T20 World Cup: মেলবোর্ন মিলিয়ে দিল ভারত-পাক সমর্থকদের

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Oct 23, 2022 | 2:17 PM

India vs Pakistan: ২০২২ সালে এই নিয়ে তিন বার মুখোমুখি হল ভারত পাকিস্তান। তার মধ্য দু'দলই এক বার করে জিতেছে।

T20 World Cup: মেলবোর্ন মিলিয়ে দিল ভারত-পাক সমর্থকদের
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের বাইরে ভারতীয় সমর্থকরা

Follow Us

মেলবোর্ন: মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টি২০ বিশ্বকাপের ম্যাচে রবিবার মুখোমুখি ভারত এবং পাকিস্তান। এই ম্যাচ দিয়েই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের বিশ্বকাপ অভিযান শুরু হল। সেই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। রোহিত-বাবরদের দ্বৈরথ দেখতে মেলবোর্নের দর্শকাসন কানায় কানায় ভর্তি। ম্য়াচ শুরু আগে দুদেশের দর্শকদেরই স্টেডিয়ামের বাইরে উৎসবে মাততে দেখা গিয়েছে। পাশাপাশি দুদেশের সমর্থকরাই প্রার্থনা করেছেন, মেলবোর্ন বৃষ্টি এসে যেন ভেস্তে না দেয় এই ম্য়াচ। কারণ এই ম্য়াচের সময় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল সে দেশের আবহাওয়া দফতর। যদিও খেলার শুরু আগে রৌদ্রচ্ছল আবহাওয়া স্বস্তি দিয়েছে ভারত ও পাকিস্তানের সমর্থকদের। তাঁদের উচ্ছ্বাস দেখুন TV9 Banglaয়।

২০২২ সালে এই নিয়ে তিন বার মুখোমুখি হল ভারত পাকিস্তান। তার মধ্য দু’দলই এক বার করে জিতেছে। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, এই ম্যাচে মূলত লড়াই হবে ভারতের ব্যাটিং শক্তির বিরুদ্ধে পাকিস্তানের বোলিং শক্তির। এই ম্যাচ ঘিরে দুদেশের সমর্থকদের মধ্যে চাপা উত্তেজনা থাকে। কিন্তু মেলবোর্ন স্টেডিয়ামের বাইরে খেলা শুরুর আগে যে ভাবে দুদেশের সমর্থকরা উৎসবে মাতলেন দীপাবলি আবহে তা নিঃসন্দেহে ক্রিকেটের স্পিরিটকে অন্য উচ্চতায় পৌঁছে দিল।

 

এ সবের মধ্যেই দুদলের অধিনায়কের মাথা ব্যথার কারণ হতে পারে আবহাওয়া। খেলা শুরুর সময় রোদ উঠলেও মেলবোর্নের আবহাওয়া কয়েক ঘণ্টার মধ্য়ে বদলে যায়। এই অনিশ্চয়তা নিয়ে উৎকণ্ঠা থেকেই যাচ্ছে। ভারত অধিনায়ক বিরাট কোহলি যেমন জানিয়েছেন, তিনি যখন ঘুম থেকে ওঠেন, তখন দেখেন হোটেলের আশপাশের আকার মেঘে ঢাকা। কিন্তু ঘণ্টাখানেক পেরোতেই মেঘ কেটে রোদ ওঠে। বৃষ্টিতে যাতে ম্যাচ না ভেস্তে যায়, সে জন্য ভারত-পাক সমর্থকদের প্রার্থনা করতেও দেখা গিয়েছে।

 

এ বছর এশিয়া কাপে ২ বার মুখোমুখি হয়েছিল। এক বার ভারত জিতলেও পরের বার জিতেছিল পাকিস্তান। সেই ম্য়াচের শোধ তুলতে মরিয়া রোহিত বাহিনী।

Next Article