Danish Kaneria: ‘ভারত আমাদের শত্রু নয়’, ধর্মীয় যুক্তিতে আফ্রিদিকে আবার আক্রমণ কানেরিয়ার

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 09, 2022 | 4:09 PM

পাকিস্তানে সংখ্যা লঘুদের হাল যে কত খারাপ, দানিশ কানেরিয়ার মতো ক্রিকেটার যে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। পাকিস্তানের হয়ে খেলার সময় তাঁকে ধর্ম বদলের জন্যও চাপ দেওয়া হয়েছিল। সেই তিনিই আবার বিস্ফোরণ ঘটালেন।

Danish Kaneria: ভারত আমাদের শত্রু নয়, ধর্মীয় যুক্তিতে আফ্রিদিকে আবার আক্রমণ কানেরিয়ার
Danish Kaneria: 'ভারত আমাদের শত্রু নয়', ধর্মীয় যুক্তিতে আফ্রিদিকে আবার আক্রমণ কানেরিয়ার
Image Credit source: Twitter

Follow Us

করাচি: পাকিস্তানের (Pakistan) সঙ্গে রাজনৈতিক সম্পর্ক যাই হোক না কেন, ভারতকে (India) তাঁর কখনওই শত্রু মনে হয়নি। বরং তাঁর কাছে ‘শত্রু’ তাঁরা, যাঁরা ধর্মের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করেন। এমন বিস্ফোরক মন্তব্য করলেন দানিশ কানেরিয়া (Danish Kaneria)। পাকিস্তানের হয়ে খেলার সময় হিন্দু ক্রিকেটার হওয়ার কারণে অনেক বঞ্চনা শিকার করতে হয়েছে তাঁকে। প্রাক্তন লেগস্পিনারের দেশের হয়ে আরও বেশি খেলা উচিত ছিল, মনে করেন অনেকেই। তা সম্ভব হয়নি কেন? তখনকার ক্যাপ্টেন শাহিদ আফ্রিদির (Shahid Afridi) তীব্র বিরোধীতার কারণে। তিনি হিন্দু ছিলেন বলেই এমনটা হয়েছে। আফ্রিদির সঙ্গে তাঁর সম্পর্ক যে তলানিতে পৌঁছেছিল, তা খুল্লামখুল্লা বলেছেন কানেরিয়া। দেশের হয়ে ৬১টা টেস্ট খেলে ২৬১টা উইকেট পাওয়া লেগস্পিনারকে তার জন্য নানা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতেও হয়েছিল। কানেরিয়ার উপর চাপ তৈরি হয়েছিল, যাতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। কিন্তু কোনও চাপের সামনেই নতিস্বীকার করেননি কানেরিয়া। সেই তিনি আবার মুখ খুললেন। এ বার যা বললেন, তাতে পাকিস্তানের তাঁর শত্রু সংখ্যা আরও বেড়ে যেতে পারে, এমনও মনে করছেন কেউ কেউ।

কী বলেছেন দানিশ কানেরিয়া? টুইটারে তিনি লিখেছেন, ‘ভারত আমাদের শত্রু নয়। আমাদের শত্রু তারা, যারা ধর্মের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। যদি ভারতকে শত্রু বলেই মনে হয়, তা হলে আর কোনও ভারতীয় চ্যানেলে গিয়ে বসা ঠিক নয়। আমি যখন প্রতিবাদ করেছিলাম, তখন আমাকে বলা হয়েছিল, তোমার কেরিয়ার তছনছ করে দেওয়া হবে। তাতেও আমি চুপ থাকিনি।’

আফ্রিদি যে ধর্ম বদলানোর জন্য কানেরিয়ার উপর চাপ তৈরি করেছিলেন, তা কয়েক দিন আগেই খোলসা করে দিয়েছিলেন প্রাক্তন স্পিনার। বলেছিলেন, ‘আফ্রিদি আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বলেছিল। কিন্তু আমি কোনও দিন ব্যাপারটা নিয়ে সিরিয়াস ছিলাম না। কারণ, নিজের ধর্মের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। আর ধর্ম বদল করাটার সঙ্গে ক্রিকেটের কোনও যোগ নেই।’

এ হেন অভিযোগের বিরুদ্ধে আবার আফ্রিদিও মুখ খুলেছিলেন। বলেছিলেন, ‘আমার আচরণ নিয়ে যদি ওর এত অভিযোগই ছিল, তা হলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তাদের কাছে অভিযোগ করেনি কেন? ও আমাদের শত্রু দেশে প্রচারমাধ্যমের কাছে ইন্টারভিউ দিয়ে পাকিস্তানের ধর্মীয় বিরোধ তুলে ধরার চেষ্টা করছে। আর যে এ সব কথা বলছেন, তার চরিত্র কী, সেটাও দেখে নেওয়া হোক। ম্যাচ ফিক্সিংয়ের জন্য আমাকে অভিযুক্ত করছে ও। কানেরিয়ার চরিত্র কী, সেটা কিন্তু সবাই জানে। ও আমার কাছে বরাবরই ছোট ভাইয়ের মতো ছিল। একসঙ্গে দীর্ঘদিন খেলেছি।

Next Article