Indian Cricket Team: ইংল্যান্ড সফরে করুণ নায়ার, নেতৃত্বে বাংলার অভিমন্যু ঈশ্বরণ
India Tour of England: আইপিএলের প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাওয়া রাজস্থানর রয়্যালসের ওপেনার যশস্বী টেস্ট টিমে নিয়মিত। তাঁকেও এ দলের সঙ্গে আগে ভাগেই পাঠিয়ে দেওয়া হচ্ছে। রয়েছেন ঈশান কিষাণও। তাঁর কাছে দুর্দান্ত সুযোগ আবারও জাতীয় সিনিয়র দলে জায়গা করে নেওয়ার। রইল বিস্তারিত।

ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। তার আগে ভারত এ-দলের সিরিজ রয়েছে। এই সিরিজে যাঁরা ভালো খেলবেন, তাঁদের অনেকেই সিনিয়র টিমে সুযোগ পেতে পারেন। করুণ নায়ারের মতো অনেকের কাছেই এই সিরিজ ট্রায়াল বলা যায়। তিনটি মাল্টি ডে ম্যাচ খেলবে ভারত এ দল। অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বে স্কোয়াড ঘোষণা করা হল। আইপিএলের প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাওয়া রাজস্থানর রয়্যালসের ওপেনার যশস্বী টেস্ট টিমে নিয়মিত। তাঁকেও এ দলের সঙ্গে আগে ভাগেই পাঠিয়ে দেওয়া হচ্ছে। রয়েছেন ঈশান কিষাণও। তাঁর কাছে দুর্দান্ত সুযোগ আবারও জাতীয় সিনিয়র দলে জায়গা করে নেওয়ার। রইল বিস্তারিত।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল ৩ জুন। ফলে গুজরাট টাইটান্সের দুই ক্রিকেটার শুভমন গিল ও সাই সুদর্শন স্কোয়াডে থাকলেও দ্বিতীয় ম্যাচের আগে যোগ দেবেন। ভারত এ ও ইংল্যান্ড এ দলের সিরিজ শুরু হচ্ছে ৩০ মে। চারদিনের ম্যাচ। টেস্ট সিরিজের প্রস্তুতি হিসেবে মোট তিনটি ম্যাচ খেলবে ভারত এ দল। এর মধ্যে একটি ম্যাচ ভারত সিনিয়র টিমের সঙ্গে। চেন্নাই সুপার কিংসের বাঁ হাতি পেসার খলিল আহমেদকেও রাখা হয়েছে স্কোয়াডে।
ভারত এ স্কোয়াড-অভিমন্যু ঈশ্বরণ (ক্যাপ্টেন), যশস্বী জয়সওয়াল, করুণ নায়ার, ধ্রুব জুরেল (ভাইস ক্যাপ্টেন), নীতীশ কুমার রেড্ডি, শার্দূল ঠাকুর, ঈশান কিষাণ, মানব সুথার, তনুষ কোটিয়ান, মুকেশ কুমার, আকাশ দীপ, হর্ষিত রানা, অংশুল কম্বোজ, খলিল আহমেদ, ঋতুরাজ গায়কোয়াড়, সরফরাজ খান, তুষার দেশপান্ডে, হর্ষ দুবে।
ভারত এ বনাম ইংল্যান্ড এ মাল্টি ডে ম্যাচের সূচি
প্রথম ম্যাচ ৩০ মে থেকে ২ জুন, ক্যান্টারবেরি দ্বিতীয় ম্যাচ ৬ জুন থেকে ৯ জুন, নর্দ্যাম্পটন ইন্ট্রাস্কোয়াড ম্যাচ ১৩ জুন থেকে ১৬ জুন, বেকেনহ্যাম





