IND vs WI: গাধা দৌড় হত যে মাঠে, সেখানে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে নামবে ভারত

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 19, 2023 | 8:30 AM

India tour of West Indies: অতীতে ওয়েস্ট ইন্ডিজের এক জায়গা গাধা দৌড়ের জন্য বিখ্যাত ছিল। সেই স্থানটি হল ডমিনিকার উইন্ডসর পার্ক। এই ভেনুতেই এ বার ক্যারিবিয়ানদের বিরুদ্ধে খেলতে নামবে ভারত।

IND vs WI: গাধা দৌড় হত যে মাঠে, সেখানে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে নামবে ভারত
IND vs WI: গাধা দৌড় হত যে মাঠে, সেখানে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে নামবে ভারত
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি : ঘোড়দৌড়ের কথা তো অনেকেই শুনেছেই। কিন্তু গাধা দৌড় শুনেছেন? অনেকেই বলতে পারেন গাধা দৌড়ও আবার হয় নাকি? এখন সেই অর্থে গাধা দৌড় খুব একটা দেখা যায় না। ঘোড়দৌড়ের চলও ধীরে ধীরে কমেছে। কিন্তু একেবারে বন্ধ হয়ে যায়নি। বেশ কিছু জায়গায় এখনও ঘোড়দৌড় হয়। কিন্তু সচরাচর গাধা দৌড় সব জায়গায় দেখা যায় না। অতীতে ওয়েস্ট ইন্ডিজের এক জায়গা গাধা দৌড়ের জন্য বিখ্যাত ছিল। সেই স্থানটি হল ডমিনিকার উইন্ডসর পার্ক। এই ভেনুতেই এ বার ক্যারিবিয়ানদের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ (West Indies) সফরের ভারতের (India) প্রথম টেস্টের ভেনু হল ডমিনিকার উইন্ডসর পার্ক। এই মাঠ প্রায়শই আলোচনায় থাকে। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

একসময় যে মাঠে ঘোড়া ও গাধার দৌড় হত সেখানে এখন বড় বড় ক্রিকেট ম্যাচ ও ফুটবল ম্যাচ হয়। আসলে এখন উইন্ডসর পার্ক ডমিনিকার একটি বহুমুখী স্টেডিয়াম। এটি ওয়েস্ট ইন্ডিজের জাতীয় স্টেডিয়াম। এবং এখানে বেশিরভাগ ক্রিকেট ও অ্যাসোসিয়েশন ফুটবল ম্যাচ হয়। এ ছাড়া মিউজিক ফেস্টিভ্যাল, ক্যালিপসো প্রতিযোগিতার ফাইনাল এবং মিস ডমিনিকার মতো ইভেন্টও এখানে অনুষ্ঠিত হয়েছে।

১৯৯৯ সালে উইন্ডসর পার্কে জাতীয় স্টেডিয়াম তৈরি করার পরিকল্পনা করা হয়েছিল। এরপর ২০০৫ সালের মার্চে স্টেডিয়ামের নতুন কাজ শুরু হয়েছিল। এই স্টেডিয়ামের কাজ শেষ হয় ২ বছর পর। ২০০৭ সালের অক্টোবরে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উইন্ডসর পার্ক ন্যাশানাল স্পোর্টস স্টেডিয়ামটির উদ্বোধন হয়েছিল।

২০০৮ সালের ফেব্রুয়ারিতে, ডমিনিকা জাতীয় ফুটবল দল এই স্টেডিয়ামে বার্বাডোসের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচে খেলে। সেটি ২০১০ সালের বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ ছিল। এরপর ২০০৯ সালের জুলাইয়ে এখানে প্রথম ক্রিকেট ম্যাচ খেলা হয়েছিল। ২০০৯ সালের ২৬ ও ২৮ জুলাই ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের মধ্যে দুটি ওয়ান ডে ম্যাচ হয়েছিল। উইন্ডসর পার্কে ২০১১ সালের জুলাইতে প্রথম টেস্ট ম্যাচ হয়েছিল। সেই ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতের মধ্যে খেলা হয়েছিল। এবং ওই ম্যাচে ইশান্ত শর্মা ৫টি উইকেট নিয়েছিলেন। ২০১০ সালের পর থেকে উইন্ডসর পার্কে কোনও ওডিআই ম্যাচ হয়নি। এবং ২০১৭ সাল থেকে সেখানে কোনও টেস্ট ম্যাচও খেলা হয়নি। ফলে ৬ বছর পর এখানে টেস্ট ম্যাচ হতে চলেছে।

 

Next Article