IND vs ENG: ‘ম্যাচ ফি ভাগ করে নেওয়া উচিত’, ঋষভ পন্থকে নিয়ে মন্তব্য প্রাক্তনীর
IND vs ENG 3rd Test: লর্ডস টেস্টে কিপার পন্থকে কার্যত পাওয়াই যায়নি। তবে আশঙ্কা, আগামী ম্যাচে এর প্রভাব পড়বে কি না। প্রথম ইনিংসে কিপিং গ্লাভস সেই যে ধ্রুব জুরেলকে তুলে দিয়েছিলেন, আর নামেননি। দ্বিতীয় ইনিংসেও কিপিং করেন ধ্রুব জুরেলই।

ঋষভ পন্থকে নিয়ে চিন্তা বেড়েছে। এর কারণ কিন্তু তাঁর ব্যাটিং ফর্ম নয়। চোট। লর্ডস টেস্টের দ্বিতীয় দিন কিপিংয়ের সময় বাঁ হাতের আঙুলে গুরুতর চোট পান ঋষভ পন্থ। প্রাথমিক চিকিৎসা হয় মাঠেই। যদিও চোটে যে অস্থতিতে ছিলেন, তা পরিষ্কার হয়ে যায় দ্রুতই। মাঠ ছাড়েন ঋষভ পন্থ। মনে করা হচ্ছিল, বিশ্রাম নিয়ে ফিরতে পারেন। যদিও সেদিন আর কিপিংয়ে ফেরেননি। তাঁর পরিবর্তে ধ্রুব জুরেলকে নামাতে হয়। ব্যাটিংয়েও চিন্তা ছিল। যদিও ব্য়াট হাতে নামেন পন্থ। ৭৪ রানের একটা দুর্দান্ত ইনিংসও খেলেছেন। এ বার পন্থকে নিয়ে মজার মন্তব্য ভারতের প্রাক্তন কিপার ব্য়াটার দীনেশ কার্তিকের।
লর্ডস টেস্টে কিপার পন্থকে কার্যত পাওয়াই যায়নি। তবে আশঙ্কা, আগামী ম্যাচে এর প্রভাব পড়বে কি না। প্রথম ইনিংসে কিপিং গ্লাভস সেই যে ধ্রুব জুরেলকে তুলে দিয়েছিলেন, আর নামেননি। দ্বিতীয় ইনিংসেও কিপিং করেন ধ্রুব জুরেলই। দুর্দান্ত পারফরম্যান্স টিম ইন্ডিয়ার এই সেকেন্ড কিপারেরও। সে কারণেই ঋষভ পন্থকে নিয়ে মজার মন্তব্য কার্তিকের।
দীর্ঘদিন ধরেই ধারাভাষ্যে যুক্ত দেশের প্রাক্তন কিপার-ব্যাটার দীনেশ কার্তিক। ভারত-ইংল্যান্ড সিরিজেও ধারাভাষ্য দিচ্ছেন। অন এয়ারে দীনেশ কার্তিক বলেন, ‘ঋষভ পন্থের উচিত ম্যাচ ফি ধ্রুব জুরেলের সঙ্গে ভাগ করে নেওয়া।’ আসলে ম্যাচের বেশির ভাগ সময়টাই ধ্রুব জুরেল কিপিং করায় এমন মজার মন্তব্য়।
অতীতে অবশ্য কিপারের বদলে কিপার নামানো যেত না। একাদশে থাকা কোনও ক্রিকেটারই কিপিং করতেন। পরিবর্ত হিসেবে নামা প্লেয়ার শুধুমাত্র ফিল্ডিং করতেন। ২০১৭ সালে এই নিয়ম পরিবর্তন হয়। কিপারের পরিবর্তন হিসেবে এখন সরাসরি কিপার নেওয়া যায়। যদিও তিনি শুধুমাত্র কিপিংটাই করবেন।
