Ind vs Ban 1st Test: ১৮৮ রানে চট্টগ্রাম টেস্টে জয় ভারতের, বেঁচে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্বপ্ন

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Dec 18, 2022 | 1:34 PM

ভারতের দেওয়া ৫১৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমেছিল বাংলাদেশ। ৩২৪ রানেই আটকে গিয়েছে টাইগাররা।

Ind vs Ban 1st Test: ১৮৮ রানে চট্টগ্রাম টেস্টে জয় ভারতের, বেঁচে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্বপ্ন
Image Credit source: Twitter

Follow Us

ঢাকা: চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট জিতে নিল ভারত (India vs Bangladesh)। রবিবার ম্যাচের পঞ্চম তথা শেষদিনের প্রথম সেশনেই গুটিয়ে দিল বাংলাদেশকে। টেস্ট ১৮৮ রানের বড় ব্যবধানে জিতেছেন লোকেশ রাহুলরা। দুই স্পিনার কুলদীপ যাদব এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ এখন ১-০। দুই ইনিংস মিলিয়ে রানের পাহাড় তুলেছিল ভারত। ভারতের দেওয়া ৫১৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমেছিল বাংলাদেশ। ৩২৪ রানেই আটকে গিয়েছে টাইগাররা। শনিবার ম্যাচের চতুর্থ দিন ছয় উইকেট হারিয়ে ২৭২ রান তোলে বাংলাদেশ। শেষদিনে জয়ের জন্য প্রয়োজন ছিল আরও ২৪১ রান। পঞ্চম দিনের শুরুর এক ঘণ্টার মধ্যে বাকি চারটি উইকেট তুলে নেয় ভারত। অক্ষর প্যাটেল ৪টি উইকেট। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া কুলদীপ যাদব আরও ৩টি উইকেট পেলেন। ম্যাচ রিপোর্ট টিভি৯ বাংলায়

চতুর্থদিন উইকেটে টিকে ছিলেন অধিনায়ক সাকিব আল হাসান এবং মেহদি হাসান মিরাজ। ব্যক্তিগত ১৩ রানে মহম্মদ সিরাজের শিকার হন মিরাজ। বাংলাদেশের ভরসা ছিলেন সাকিব আল হাসান। আক্রমণাত্মক ভঙ্গিতে ১০৮ বলে ৬টি চার ও ৬টি ছক্কা হাঁকিয়ে ৮৪ রান তোলেন সাকিব। কুলদীপ সাকিবকে ফেরানোয় ভারতের জয় ছিল শুধুই অপেক্ষার।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথ পাকা করতে হলে বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ জেতা ভীষণ গুরুত্বপূর্ণ ভারতের জন্য। চট্টগ্রামে বড় ব্যবধানে প্রথম টেস্ট জিতে গুরুত্বপূর্ণ ১২ রান তুলে নিয়েছে ভারত। ৫৫.৭৭ শতাংশ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কাকে ছাড়িয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত। প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।

Next Article