India vs South Africa: কাঁটে কা টক্কর! শেষ অবধি লড়েও হার প্রোটিয়াদের, সিরিজে এগোলেন বিরাট-রোহিতরা
IND vs SA, 1st ODI: এক রোমাঞ্চকর ম্যাচের সাক্ষী রইল হাউসফুল রাঁচি। টানটান ম্যাচের রেজাল্ট শেষ ওভার অবধি ঝুলে ছিল। আর শেষ পর্যন্ত হাসি ফুটল ভারতীয় শিবিরে। রবিবার এইডেন মার্করামের দক্ষিণ আফ্রিকাকে সিরিজের প্রথম ওডিআইতে হারাল টিম ইন্ডিয়া।

কলকাতা: এক রোমাঞ্চকর ম্যাচের সাক্ষী রইল হাউসফুল রাঁচি। টানটান ম্যাচের রেজাল্ট শেষ ওভার অবধি ঝুলে ছিল। আর শেষ পর্যন্ত হাসি ফুটল ভারতীয় শিবিরে। রবিবার এইডেন মার্করামের দক্ষিণ আফ্রিকাকে (South Africa) সিরিজের প্রথম ওডিআইতে ৩৫০ রানের টার্গেট দিয়েছিল লোকেশ রাহুলের ভারত (India)। সেখানে শেষ অবধি লড়াই চালিয়ে যান প্রোটিয়া ক্রিকেটাররা। অবশেষে জ্যানসেন-বশরা থামেন ৩২২ রানে। যার ফলে ১৭ রানে ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।
প্রোটিয়াদের লড়াই, দর্শকদের প্রাপ্তি রুদ্ধশ্বাস ম্যাচ
দ্বিতীয় ওভারে জোড়া উইকেট তুলে নেন হর্ষিত রানা। প্রথমে রায়ান রিকলটন, তারপর কুইন্টন ডি’কক। রায়ান ও ডি’কক ফেরেন রানের খাতা না খুলেই। ক্যাপ্টেন মার্করামও ছাপ ফেলতে পারেননি। ১৫ বলে ৭ করে ফেরেন। এরপর ম্যাথু ব্রিটজকে ও টনি ডি জর্জি জুটি বাঁধেন। ম্যাথু ব্রিটজকে ৮০ বলে ৭২ করেন। প্রোটিয়াদের হয়ে এটিই সর্বাধিক রান। তিনি ছাড়া মার্কো জ্যানসেন করেন ৭০ রান। টনি ডি জর্জি ও ডিওয়াল্ড ব্রেভিস যথাক্রমে করেন ৩৯ ও ৩৭। বল হাতে ২ উইকেট নেওয়া করবিন বশ শেষ অবধি দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন ছিল ১৮ রান। সেখানে ৫০তম ওভারের দ্বিতীয় বলে প্রসিধ কৃষ্ণা বশের উইকেট তুলে নিতেই প্রোটিয়াদের ইনিংস শেষ হয়ে যায়। কুলদীপ নেন ৪ উইকেট, হর্ষিত রানার ৩, অর্শদীপের ২ আর প্রসিধের ১। ৪ বল বাকি থাকতেই ৩৩২ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা।
বিরাট, রোহিত, রাহুলের ব্যাট জ্বলেছিল
রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে ভারতের ত্রয়ীর ব্যাট চলেছে। প্রথমত রোহিত শর্মা করেন ৫৭ রান। বিরাট কোহলির ব্যাটে আসে দুরন্ত শতরান। তিনি থামেন ১৩৫ রানে। ভারতীয় ক্রিকেটের এই দুই স্তম্ভ ছাড়া ৬০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস ক্যাপ্টেন লোকেশ রাহুলের। ২০ বলে ৩২ রানের ক্যামিও ইনিংস অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার। সবমিলিয়ে ৮ উইকেটে ৩৪৯ রান তোলে টিম ইন্ডিয়া। প্রেনেলান সুব্রায়েন ছাড়া মার্কো জ্যানসেন, নান্দ্রে বার্গার, করবিন বশ ও অটনিয়েল বার্টম্যানরা প্রত্যেকে নেন ২টি করে উইকেট। ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন বিরাট কোহলি।
