IND VS ENG: প্রায় একই ঘটনায় দুই চিত্র! ইংল্যান্ডের স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে প্রশ্ন

Feb 24, 2024 | 2:00 PM

India vs England 4th Test: রাঁচি টেস্টের প্রথম সেশনের ঘটনা আগে বলা যাক। বোলিং করছিলেন ভারতের বাঁ হাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদব। স্ট্রাইকে ওলি রবিনসন। স্লিপে ক্যাচ নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। যদিও তিনি নিশ্চিত ছিলেন না। পরিষ্কার সিগন্যাল দেন, তাঁর মনে হয়নি বল ক্যারি করেছে। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের অনুরোধ করেন রোহিত। রিপ্লেতে দেখা যায়, রোহিতের অনুমানই ঠিক। বল আগে মাটিতে পড়েছে। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিতে কোনও সমস্যা হয়নি।

IND VS ENG: প্রায় একই ঘটনায় দুই চিত্র! ইংল্যান্ডের স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে প্রশ্ন
Image Credit source: AFP

Follow Us

টিভি আম্পায়ারের ভূমিকা যতটা গুরুত্বপূর্ণ, তেমনই প্লেয়ারদেরও। সফ্ট সিগন্যাল তুলে দিয়েছে আইসিসি। সেটা না হলে! প্রায় একই ঘটনা। মানসিকতা ভিন্ন। আর ইংল্য়ান্ড ক্রিকেটারদের আচরণ নিয়ে প্রশ্ন উঠছে। রাঁচি টেস্টের দ্বিতীয় দিন। প্রথম ঘটনাটি প্রথম সেশনে। এরপর দ্বিতীয় সেশন। ইংল্যান্ড ক্রিকেটাররা সেলিব্রেশনে মেতে ওঠেন। যদিও তা দীর্ঘস্থায়ী হয়নি। ইংল্যান্ড ক্রিকেটারদের মানসিকতায় সন্তুষ্ট নন ভারত অধিনায়ক রোহিত শর্মাও! কী ঘটেছে? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

রাঁচি টেস্টের প্রথম সেশনের ঘটনা আগে বলা যাক। বোলিং করছিলেন ভারতের বাঁ হাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদব। স্ট্রাইকে ওলি রবিনসন। স্লিপে ক্যাচ নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। যদিও তিনি নিশ্চিত ছিলেন না। পরিষ্কার সিগন্যাল দেন, তাঁর মনে হয়নি বল ক্যারি করেছে। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের অনুরোধ করেন রোহিত। রিপ্লেতে দেখা যায়, রোহিতের অনুমানই ঠিক। বল আগে মাটিতে পড়েছে। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিতে কোনও সমস্যা হয়নি।

এ বার আসা যাক দ্বিতীয় ঘটনায়। সিরিজে দুরন্ত ছন্দে থাকা ভারতের বাঁ হাতি তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল ব্যাট করছেন। সে সময় তিনি ৪০ রানে ক্রিজে। বোলিংয়ে ওলি রবিনসন। অফস্টাম্পের বাইরের বলে খোঁচা। উইকেটের পিছনে বেন ফোকস ক্যাচ নেন। যদিও সেটি ক্যাচ ছিল কিনা, সন্দেহ ছিল। বেন ফোকস সহ ইংল্যান্ড প্লেয়াররা সেলিব্রেশনে মেতে ওঠেন। যশস্বীর সন্দেহ থাকায় ক্রিজেই দাঁড়িয়ে থাকেন। ক্যাচ হয়েছে কিনা তৃতীয় আম্পায়ারের সাহায্য চান অনফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা।

রিপ্লে দেখে আবারও সেলিব্রেশন বেন স্টোকসদের। এমনকি স্লো-মোশন রিপ্লেতেও সেলিব্রেশন থামেনি! যদিও স্লো মোশনে দেখা যায়, বল মাটি ছুঁয়ে ফোকসের গ্লাভসে লেগেছে। তৃতীয় আম্পায়ার নটআউটের সিদ্ধান্ত জানানোর পর অবাক বেন স্টোকসরা। স্লো-মোশন রিপ্লে দেখেও কি বোঝেননি? সে কারণেই ইংল্যান্ডের স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে প্রশ্ন উঠছে। সফ্ট সিগন্যাল থাকলে! হয়তো উইকেট হারাতে হত যশস্বীকে।

Next Article