India vs Pakistan: ফের বড় মঞ্চে ভারত-পাকিস্তান, অপেক্ষা ১৯ জুলাইয়ের

Jul 06, 2024 | 9:28 PM

T20 Asia Cup: এশিয়া কাপ শুরু হচ্ছে ১৯ জুলাই। টুর্নামেন্টের প্রথম ম্যাচে অবশ্য মুখোমুখি হবে আরব আমির শাহি ও নেপাল। দিনের দ্বিতীয় ম্যাচে ফ্লাড লাইটে মুখোমুখি ভারত ও পাকিস্তান। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়েছে। ভারতীয় দল রয়েছে গ্রুপ এ-তে। ১৯ জুলাই পাকিস্তানের পর ২১ জুলাই আরব আমির শাহির বিরুদ্ধে খেলবে ভারতীয় দল।

India vs Pakistan: ফের বড় মঞ্চে ভারত-পাকিস্তান, অপেক্ষা ১৯ জুলাইয়ের
Image Credit source: AFP FILE

Follow Us

কিছুদিন আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। আবারও টি-টোয়েন্টি ফরম্যাটে মুখোমুখি হতে চলেছে এই দুই দেশ। সামনেই মেয়েদের এশিয়া কাপ। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। সে কারণে এশিয়া কাপও হবে টি-টোয়েন্টি ফরম্যাটেই। শ্রীলঙ্কায় হবে এশিয়া কাপ। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল এশিয়া কাপ অভিযান শুরু করবে পাকিস্তানের বিরুদ্ধে। অল্প সময়ের ব্যবধানে আরও একবার ভারত-পাকিস্তান মহারণ দেখার সুযোগ ক্রিকেট প্রেমীদের সামনে।

এশিয়া কাপ শুরু হচ্ছে ১৯ জুলাই। টুর্নামেন্টের প্রথম ম্যাচে অবশ্য মুখোমুখি হবে আরব আমির শাহি ও নেপাল। দিনের দ্বিতীয় ম্যাচে ফ্লাড লাইটে মুখোমুখি ভারত ও পাকিস্তান। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়েছে। ভারতীয় দল রয়েছে গ্রুপ এ-তে। ১৯ জুলাই পাকিস্তানের পর ২১ জুলাই আরব আমির শাহির বিরুদ্ধে খেলবে ভারতীয় দল। এরপর ২৩ জুলাই নেপালের বিরুদ্ধে।

গ্রুপ বি-তে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, থাইল্যান্ড ও মালয়েশিয়া। এশিয়া কাপের গত সংস্করণ হয়েছিল ২০২২ সালে। ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে রেকর্ড সপ্তম বার এশিয়া সেরার ট্রফি জিতেছিল ভারত। এ বার ভারতের প্রথম ম্যাচটি সন্ধ্যা ৭টা থেকে। দ্বিতীয় ম্যাচ দুপুর ২টো। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচ সন্ধ্যা ৭টা থেকেই। ২৬ জুলাই সেমিফাইনাল। এশিয়া কাপ ফাইনাল ২৮ জুলাই।

Next Article