রজত পাতিদারের টেস্ট কেরিয়ার কতটা দীর্ঘ হতে পারে? এই মুহূর্তে যেন বলা যায়, আর একটা ইনিংস। তাঁর লাইফ লাইন শেষের দিকে। ৩০ বছর বয়সে অবশেষে টেস্ট অভিষেক হয়েছে। এর আগে টেস্ট দলে ডাক পেলেও খেলার সুযোগ হয়নি। অবশেষে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে টেস্ট অভিষেক। এখনও পর্যন্ত সুযোগ কাজে লাগাতে ব্যর্থ। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের জেরে সুযোগ পেয়েছিলেন। বিরাট কোহলির ব্যাটিং পজিশনে নামার সুযোগ পেয়েছেন। কিন্তু ঘরোয়া ক্রিকেটে সাফল্যের ধারা টেস্টে জারি রাখতে ব্যর্থ। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম দু-ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি। প্রাথমিক ভাবে দু-ম্যাচ থাকলেও ব্যক্তিগত কারণে বাকি তিন ম্যাচ থেকেও সরে দাঁড়ান। ১৫ ফেব্রুয়ারি পুত্র সন্তান হয়েছে বিরাট-অনুষ্কার। ২০ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় সে কথা ঘোষণা করেন বিরাট-অনুষ্কা। এরপর থেকে একটা ক্ষীণ সম্ভাবনা তৈরি হয়েছে, শেষ ম্যাচে পাওয়া যেতে পারে বিরাট কোহলিকে। সিরিজের পঞ্চম টেস্ট শুরু ৭ মার্চ। সে কারণে বিরাটের ফেরার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আর তিনি ফিরলে এমনিতেই বাদ পড়বেন রজত।
বিরাট না ফিরলেও দলে জায়গা ধরে রাখা কঠিন রজত পাতিদারের ক্ষেত্রে। রাঁচি টেস্টে দল বেকায়দায় পড়ে। ইংল্যান্ড প্রথম ইনিংসে করে ৩৫৩ রান। জবাবে ৮৬ রানের মধ্যেই ২ উইকেট হারায় ভারত। ব্যাটিংয়ের জন্য পিচ এখনও আদর্শ। অন্তত যশস্বী জয়সওয়ালের ব্যাটিং দেখে বলাই যায়। এ ধরনের পিচে বছরের পর বছর খেলেছেন রজতও। শুরুতেই অবশ্য ক্যাচ তুলেছিলেন রজত পাতিদার। অল্পের জন্য বাঁচেন। যদিও ক্রিজে দীর্ঘস্থায়ী হতে পারলেন না। তাঁর রক্ষণ এত নড়বড়ে দেখাবে, সেটা প্রত্যাশিত নয়। শোয়েব বশিরের মতো নবাগত অফস্পিনারের বিরুদ্ধে লেগ বিফোর হয়ে ফেরেন রজত। ৪২ বলে ১৭ রানেই ইতি।
বিশাখাপত্তনমে অভিষেক টেস্টে দু-ইনিংসে তাঁর অবদান ৩২ ও ৯। রাজকোটে ৫ ও ০। রাঁচিতে প্রথম ইনিংসে ১৭। দ্বিতীয় ইনিংসে বড় রান না করলে এই ম্যাচই কেরিয়ারের শেষ হয়ে দাঁড়াতে পারে। স্কোয়াডে রয়েছেন দেবদত্ত পাড়িক্কাল। রঞ্জিতে দুর্দান্ত পারফর্ম করে দলে এসেছেন দেবদত্ত।