IND vs ENG: দুই দীপের চোট, ম্যাঞ্চেস্টারে অনিশ্চিত; ব্যাক আপ নেওয়া হল AK 47-কে!
India vs England 4th Test: বাঁ হাতি পেসারের পাশাপাশি চোট রয়েছে আকাশ দীপেরও। এজবাস্টন ও লর্ডসে খেলেছেন আকাশ দীপ। কিন্তু ম্যাঞ্চেস্টারে অনিশ্চিত। অন্যদিকে, লর্ডসে রুদ্ধশ্বাস ম্যাচে হারের পর পরিকল্পনায় কিছু বদল আনতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট।

লর্ডসে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টের পর দীর্ঘ বিরতি। ২৩ জুলাই শুরু চতুর্থ টেস্ট। লর্ডস টেস্টের পর প্রাথমিক ভাবে লন্ডনের কাছেই বেকেনহ্যামে অনুশীলন সেরেছে ভারতীয় দল। সেই প্র্যাক্টিস সেশনেই চোট পেয়েছিলেন অর্শদীপ সিং। বাঁ হাতি পেসারের পাশাপাশি চোট রয়েছে আকাশ দীপেরও। এজবাস্টন ও লর্ডসে খেলেছেন আকাশ দীপ। কিন্তু ম্যাঞ্চেস্টারে অনিশ্চিত। অন্যদিকে, লর্ডসে রুদ্ধশ্বাস ম্যাচে হারের পর পরিকল্পনায় কিছু বদল আনতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট। তা ধাক্কা খেয়েছে অর্শদীপের চোটে। দু-জনই অনিশ্চিত চতুর্থ টেস্টে। ব্যাক আপ হিসেবে অংশুল কম্বোজকে রাখা হয়েছে।
বেকেনহ্যামে প্রস্তুতিতে দুর্দান্ত দেখিয়েছিল অর্শদীপকে। তাঁকে একাদশে আনলে বোলিং আক্রমণে বৈচিত্র বাড়ত। সেই পরিকল্পনাই ছিল। কিন্তু সেখানেই বাঁ হাতে চোট পান। বাঁ হাতি পেসার। বোলিং হ্যান্ডে চোট। স্বাভাবিক ভাবেই পরিকল্পনায় ধাক্কা। গম্ভীরের সহকারী রায়ান টেন দুশখাতেও স্বীকার করে নিয়েছিলেন, অর্শদীপের চোটে তাঁদের পরিকল্পনায় অস্বস্তি তৈরি করেছে। কিন্তু চাপ বেড়েছে আকাশ দীপের চোটে।
এজবাস্টনে সিরিজের দ্বিতীয় টেস্টে দু-ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়েছিলেন আকাশ দীপ। লর্ডসে সাফল্য পাননি। ম্যাচের চতুর্থ দিন মাঠ ছেড়ে বেরোতে দেখা যায়। প্রাথমিক চিকিৎসাও হয়। তখন থেকেই মনে হয়েছিল, চোট রয়েছে আকাশ দীপের। বেকেনহ্যামের প্র্যাক্টিস সেশনে ব্যাটিং-বোলিংয়ে দেখা যায়নি আকাশ দীপকে। শুধুমাত্র ফিটনেস ট্রেনিং করেছিলেন।
অর্শদীপ এবং আকাশ দীপের ব্যাক আপ হিসেবে রাখা হচ্ছে অংশুল কম্বোজকে। ইংল্যান্ড সফরে ভারত এ-দলের স্কোয়াডে ছিলেন। অতীতেও এ দলের হয়ে খেলেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসে খেলেন। হরিয়ানার এই পেসার প্রথম শ্রেনির ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফর্ম করেছিলেন গত মরসুমে। পারফেক্ট টেনের কীর্তিও গড়েছিলেন গত রঞ্জি ট্রফিতে।
