India vs Pakistan : ‘রোহিত-কোহলি ভালো খেললে তবেই জেতে’, ভারতকে খাটো করছেন পাক ক্রিকেটার?

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 31, 2023 | 3:21 PM

এশিয়া কাপে ২ সেপ্টেম্বরের ভারত-পাকিস্তান ম্যাচের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। ২২ গজের দ্বৈরথের আগে ভারতকে খাটো করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার।

India vs Pakistan : রোহিত-কোহলি ভালো খেললে তবেই জেতে, ভারতকে খাটো করছেন পাক ক্রিকেটার?

Follow Us

ইসলামাবাদ : পাকিস্তান কি ধরাকে সরা জ্ঞান করছে? বর্তমানে ওডিআই ফরম্যাটে বিশ্বের এক নম্বর দল পাক ক্রিকেট টিম। বাবর আজম, মহম্মদ রিজওয়ান, ইফতিকার আহমেদরা দারুণ ছন্দে রয়েছেন। পাকিস্তানের পেস আক্রমণও ভয় ধরাচ্ছে বিপক্ষকে। সদ্য আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে ক্লিন সুইপ করে পাকিস্তান। এশিয়া কাপের প্রথম ম্যাচে নেপালকে উড়িয়ে দিয়েছে তারা। বুধবারের ম্যাচটি দুশোর বেশি রানের ব্যবধানে জিতেছেন বাবর আজমরা। ম্যাচে জোড়া সেঞ্চুরি করেছেন বাবর এবং ইফতিকার। পাক ক্যাপ্টেন ১৯তম ওডিআই সেঞ্চুরি হাঁকিয়ে একাধিক রেকর্ড গড়েছেন। আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে পাক টিম। উল্টোদিকে ভারতীয় দল শক্তিশালী হলেও চোট আঘাতের সমস্যায় জেরবার। লোকেশ রাহুল গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচে খেলতে পারবেন না। সদ্য চোট সারিয়ে ওঠা শ্রেয়স আইয়ার কতটা ভরসা দিতে পারবেন তা নিয়েও চিন্তা রয়েছে। আগামী ২ সেপ্টেম্বরের ভারত-পাক ম্যাচ নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে দুটি টিমকে নিয়ে বিশ্লেষণ করেছেন প্রাক্তন পাক ক্রিকেটার সলমান বাট। কী বললেন তিনি? TV9 Bangla Sportsএর এই প্রতিবেদনে রইল বিস্তারিত।

ম্যাচ গড়াপেটায় জড়িয়ে পাকিস্তান ক্রিকেট থেকে নির্বাসিত হন সলমন বাট। ৩৮ বছরের প্রাক্তন পাক ক্রিকেটার বলেছেন, “ভারতের পেস বোলিং বিভাগের দিকে দেখুন ফিটনেসের অভাব লক্ষ্য করবেন। দলের ক্রিকেটাররা দীর্ঘদিন ধরে আনফিট। বিরাট কোহলি এবং রোহিত শর্মা ছাড়া দলের অধিকাংশই তরুণ ক্রিকেটার। যারা হয়তো প্রচুর ক্রিকেট খেলেছে কিন্তু অভিজ্ঞতা কম।” যদিও সলমনের মুখে কোহলি ও রোহিতের প্রশংসা শোনা গিয়েছে। তিনি বলেন, “ভারতীয় দল তখনই ম্যাচ জেতে যখন রোহিত শর্মা ভালো খেলেন নয়তো বিরাট কোহলি অবিশ্বাস্য কিছু করেন। তাঁরা ব্যর্থ হলে ভারতীয় দলকে স্ট্রাগল করতে দেখা যায়।”

পাকিস্তান দল সম্পর্কে পাকিস্তানের প্রাক্তন ক্যাপ্টেন বলেছেন, “পাকিস্তানের বাবর, রিজওয়ান, ফকর, শাদাব, শাহিন, হ্যারিস রউফ রয়েছেন। আমার মতে পাকিস্তানের কোর গ্রুপ বেশি বড়। আমাদের কাছে এমন বোলার রয়েছেন যাঁরা ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করতে পারেন। দুই ধরনের স্পিনার রয়েছে এবং ফাস্ট বোলিং অলরাউন্ডার রয়েছেন। ভারতীয় দলের কাছেও একাধিক ম্যাচ উইনার রয়েছেন। জাডেজা, শামি, বুমরা, রোহিত শর্মা, বিরাট কোহলি। কিন্তু ওদের ব্যাটিং বিভাগ পলকা। পাকিস্তান যদি দুটো বড় উইকেট (বিরাট কোহলি এবং রোহিত শর্মা) তুলে নেয় তাহলে অন্যদের নিজেকে প্রমাণ করতে হবে। পাকিস্তানের বিরুদ্ধে তারা ভারতকে ম্যাচ জেতাতে পারেনি।”

Next Article