India vs West Indies: বৃষ্টিতে শতরান হল না শুভমনের, ওয়েস্ট ইন্ডিজকে বড় রানের লক্ষ্য

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 28, 2022 | 1:21 AM

ব্যক্তিগত ৯৮ রানে থাকার সময় বৃষ্টিতে খেলা থামে আবারও। দলীয় স্কোর তখন ৩৬ ওভারে ২২৫-৩

India vs West Indies: বৃষ্টিতে শতরান হল না শুভমনের, ওয়েস্ট ইন্ডিজকে বড় রানের লক্ষ্য
Image Credit source: TWITTER

Follow Us

 

পোর্ট অব স্পেন : আরও একটা হাইস্কোরিং ম্যাচের প্রত্যাশা ছিল। গত দু ম্যাচেই ৬০০-র বেশি রান উঠেছে। এদিন বাধ সাধল বৃষ্টি। তার আগে ভারতকে একটা ভালো শুরু দিয়েছিল শিখর ধাওয়ান (Shikhar Dhawan)-শুভমন গিল (Shubman Gill) জুটি। সিরিজ ২-০ জিতে নিয়েছে ভারত (Team India)। জয়ের ছন্দ ধরে রাখাই লক্ষ্য। সে কারণেই পরীক্ষার পথে হাঁটেনি। রবীন্দ্র জাডেজা পুরোপুরি ফিট নন। এই ম্যাচেও খেলানো হল না তাঁকে। গত ম্যাচে ওয়ান ডে অভিষেক হয়েছিল আবেশ খানের। এক ম্যাচ খেলেই ফের বেঞ্চে। ফিরলেন প্রসিধ কৃষ্ণা। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শিখর ধাওয়ান। প্রথম ম্যাচের মতো শতরানের জুটি গড়ে শিখর ধাওয়ান-শুভমন গিল। গত দু ম্যাচে নিজের ভুলে, তৃতীয় ম্যাচে বৃষ্টিতে হল না শুভমনের শতরান।

ভারতীয় শিবিরে প্রথম ধাক্কা দলীয় ১১৩ রানে। লেগ স্পিনার হেডেন ওয়ালশ জুনিয়রের লেগ সাইডের বাইরে গুগলি। ফ্লিক করতে চেয়েছিলেন ধাওয়ান। বলের কাছে পৌঁছোতে পারেননি। ক্যাচ ওঠে। শিখর ধাওয়ান ফিরলেন ৫৮ রানে। প্রশ্ন রেখে গেল সেই স্ট্রাইক রেট ৭৮.৩৭। ভারতীয় ইনিংসের ২৪ ওভারের পর বৃষ্টি নামে। দীর্ঘ সময় খেলা বন্ধ থাকে। শেষ অবধি খেলা শুরু হলেও ওভার কমানো হয়। ৪০ ওভারের ম্যাচ ঠিক হয়। ফের বৃষ্টি নামে ৩৬ তম ওভারে। শুভমন একদিক আগলে রাখলেন। উলটোদিক থেকে বড় রান তোলায় মন দেন শ্রেয়স আইয়ার। ১০০-র বেশি স্ট্রাইক রেটে খেলছিলেন। ৩৪ বলে ৪৪ রানে ফেরেন তিনি। ৪ টি বাউন্ডারি এবং ১ টি ওভার বাউন্ডারি মেরেছেন। সূর্যকুমার যাদবের আরও একটা হতাশার ম্যাচ। লেগ স্পিনার হেডেন ওয়ালশকে লঙ অনে মারতে গিয়ে ব্যাট ঘুরে যায়। উঁচু ক্যাচ নিতে ভুল করেননি শেমার ব্রুকস।

সিরিজে এবং কেরিয়ারের দ্বিতীয় অর্ধশতরান পেরোতেও ফোকাস হারাননি শুভমন। ৭৭ বলে অর্ধশতরান পূর্ণ করেন। প্রথম ম্যাচেও তিন অঙ্কের দিকে এগোচ্ছিলেন। ছোট্ট ভুলের বড় খেসারত দিতে হয়। দ্বিতীয় ম্যাচেও তাই। এদিনও তিন অঙ্কের রানে এগোচ্ছিলেন। ব্যক্তিগত ৯৮ রানে থাকার সময় বৃষ্টিতে খেলা থামে আবারও। দলীয় স্কোর তখন ৩৬ ওভারে ২২৫-৩। বৃষ্টি না থামায় সেখানেই ভারতের ইনিংস শেষ ঘোষণা করা হয়। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৩৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ২৫৭। শুভমনের শতরান হল না। ৯৮ বলে ৯৮ রানে অপরাজিত শুভমন গিল। আর একটা ডেলিভারি পেলেও হয়তো ওয়ান ডে কেরিয়ারে প্রথম শতরান করতে পারতেন শুভমন।

Next Article