Asia cup 2025: মঙ্গলে শুরু এশিয়া কাপ, বুধে নামছে ভারত; রইল বিস্তারিত সূচি
India Asia Cup 2025 Schedule: এশিয়া কাপ ফাইনালে উঠলে সব মিলিয়ে ২০টি ম্যাচ পাওয়া যাবে কম্বিনেশন গুছিয়ে নেওয়ার। প্র্যাক্টিস বেশ কয়েক দিন আগেই শুরু করে দিয়েছেন সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল। টুর্নামেন্টের বিস্তারিত সূচি দেখে নিন।

এশিয়া কাপের ঢাকে কাঠি পড়ছে আগামী কাল অর্থাৎ মঙ্গলবার। টুর্নামেন্টের প্রথম দিন আবু ধাবিতে মুখোমুখি আফগানিস্তান ও হংকং। বুধবার অর্থাৎ দ্বিতীয় দিন অভিযান শুরু ভারতের। প্রথম প্রতিপক্ষ আরব আমির শাহি। ক্রিকেট প্রেমীদের নজর সুপার সান ডে-তে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত-পাকিস্তান মহারণ। সব মিলিয়ে এশিয়া কাপে তিন বার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতীয় দলের নজরে বিশ্বকাপের প্রস্তুতি। এশিয়া কাপ ফাইনালে উঠলে সব মিলিয়ে ২০টি ম্যাচ পাওয়া যাবে কম্বিনেশন গুছিয়ে নেওয়ার। প্র্যাক্টিস বেশ কয়েক দিন আগেই শুরু করে দিয়েছেন সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল। টুর্নামেন্টের বিস্তারিত সূচি দেখে নিন।
ভারতীয় সময় অনুযায়ী ম্যাচ শুরু হবে রাত আটটায়। আরব আমির শাহির গরমের কারণেই আধঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে। তবে দিনের ম্যাচের সময় বদলানো হয়নি। ভারতের সব ম্যাচই রাতে। প্রতিযোগিতার প্রথম দিন গ্রুপ বি-র প্রথম ম্যাচে নামছে আফগানিস্তান ও হংকং। দ্বিতীয় দিন দুবাইয়ে মুখোমুখি ভারত ও আরব আমির শাহি। দুটি ভেনুতেই ম্যাচ হবে, আরব আমির শাহি ও আবু ধাবিতে।
রইল সূচি…
৯ সেপ্টেম্বর-আফগানিস্তান বনাম হংকং
১০ সেপ্টেম্বর-ভারত বনাম আরব আমির শাহি
১১ সেপ্টেম্বর-বাংলাদেশ বনাম হংকং
১২ সেপ্টেম্বর-পাকিস্তান বনাম ওমান
১৩ সেপ্টেম্বর-বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
১৪ সেপ্টেম্বর-ভারত বনাম পাকিস্তান
১৫ সেপ্টেম্বর-আরব আমির শাহি বনাম ওমান ১৫ সেপ্টেম্বর-শ্রীলঙ্কা বনাম হংকং
১৬ সেপ্টেম্বর-বাংলাদেশ বনাম আফগানিস্তান
১৭ সেপ্টেম্বর-পাকিস্তান বনাম আরব আমির শাহি
১৮ সেপ্টেম্বর-শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান
১৯ সেপ্টেম্বর-ভারত বনাম ওমান
২০ সেপ্টেম্বর থেকে সুপার ফোরের ম্যাচ
২৮ সেপ্টেম্বর ফাইনাল
