Dhruv Jurel: ধোনির শহরে টেস্ট, বিশেষ ইচ্ছা জানালেন ধ্রুব জুরেল
India vs England-MS Dhoni: রাজকোটে টেস্ট অভিষেক হয়েছে ধ্রুব জুরেলের। দেশের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলেছিলেন। ঘরোয়া ক্রিকেটেও পারফর্ম করেছেন। কিন্তু সেই অর্থে পরিচিতি ছিল না। আইপিএলের গত সংস্করণ তাঁর পরিচয়টাই যেন বদলে দিয়েছে। ধারাবাহিকতার পুরস্কার হিসেবে ভারত এ দলেও সুযোগ পান। এরপর টেস্ট স্কোয়াডে। টেস্ট অভিষেকের অপেক্ষায় ছিলেন। সেই স্বপ্ন পূরণ হয়েছে রাজকোটে। ব্যাটিংয়ে কার্যকর ইনিংস খেলেছেন। তেমনই একটি অনবদ্য রান আউটের সৌজন্যে শিরোনামে ছিলেন ধ্রুব জুরেল।
উইশলিস্ট। প্রত্যেকেরই থাকে। ভারতের তরুণ কিপার ধ্রুব জুরেলেরও উইশলিস্টে একটি বিষয় রয়েছে। আগে একবার এই স্বপ্ন পূরণ হয়েছে। তবে আবারও হলে! সেই আশাতেই রয়েছেন। শুক্রবার শুরু ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট। আর এই টেস্টের ভেনু যে কোনও তরুণ ক্রিকেটারের উন্মাদনা বাড়ানোর জন্য় যথেষ্ঠ। মহেন্দ্র সিং ধোনির শহর। আচ্ছা টেস্ট চলাকালীন তো দেখা হতেই পারে! সেই প্রত্যাশাই করছেন ভারতের তরুণ কিপার ব্যাটার ধ্রুব জুরেল। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
রাজকোটে টেস্ট অভিষেক হয়েছে ধ্রুব জুরেলের। দেশের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলেছিলেন। ঘরোয়া ক্রিকেটেও পারফর্ম করেছেন। কিন্তু সেই অর্থে পরিচিতি ছিল না। আইপিএলের গত সংস্করণ তাঁর পরিচয়টাই যেন বদলে দিয়েছে। ধারাবাহিকতার পুরস্কার হিসেবে ভারত এ দলেও সুযোগ পান। এরপর টেস্ট স্কোয়াডে। টেস্ট অভিষেকের অপেক্ষায় ছিলেন। সেই স্বপ্ন পূরণ হয়েছে রাজকোটে। ব্যাটিংয়ে কার্যকর ইনিংস খেলেছেন। তেমনই একটি অনবদ্য রান আউটের সৌজন্যে শিরোনামে ছিলেন ধ্রুব জুরেল। রাঁচিতে পৌঁছে তাঁর একটাই প্রত্যাশা, আবারও মাহি ভাইয়ের সঙ্গে দেখা হোক।
বোর্ডের একটি ভিডিয়োতে ধোনির সঙ্গে প্রথম দেখার অভিজ্ঞতা ভাগ করে নিলেন ধ্রুব জুরেল। বলেন, ‘মাহি ভাইয়ের সঙ্গে দেখা করা বরাবরের স্বপ্ন। শেষ বার আমি আইপিএলে মাহি ভাইয়ের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলাম। তবে দেশের জার্সিতে দেখা করতে চাই। তাঁর সঙ্গে কথা বলার সুযোগ হলে, নতুন কিছু শিখতে চাই। সে বারও অনেক কিছু শিখেছিলাম যা আমাকে প্রচুর সাহায্য করেছে। আমি এখানে মাহি ভাইয়ের সঙ্গে দেখা করব, কথা বলব।’
𝗜𝗻 𝗥𝗮𝗻𝗰𝗵𝗶, 𝗗𝗵𝗿𝘂𝘃 𝗝𝘂𝗿𝗲𝗹 𝗵𝗮𝘀 𝗼𝗻𝗲 𝘄𝗶𝘀𝗵… 🤞
…like everyone else, an MS Dhoni meeting 🤝 – By @ameyatilak #TeamIndia | #INDvENG | @msdhoni | @dhruvjurel21 | @IDFCFIRSTBank pic.twitter.com/mBHwEaphgl
— BCCI (@BCCI) February 20, 2024
ধোনির সঙ্গে ২০২১ আইপিএলে দেখা হয়েছিল, এমনটাই জানান ধ্রুব। কী পরিস্থিতি হয়েছিল সে সময়? ভারতের এই তরুণ কিপার বলছেন, ‘তাঁকে সামনে পেয়ে জাস্ট দেখছিলাম। বিশ্বাসই করতে পারছিলাম না যে, এমএস ধোনি আমার সামনে দাড়িয়ে আছে! সেই প্রথম তাঁর সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। নিজেকে চিমটি দিয়ে দেখছিলাম, এটা স্বপ্ন নয়তো? যতদূর মনে পড়ে সেটা ২০২১ সালে ছিল, আমার প্রথম আইপিএল। আমি তাঁকে অনুরোধ করেছিলাম, একটা ছবি তুলতে চাই। ছবিও হয়েছে, পরামর্শও পেয়েছি।’