T20 World Cup 2021: ভারত ও ইংল্যান্ডই ফেভারিট : ওয়ার্ন

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 23, 2021 | 9:46 AM

বিশ্বকাপ শুরুর আগে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ফেভারিট দল বেছে নিলেন ওয়ার্ন। তবে অবাক করার মত বিষয়, প্রাক্তন লেগ স্পিনারের তালিকায় নেই তাঁর নিজের দেশ অস্ট্রেলিয়া।

T20 World Cup 2021: ভারত ও ইংল্যান্ডই ফেভারিট : ওয়ার্ন
T20 World Cup 2021: ভারত ও ইংল্যান্ডই ফেভারিট : ওয়ার্ন

Follow Us

দুবাই: বিশ্বকাপ (world cup) জয়ের অভিজ্ঞতা আছে তাঁর। একদিনের ক্রিকেটে আইসিসি বিশ্বকাপের ট্রফি হাতে তুলেছেন। ১৯৯৯ বিশ্বকাপে সেমিফাইনাল ও ফাইনালে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও জিতেছেন। অস্ট্রেলিয়া (Australai) ও বিশ্ব ক্রিকেটের লেজেন্ড শেন ওয়ার্ন (Shane Warne)। আরও একটা বিশ্বকাপ। এ বার তিনি মাঠে নেই, আছেন কমেন্ট্রি বক্সে। বিশ্বকাপ শুরুর আগে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ফেভারিট দল বেছে নিলেন ওয়ার্ন। তবে অবাক করার মত বিষয়, প্রাক্তন লেগ স্পিনারের তালিকায় নেই তাঁর নিজের দেশ অস্ট্রেলিয়া। ওয়ার্নের মতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে সবার আগে ভারত (India) ও ইংল্যান্ড (England)।

দুই ফেভারিট হিসেবে ভারত ও ইংল্যান্ডকে বেছে নিলেও চমকের তালিকায় আরও একাধিক দলকে রাখছেন ওয়ার্ন। তাঁর মতে, নিউজিল্যান্ডকে (New Zealand) আইসিসির (ICC) ইভেন্টে উড়িয়ে দেওয়া যায় না। তারা বেশ ধারাবাহিক। পাকিস্তান (Pakistan) এবং ওয়েস্ট ইন্ডিজ (West Indies) আনপ্রেডিক্টেবল। আর তাঁর নিজেদের দেশ অস্ট্রেলিয়াকে সবাই খুব কম গুরুত্ব দিচ্ছে।

বিশ্বকাপে সুপার-১২ এর প্রথম দিনই মাঠে নামছে ওয়ার্নের দেশ অস্ট্রেলিয়া। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। প্রথম দিন মাঠে নামছে ইংল্যান্ডও তাদের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেট বিশ্বের অজি ও ইংল্যান্ড সমর্থকরা ডেভিড ওয়ার্নার ও ইয়ন মর্গ্যানের অফ ফর্ম নিয়ে চিন্তায়। আইপিএলে ডেভিড রিজার্ভ বেঞ্চে কাটায়েছেন। মর্গ্যান বারবার ব্যর্থ হয়েছেন। ওয়ার্ন যদিও ওয়ার্নার বা ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যানের অফ ফর্ম নিয়ে মাথা ঘামাতে রাজি নন। বলছেন সেই উক্তি, ক্লাস পার্মানেন্ট, ফর্ম টেম্পোরিরা। তাই টুর্নামেন্ট শেষে এই দুজনের মধ্যে একজন যদি বিশ্বকাপের সেরা ক্রিকেটার নির্বাচিত হন তাতেও অবাক হবেন না তিনি।

একদিনের ক্রিকেটে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হলেও টি-২০ ক্রিকেটে এখনও একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি অজিরা। মিচেল স্টার্ক বলেছেন এবার তাঁরা বিশ্ব চ্যাম্পিয়ন হতেই মাঠে নামবেন তাঁরা। সাম্প্রতিক অতীতে অস্ট্রেলিয়ার টি-২০ পারফরম্যান্স একেবারেই ভালো নয়। শেষ ১০টি আন্তর্জাতিক ম্যাচে মাত্র ২টি জিতেছে তারা। যদিও স্টার্ক বলছেন, পূর্ণ শক্তির দল এতদিন ছিল তাঁদের। বিশ্বকাপে সেটা থাকবে। স্টার্কের সতীর্থ প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথ যদিও বলছেন বিশ্বকাপে ফেভারিট টিম ইন্ডিয়া।

Next Article