AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Cricket: চাকরিটা যেন বেঁচে গেল…! গৌতম গম্ভীরকে ড্রেসিংরুমেই কোলে তুলে নিলেন কোচ

IND vs ENG Test Series: গত কয়েকটি সিরিজেরই পরিস্থিতি তাই। অস্ট্রেলিয়া সফরেও একই পরিস্থিতি ছিল। যে কারণে গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিতে পারেনি ভারত। ইংল্যান্ডে সিরিজ জিততে না পারলেও তরুণ ব্রিগেড নিয়ে ড্র করা সহজ নয়।

Indian Cricket: চাকরিটা যেন বেঁচে গেল...! গৌতম গম্ভীরকে ড্রেসিংরুমেই কোলে তুলে নিলেন কোচ
Image Credit: PTI
| Updated on: Aug 05, 2025 | 6:03 PM
Share

ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষ। এই সিরিজের উপর অনেক কিছুই নির্ভর করছিল। প্রথম দিকের কথাই ধরা যাক। ভারতের ব্যাটাররা ভরসা দিলেও বোলাররা ম্যাচ জেতানোর মতো পরিস্থিতি তৈরি করতে পারেননি। কোনও ম্য়াচে বা একটা সেশনে হয়তো ভালো বোলিং হয়েছে। ইউনিট হিসেবে বোলিং পারফরম্যান্স নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। সেটা শুধু এই সিরিজের গল্প নয়। গত কয়েকটি সিরিজেরই পরিস্থিতি তাই। অস্ট্রেলিয়া সফরেও একই পরিস্থিতি ছিল। যে কারণে গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিতে পারেনি ভারত। ইংল্যান্ডে সিরিজ জিততে না পারলেও তরুণ ব্রিগেড নিয়ে ড্র করা সহজ নয়। যাঁকে নিয়ে প্রশ্ন উঠছিল, তিনি বোলিং কোচ মর্নি মর্কেল। সিরিজের ফলে উচ্ছ্বসিত বোলিং কোচ।

ওভাল টেস্টের শেষ দিন ম্যাচ যে কোনও দিকেই যেতে পারত। বোলিংয়ের জন্যই রুদ্ধশ্বাস ছিনিয়ে নিয়ে সিরিজ ড্র করতে পেরেছে ভারত। বিশেষ করে বলতে হয় মহম্মদ সিরাজের কথা। বোলিং বিভাগের ব্যর্থতার জন্য যেমন দায়ী করা হয় বোলিং কোচকে, তেমনই সাফল্যের জন্যও কৃতিত্ব। এই সিরিজের উপর নির্ভর করছিল, মর্কেলের চাকরি আদৌ থাকবে কি না। আতসকাঁচে ছিল তাঁর কোচিং। ওভাল টেস্টের পর গৌতম গম্ভীরের উচ্ছ্বাস, মর্কেলের উপর হেড কোচ এতদিন যে ভরসা দেখাতে পেরেছেন, তার মর্যাদা রাখতে পারা, সব মিলিয়ে বাড়তি আনন্দে ভাসলেন বোলিং কোচও।

ইংল্যান্ডে সিরিজ ড্রয়ের পরই ড্রেসিংরুমে উৎসবের মেজাজ। তার ভিডিয়ো শেয়ার করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভিডিয়োতে দেখা যাচ্ছে, উচ্ছাসে গৌতম গম্ভীরকে কোলে তুলে নিয়েছেন বোলিং কোচ মর্নি মর্কেল। ভারতীয় দলের হেড কোচ হওয়ার পরই সাপোর্ট স্টাফ হিসেবে মর্কেলকে চেয়েছিলেন গৌতম গম্ভীর। ব্যর্থতাতেও মর্কেলের উপর কোনও আঁচ আসতে দেননি। সাফল্যে তাই গম্ভীরের জন্য় গর্বিত মর্কেলও।