IND vs BAN: রেকর্ড গড়ে তামিমকে দলে ফেরার অনুরোধ মিরাজের!

India vs Bangladesh 2nd Test: ব্যাট হাতে মাত্র ২০ রানের অবদান। বল হাতে সাফল্য পেয়েছেন। ভারতের ব্যাটিং তাণ্ডবের মাঝেও ৪ উইকেট নিয়েছেন অফস্পিনার মেহেদি হাসান মিরাজ। এর মধ্যে রয়েছে রোহিত শর্মা, লোকেশ রাহুল, রবীন্দ্র জাডেজা এবং আকাশ দীপের উইকেট।

IND vs BAN: রেকর্ড গড়ে তামিমকে দলে ফেরার অনুরোধ মিরাজের!
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Sep 30, 2024 | 9:11 PM

কানপুর টেস্টে অলরাউন্ডার হিসেবে অনন্য রেকর্ড গড়েছেন রবীন্দ্র জাডেজা। একই দিন রেকর্ড গড়েছেন বাংলাদেশের তরুণ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজও। বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে ৩০০ উইকেটের মালিক হলেন মিরাজ। এটি সব ফরম্যাট মিলিয়েই। তাঁর আগে বাংলাদেশের বোলারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০ কিংবা বেশি উইকেট নেওয়ার কীর্তি রয়েছে সাকিব আল হাসান (৭১২), মাশরাফি মোর্তাজা (৩৮৯) এবং মুস্তাফিজুর রহমানের (৩২৩)। দিনের খেলা শেষে রেকর্ড গড়া মিরাজের বিশেষ অনুরোধ!

চেন্নাই টেস্টের প্রথম তিন ৩৫ ওভারের পর অবশেষে চতুর্থ দিন খেলা হল। বাংলাদেশ প্রথম ইনিংসে ২৩৩ রানে অলআউট। ব্যাট হাতে মাত্র ২০ রানের অবদান। বল হাতে সাফল্য পেয়েছেন। ভারতের ব্যাটিং তাণ্ডবের মাঝেও ৪ উইকেট নিয়েছেন অফস্পিনার মেহেদি হাসান মিরাজ। এর মধ্যে রয়েছে রোহিত শর্মা, লোকেশ রাহুল, রবীন্দ্র জাডেজা এবং আকাশ দীপের উইকেট।

এই খবরটিও পড়ুন

দিনের খেলা শেষে সম্প্রচারকারী চ্যানেলের জন্য মাঠের সাইড লাইনে বিশ্লেষণে ছিলেন পার্থিব প্যাটেল, অভিনব মুকুন্দ এবং তামিম ইকবাল। সেসময়ই মিরাজ আসেন। তামিমের সঙ্গে সামান্য কথা হয়। শুভেচ্ছা জানান তামিম। মিরাজ পাল্টা অনুরোধ করেন, তামিমকে ক্রিকেটে ফেরার জন্য। গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তামিম ইকবাল। যদিও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে অবসরের সিদ্ধান্ত বদলেছিলেন। কিন্তু ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি। সরকারিভাবে তামিমকে এখনও বাংলাদেশ ক্রিকেটে প্রাক্তন বলা যায় না।