IND vs PAK Final: নাক কাটা গেল পাক মন্ত্রীর! ট্রফিই নিল না চ্যাম্পিয়ন ভারত
India vs Pakistan, Asia Cup 2025: ম্যাচ শেষে রানার্স পাকিস্তান ক্রিকেটারদের পদকও দেওয়া হল। মঞ্চে আরব আমির শাহি বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধিও ছিলেন। ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার নিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। কিন্তু চ্যাম্পিয়নের ট্রফি নিল না ভারতীয় দল। নাক কাটা গেল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির।

এশিয়া কাপে রেকর্ড নবম বার চ্যাম্পিয়ন ভারত। পুরো টুর্নামেন্টে সব ম্যাচ জিতে চ্যাম্পিয়ন। গ্রুপ এবং সুপার ফোর পর্বে পাকিস্তানকে দুরমুশ করেছিল ভারতীয় ক্রিকেট দল। ফাইনালেও মুখোমুখি হয়েছিল এই দুই দেশ। পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ফের এশিয়া সেরা ভারত। ম্য়াচ এবং সিরিজের সেরার পুরস্কারও জিতলেন ভারতের ক্রিকেটারই। ম্যাচ শেষে রানার্স পাকিস্তান ক্রিকেটারদের পদকও দেওয়া হল। মঞ্চে আরব আমির শাহি বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধিও ছিলেন। ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার নিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। কিন্তু চ্যাম্পিয়নের ট্রফি নিল না ভারতীয় দল। নাক কাটা গেল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির।
টুর্নামেন্টের শুরু থেকেই ফেভারিট ধরা হচ্ছিল ভারতকে। দুর্দান্ত পারফরম্যান্সে প্রত্যাশা বাড়িয়েছিলেন অভিষেক শর্মারা। গ্রুপ এবং সুপার ফোরে সব ম্যাচে জয়। শ্রীলঙ্কা ম্যাচে কিছুটা চ্যালেঞ্জের সামনে পড়েছিল ভারত। শেষ অবধি সুপার ওভারে জয়। আলোচনা চলছিল, চ্যাম্পিয়ন হলে ভারতীয় দল ট্রফি নেবে কি না। তার অন্যতম কারণ মহসিন নকভি। পাকিস্তানের মন্ত্রী তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানও। সেই মহসিন নকভি আবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও প্রধান। ফলে চ্যাম্পিয়নের হাতে ট্রফি তুলে দিতে মঞ্চে উপস্থিতও ছিলেন। কিন্তু ভারতীয় দল ট্রফিই নিল না তাঁর হাত থেকে।
গ্রুপ পর্বের ম্যাচের পর হ্য়ান্ডশেক বিতর্কে উত্তাল হয়ে উঠেছিল ক্রিকেট বিশ্ব। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি আইসিসিকে মেইল করেন, এই ঘটনার জন্য় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের অপসারণ চেয়ে। দু-বার এই দাবি তুললেও মানেনি আইসিসি। টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোরও হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। শেষ অবধি নাটক করে। আরব আমির শাহি ম্যাচে একঘণ্টা দেরিতে মাঠে এসেছিল পাকিস্তান টিম।
সুপার ফোরের ম্যাচে পাকিস্তান পেসার হ্যারিস রউফ ফাইটার প্লেনের ইঙ্গিতে বিতর্ক উস্কে দিয়েছিলেন। পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার ইঙ্গিত ছিল তাঁর অভিব্যক্তিতে। পিসিবি প্রধান নিজে রোনাল্ডোর এমন একটি সেলিব্রেশনের ছবি পোস্ট করেছিলেন। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান হওয়া সত্ত্বেও তাঁর আচরণ নানা প্রশ্ন তোলে।
Team India celebrates Asia Cup win without the trophy pic.twitter.com/w9ZmM47FI2
— Sarang Bhalerao (@bhaleraosarang) September 28, 2025
সূর্যকুমার যাদব হাত না মেলানোর কারণ জানিয়েছিলেন। এর মধ্যে রাজনৈতিক বক্তব্য় রয়েছে, এই দাবিতে সূর্যকুমার যাদবের শাস্তি চেয়ে আইসিসির দরবারে গিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান। তাঁর হাত থেকে ট্রফি না নিয়ে যোগ্য জবাব দিল ভারতীয় ক্রিকেট দল। পুরস্কার বিতরণে সঞ্চালক সাইমন ডুল বলেন, ‘আমাকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে জানানো হয়েছে, ভারতীয় দল আজ রাতে পুরস্কার নেবে না।’ ভারতীয় দলের ক্রিকেটাররা ট্রফি ছাড়াই সেলিব্রেট করেন।
