T20 World Cup 2021: বিশ্বকাপে বিরাট লজ্জা ভারতের

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Oct 31, 2021 | 11:10 PM

বিশ্বকাপে পরপর দুটো ম্যাচে হার। তাও আবার প্রথম দুটো ম্যাচে হার। টি২০ বিশ্বকাপের ইতিহাসে এমন বিশ্রী রেকর্ড নেই ভারতের। ১৮ বছরেও আইসিসির টুর্নামেন্টে নিউজিল্যান্ডকে হারাতে পারল না ভারত। সেমিফাইনালের অঙ্ক ভীষণ কঠিন হয়ে দাঁড়াল ভারতের কাছে। ৩ তারিখ আফগানিস্তানের বিরুদ্ধে পরবর্তী ম্যাচ বিরাটদের। সেই ম্যাচে নিজেদের জয়ের পাশাপাশি অন্যদের দিকেও তাকিয়ে থাকতে হবে ভারতকে।

T20 World Cup 2021: বিশ্বকাপে বিরাট লজ্জা ভারতের
ভারতের হার। ছবি: টুইটার

Follow Us

কৌস্তভ গঙ্গোপাধ্যায়

ভারত ১১০/৭ (২০ ওভার)
নিউজিল্যান্ড ১১১ /২ (১৪.৩ ওভার)

দুবাই: একরাশ লজ্জা আর হতাশা। ক্রিকেটমহলে একটাই প্রশ্ন, আদৌ কি বিশ্বকাপে খেলতে গিয়েছেন বিরাট-রোহিতরা? হতশ্রী পারফরম্যান্স রাহুল, হার্দিকদের। টুর্নামেন্ট শুরুর আগে যে দল খাতায় কলমে ছিল হেভিওয়েট, দুটো ম্যাচের পরই বিশ্বকাপ থেকে কার্যত ছিটকে গেল সেই ‘ফেভারিট’ তকমা পাওয়া দল। পাকিস্তানের কাছে হারের পর কিউয়িদের কাছে আত্মসমর্পণ করলেন বিরাটরা। দাঁড়াতেই পারল না টিম ইন্ডিয়া। খেলার মাঝপথেই বিরাট (Virat Kohli)-রোহিতদের (Rohit Sharma) শরীরী ভাষা বলে দিচ্ছিল, কোনওক্রমে ম্যাচটা শেষ করতে পারলে বাঁচেন। বিরাট কোহলি, রোহিত শর্মা, রবি শাস্ত্রী, মহেন্দ্র সিং ধোনি- একগুচ্ছ হেভিওয়েট নাম জড়িয়ে এই দলের সঙ্গে। ভারতের ব্যাটিং শেষের পর দেখা গেল প্রত্যেকের থমথমে মুখ। এমনটা হবে, তা কি আদৌ আঁচ করতে পেরেছিলেন তাঁরা? ব্যাটিং-বোলিং সব বিভাগেই টিম ইন্ডিয়াকে উড়িয়ে দিল কিউয়িরা। ভারতীয় দলকে কার্যত পাড়ার টিমের স্তরে নামিয়ে আনলেন মিচেল-বোল্টরা।

 

জঘন্য পারফরম্যান্স শুধু নয়, টস ভাগ্যও সঙ্গ দেয়নি বিরাটের। মরুশহরে টস এ বারে অনেকটাই ফ্যাক্টর। টসে জিতেই প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান উইলিয়ামসন (Kane Williamson)। পাকিস্তানের বিরুদ্ধে ভরাডুবির পর আজ দলে দুটো পরিবর্তন আনে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সূর্যকুমার যাদবকে সরিয়ে ঈশান কিশান আর ভুবনেশ্বর কুমারের বদলে শার্দূল ঠাকুরকে খেলানো হয়। ব্যাটিং অর্ডারেও বদল আনে থিঙ্ক ট্যাঙ্ক। ওপেনিংয়ে রাহুলের সঙ্গে পাঠানো হয় ঈশান কিশানকে। তবে তাতেও ব্যাটিং বিপর্যয়ের ছবি পাল্টায়নি। বোল্ট-সাউদিদের পেস অ্যাটাকে ৪০ রানেই ৩ উইকেট হারায় ভারত। ঈশান কিশান করেন ৪ রান। রাহুলের সংগ্রহ ১৮ আর তিনে ব্যাট করতে নেমে রোহিত করেন ১৪ রান। পাকিস্তানের বিরুদ্ধে রান পেলেও আজ ব্যর্থ ক্যাপ্টেন বিরাট কোহলি। ইশ সোধির বলে আউট হন ৯ রানে। শুধু বোল্ট-সাউদির পেস অ্যাটাক নয়, সোধির ঘূর্ণিতেও বেসামাল হন পন্থ, হার্দিকরা। রবীন্দ্র জাডেজার সৌজন্যে স্কোর ১০০ পেরোয়। ঋষভ পন্থ আউট হন ১২ রানে। হার্দিক করেন ২৩ রান। ২৬ রানে অপরাজিত থাকেন জাডেজা। ২০ ওভারে ১১০ রান তোলে ভারত। যে ভাবে একের পর এক উইকেট ছুড়ে এলেন রাহুল, রোহিত, বিরাটরা তাতে ভবিষ্যতের টিম ইন্ডিয়াকে নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গেল।

 

অল্প পুঁজি নিয়ে বোলিং করতে নেমে কিউয়িদের বেশিক্ষণ আটকেও রাখতে পারেননি বুমরা-সামিরা। ব্যক্তিগত ২০ রানে বুমরার বলে শার্দূল ঠাকুরের হাতে ক্যাচ দিয়ে আউট হন মার্টিন গাপ্টিল। তবে ড্যারিল মিচেল আর কেন উইলিয়ামসনকে বেগই দিতে পারেননি জাডেজা, বরুণ চক্রবর্তীরা। বরং ভারতীয় বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করেন মিচেল, উইলিয়ামসনরা। পাকিস্তানের বিরুদ্ধে একটাও উইকেট ফেলতে পারেননি সামিরা। আর আজ নিউজিল্যান্ড জিতল ৮ উইকেটে। ৩৫ বলে ৪৯ রানের দুরন্ত ইনিংস মিচেলের। ইনিংসে সাজানো ৩টে ছয় আর ৪টে চার। অপরাজিত থাকলেন উইলিয়ামসন। ১৪. ওভারেই লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় নিউজিল্যান্ড।

বিশ্বকাপে পরপর দুটো ম্যাচে হার। তাও আবার প্রথম দুটো ম্যাচে হার। টি২০ বিশ্বকাপের ইতিহাসে এমন বিশ্রী রেকর্ড নেই ভারতের। ১৮ বছরেও আইসিসির টুর্নামেন্টে নিউজিল্যান্ডকে হারাতে পারল না ভারত। সেমিফাইনালের অঙ্ক ভীষণ কঠিন হয়ে দাঁড়াল ভারতের কাছে। ৩ তারিখ আফগানিস্তানের বিরুদ্ধে পরবর্তী ম্যাচ বিরাটদের। সেই ম্যাচে নিজেদের জয়ের পাশাপাশি অন্যদের দিকেও তাকিয়ে থাকতে হবে ভারতকে। নিউজিল্যান্ড যদি আর কোনও ম্যাচ হারে, আর ভারত যদি বাকি ৩ ম্যাচই জেতে তাহলে একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তাকিয়ে থাকতে হবে রান রেটের দিকেও। তবে টিম ইন্ডিয়ার যা পারফরম্যান্স, তাতে অতি বড় সমর্থকও শেষ চারের আশা দেখছেন না। কারণ বিরাট-রোহিতদের এই ভারতের সেমিফাইনালে না ওঠাই মঙ্গল। পাকিস্তান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সুপার ১২-এ যে ভাবে হার স্বীকার করলেন বিরাটরা, তাতে নকআউটে উঠলে আরও বড় লজ্জার সম্মুখীন হতে হত ভারতকে।

 

সংক্ষিপ্ত স্কোর: ভারত ১১০/৭ (জাডেজা ২৬ অপরাজিত, হার্দিক ২৩, বোল্ট ৩/২০, সোধি ২/১৭), নিউজিল্যান্ড ১১১/২ (মিচেল ৪৯, উইলিয়ামসন ৩৩ অপরাজিত, বুমরা ২/১৯)। ৮ উইকেটে হার ভারতের।

Next Article