দেবশ্রী মোহান্তি
ওয়ান ডে ক্রিকেটে সর্বকালের সেরা ব্যাটার কি বিরাট কোহলি? তাঁকে কি সর্বকালের সেরা বলার সময় এসেছে? এই প্রশ্ন সারা ক্রিকেট বিশ্বের। রান তাড়ায় কোহলির দুর্দান্ত পারফরম্যান্স কারও অজানা নয়। ওয়ান ডে ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড ছিল মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের। কেরিয়ার রান হোক বা সেঞ্চুরি, সচিন তেন্ডুলকর শিখরে। ওডিআই সেঞ্চুরির সংখ্যায় তাঁকে ছাপিয়ে যেতে পারেন বিরাট কোহলি, বিশ্বকাপের আগে সেই প্রত্যাশাই ছিল। সেটা পূরণও হয়েছে। ওয়াংখেড়েতে বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই মাইলফলক পেরিয়ে যান বিরাট কোহলি। স্ট্যান্ডে ছিলেন খোদ মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। আইডলের সামনে তাঁর রেকর্ড ছাপিয়ে নতজানু হয়ে শ্রদ্ধা জানান কোহলি। ফাইনালের আগে প্রশ্ন, বিরাটের ব্যক্তিগত নৈপুণ্য কি ভারতকে ফের বিশ্ব চ্যাম্পিয়ন করতে পারে? না পুরোপুরি দলগত পারফরম্যান্স? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ক্রিকেট দলগত খেলা। সকলে মিলে পারফরম্যান্স না করলে জেতা সম্ভব নয়। কিছু ক্ষেত্রে যেন এই ধারনাও বদলে যায়। ব্যক্তিগত নৈপুণ্যই দলের সাফল্যের কারণ হয়ে দাঁড়ায়। সুপার সানডের ভারত-অস্ট্রেলিয়া মেগা ফাইনালের আগে সেই নিয়েই জোর আলোচনা। বিশ্বকাপে অনন্য় ফর্মে বিরাট কোহলি। যুবরাজ সিংয়ের মতো প্রাক্তন ক্রিকেটার মনে করছেন, সচিন তেন্ডুলকরের একশো সেঞ্চুরির রেকর্ডও ভেঙে দিতে পারেন বিরাট কোহলি। তিন ফরম্যাট মিলিয়ে বিরাটের শতরানের সংখ্যা এখন ৮০। মাস্টার ব্লাস্টারের চেয়ে ২০ সেঞ্চুরি দূরে। ফাইনালে ওডিআই-তে ৫১তম সেঞ্চুরিটা করতে পারলে, দূরত্ব কমাবেন বিরাট। তিনি কি সেই লক্ষ্যেই নামবেন? আসমুদ্র হিমাচলের চাওয়া, তৃতীয় বার ওয়ান ডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হোক ভারত।
তেইশের বিশ্বকাপে ইতিমধ্যেই ৭১১ রান করেছেন বিরাট কোহলি। বিশ্বকাপের এক সংস্করণে যা সর্বাধিক। এই রেকর্ডের কাছাকাছি যিনি রয়েছেন, ভারত অধিনায়ক রোহিত শর্মা। বিরাটের সঙ্গে তাঁর পার্থক্য ১৬১ রানের! আশঙ্কা, ব্যক্তিগত মাইলফলক বাধা হয়ে দাঁড়াবে না তো! আবারও বিশ্বকাপ ট্রফির জন্য অপেক্ষা বাড়বে না তো! বিরাটের ফোকাস যদি মাইলফলকে থাকে! সেই আশঙ্কার কারণও রয়েছে। পুনেতে বাংলাদেশের বিরুদ্ধে লিগ ম্যাচে ৪৮তম ওডিআই সেঞ্চুরি করেছিলেন বিরাট। তিন অঙ্কের রানের সামনে পৌঁছতে বেশকিছু সিঙ্গল নেওয়ার সুযোগ থাকলেও বিরাট নেননি। পরে যদিও উল্টোপ্রান্তে থাকা লোকেশ রাহুল জানিয়েছিলেন, বিরাট রান নিতে চাইলেও রাহুলই মানা করেন। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮০ থেকে তিন অঙ্কের রানে পৌঁছতে ২১টি ডেলিভারি নেন বিরাট। যে ব্যাটার ৮০ রানে পৌঁছে গিয়েছেন, শেষ দিকে তো আরও বিধ্বংসী ব্যাটিং করবে!
কোনও প্লেয়ারের মাইলফলকের ভাবনা কি ভুল? ব্যাটিং হোক বা বোলিং, কোনও প্লেয়ার যদি মাইলফলকের কাছাকাছি থাকে, তার জন্য যদি একটু ‘স্বার্থপর’ হতে হয়! সেটা ঠিক না ভুল, আলোচনার বিষয়। বাংলাদেশ ম্যাচের পর বিরাট নিজেও যেন অস্বস্তিতে ছিলেন। শেষ দিকে সিঙ্গল না নেওয়া প্রসঙ্গে বলেন, ‘এটা মোটেই শোভনীয় নয়। বিশ্বকাপের মতো বড় মঞ্চ, সুযোগ থাকা সত্ত্বেও আমি সিঙ্গল নিচ্ছি না। আমি মাইলফলকের জন্য এমনটা কখনোই করতে চাই না।’ কোহলি বারবার একটা কথাই বলে থাকেন, ব্যক্তিগত মাইলফলকের দিকে তাঁর নজর নেই, টিমের জন্যই অবদান রাখতে চান।
ফুটবলেও এমন প্রশ্ন ওঠে। বিশেষ করে স্ট্রাইকারদের ক্ষেত্রে। রোনাল্ডো, মেসিদের নিয়ে। ব্যক্তিগত মাইলফলকের জন্য তাঁরা সুযোগ থাকলেও সতীর্থদের পাস না দিয়ে নিজে গোল করতে চান! অনেক ক্ষেত্রে সেই সিদ্ধান্ত বুমেরাং হয়ে দাঁড়ায়। ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের আগে ভারতীয় ক্রিকেটেও যেন একই প্রশ্ন ঘোরাফেরা করছে। ব্যক্তিগত মাইলফলকের নেশা বুমেরাং না হয়ে দাঁড়ায়। তবে সেটা করতে গিয়ে যদি টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়, আর কোনও প্রশ্ন থাকবে না নিঃসন্দেহে।