারনা বদলে ফেলুন।’ ঘরের মাঠে বাংলাদেশের কাছে প্রথম বার টেস্ট এবং সিরিজ হেরেছে পাকিস্তান। সে দেশের ক্রিকেট পরিস্থিতিই বোঝান বসিত। এরপরই ভারতের প্রসঙ্গ তোলেন।
বসিত আলি বলেন, ‘ভারতের লড়াই হতে পারে শুধুমাত্র অস্ট্রেলিয়ার সঙ্গেই। বাকি সব এমনিই। আমার মনে হয়, ১৯-২০টা সিরিজ জিতল।’ ভারত ঘরের মাঠে টানা ১৮টি সিরিজ জিতেছে। ম্যাচের টার্নিং পয়েন্ট চতুর্থ দিন। ৩৪.৪ ওভারে ২৮৫-৯ স্কোরে ডিক্লেয়ার করেছিল ভারত। ৮-এর উপর রান রেট! টেস্ট ক্রিকেটে আগে কোনওদিন এমন হয়নি। ভারতের ব্যাটিং তাণ্ডব একঝাঁক রেকর্ড তৈরি করেছে। বসিত আলি আরও বলছেন, ‘চতুর্থ দিন রোহিত-যশস্বীর ওপেনিং জুটি, পঞ্চম দিন একঘণ্টা উইকেট না পাওয়া, বাংলাদেশের ব্যাটারদের মনসংযোগ ভাঙা। নয়তো বাংলাদেশ অন্তত ড্র করতে পারত।’