Akash Deep: বাংলায় উত্তর, স্বপ্নের টেস্ট অভিষেক নিয়ে আর কী বললেন আকাশ দীপ?

Feb 23, 2024 | 5:35 PM

India vs England 4th Test: সম্প্রচারকারী চ্যানেলে ধারাভাষ্যকার হিসেবে রয়েছেন দেশের প্রাক্তন কিপার-ব্যাটার বাংলারই দীপ দাশগুপ্ত। তিনি প্রথমেই বাংলায় কথা বলেন আকাশ দীপের সঙ্গে। জিজ্ঞেস করেন, কেমন আছো? আকাশ দীপও বাংলায় জবাব দেন, ভালো আছি। এরপর অবশ্য সর্বভারতীয় সম্প্রচারের কথা ভেবে, হিন্দিতেই কথা বলেন। কেরিয়ারের প্রথম উইকেট যেটা হতে পারত, নো বলে যা হয়নি, কতটা হতাশ আকাশ দীপ?

Akash Deep: বাংলায় উত্তর, স্বপ্নের টেস্ট অভিষেক নিয়ে আর কী বললেন আকাশ দীপ?
Image Credit source: BCCI

Follow Us

কেরিয়ারের প্রথম টেস্ট উইকেটটা হতে পারত জ্যাক ক্রলির। কেরিয়ারের একাদশতম ডেলিভারিতে জ্যাক ক্রলির উইকেট ছিটকে দেন আকাশ দীপ। সেলিব্রেশন শুরুও করে দেন। কিন্তু মাঝপথেই থামতে হয়। সাইরেন বেজে ওঠে। নো-বল। সকলেই হতাশ। অভিষেক ম্যাচ খেলতে নামা এক তরুণ পেসারের এমন ঘটনায় হতাশাই স্বাভাবিক। তবে উইকেটের জন্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। টেস্ট কেরিয়ারের প্রথম স্পেলেই তিন উইকেট! স্বপ্নের অভিষেক। দিনের খেলা শেষে কী বললেন বাংলার পেসার আকাশ দীপ? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

সম্প্রচারকারী চ্যানেলে ধারাভাষ্যকার হিসেবে রয়েছেন দেশের প্রাক্তন কিপার-ব্যাটার বাংলারই দীপ দাশগুপ্ত। তিনি প্রথমেই বাংলায় কথা বলেন আকাশ দীপের সঙ্গে। জিজ্ঞেস করেন, কেমন আছো? আকাশ দীপও বাংলায় জবাব দেন, ভালো আছি। এরপর অবশ্য সর্বভারতীয় সম্প্রচারের কথা ভেবে, হিন্দিতেই কথা বলেন। কেরিয়ারের প্রথম উইকেট যেটা হতে পারত, নো বলে যা হয়নি, কতটা হতাশ আকাশ দীপ?

দীপ দাশগুপ্তর প্রশ্নে বাংলার পেসার বলেন, ‘উইকেট না পাওয়ার জন্য খারাপ লাগেনি। আমার চিন্তা ছিল, এই ভুলের জন্য টিমের যদি বড় ক্ষতি হয়। পরে ওর উইকেট সহ তিনটি উইকেট নিয়েছি। ভালো লাগছে।’ ২০১৯ সালে প্রথম শ্রেনির ক্রিকেটে অভিষেক। আর আজ টেস্ট ক্রিকেটার। অনুভূতি ভাগ করে নেওয়ার আগে দীর্ঘশ্বাস আকাশ দীপের। কিছুটা সময় নিয়ে জানালেন, গর্বের মুহূর্ত।

রাঁচি টেস্টের প্রথম দিন সাফল্যের জন্য কৃতিত্ব দিলেন জসপ্রীত বুমরাকেও। তাঁর পরিবর্তে খেলছেন বলে নয়। বরং বুমরার পরামর্শের জন্য। আকাশ দীপ বলেন, ‘বুমরা ভাই বলেছিল আন্তর্জাতিক ক্রিকেটে একটু ব্যাক অফ লেন্থ বোলিং করতে। সেই পরামর্শ মেনে প্র্যাক্টিস করেছি।’

Next Article