ইংল্যান্ডকে হারিয়ে পুনেতে প্রথম একদিনের ম্যাচ জয় টিম ইন্ডিয়ার

sushovan mukherjee | Edited By: arunava roy

Mar 24, 2021 | 3:48 PM

টিম গেমে ভর করেই প্রথম একদিনের ম্যাচ জিতে নিল ভারত। বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ম্যাচ পুনেতেই।

ইংল্যান্ডকে হারিয়ে পুনেতে প্রথম একদিনের ম্যাচ জয় টিম ইন্ডিয়ার
বোলারদের দাপটে ম্যাচ জয় টিম ইন্ডিয়ার। ছবি সৌ:টুইটার

Follow Us

পুনে: ইংল্যান্ডকে (England) ৬৬ রানে হারিয়ে পুনেতে (Pune) প্রথম একদিনের ম্যাচে (odi match) জয় টিম ইন্ডিয়ার। প্রথমে ব্যাটিং করে ৫০ ওভারে ৩১৭ রান করে ভারত (India)। জবাবে ব্যাট করতে নেমে দুরন্ত শুরু করেছিল ইংল্যান্ড। জেনস রয় ও বেয়াস্টোর ব্যাটে ভর করে দুরন্ত গতিতে জয়ের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছিল ইংরেজরা। কিন্তু মাঝের ওভারে ভারতীয় বোলিং খেলার ছবিটা বদলে দিল। অভিষেক ম্যাচে চার উইকেট নিয়ে ভারতীয় বোলিংকে নেতৃত্ব দিলেন প্রসিধ কৃষ্ণা।

 

প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়েছিল ভারত (India)। রোহিত-ধাওয়ানের জুটি ধীর গতিতে শুরু করেন দলের ইনিংস। রোহিত বড় রান করতে পারেননি। তবে শিখর ধাওয়ান (Shikhar Dhawan) সুযোগটা কাজে লাগালেন। টি-২০ ক্রিকেটে বিরাট-রোহিত ওপেন করলে তাঁকে বেঞ্চে বসতে হবে। দিন কয়েক আগেই বিরাটের নতুন পরিকল্পনা ধাওয়ানের মনে একটা জ্বালা ধরিয়েছে নিশ্চই। চ্যালেঞ্জটা নিলেন তিনি। উইকেটে সেট হয়ে, নিজের দাপট দেখাতে শুরু করলেন গব্বর। ১১টি চার ২টি ছয়ে সাজানো ইনিংস। তবে ২ রানের জন্য নিশ্চিত শতরান ছাতছাড়া করলেন গব্বর। ২০১৯ বিশ্বকাপে শেষ সেঞ্চুরি করেছিলেন শিখর। সেই খরা কাটানোর সুয়োগ পেয়েছিলেন। সেটা কাজে লাগাতে পারেন না তিনি।

আরও পড়ুন : ২০২১ সালের পুনে ফিরল ১৯৯২ বিশ্বকাপে

এ দিকে অভিষেকে উজ্জ্বল ক্রুণাল পাণ্ডিয়া (Krunal Pandya) ও প্রসিধ কৃষ্ণা (Prasidh Krishna)। টি-২০ ক্রিকেটে দেশের হয়ে খেলেছেন। এবার একদিনের ক্রিকেটে প্রথম ম্যাচে নিজেকে উজাড় করে দিলেন সিনিয়র পাণ্ডিয়া। ৩১ বলে অপরাজিত ৫৮ রানের ইনিংস ক্রুণালের। এ দিকে বল হাতে জ্বলে উঠলেন দেশের জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নামা প্রসিধ কৃষ্ণা। চারটি উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের আগমন বার্তা কৃষ্ণার।

ক্রুণাল-প্রসিধ ছাড়াও দলের প্রয়োজনে সফল অধিনায়ক বিরাট, কেএল রাহুল। দু’জনই অর্ধশতরান করলেন। বোলিংয়ে আবার অধিনায়কের ভরসার মান রাখলেন শার্দুল ঠাকুর। কঠিন সময়ে বল হাতে একটি উইকেট নিলেন ক্রুণালও। ডেথ ওভারে উইকেট তুলে ভারতের জয়ের রাস্তা পরিষ্কার করলেন ভুবনেশ্বর কুমার। টিম গেমে ভর করেই প্রথম একদিনের ম্যাচ জিতে নিল ভারত। বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ম্যাচ পুনেতেই।

Next Article