জিম্বাবোয়ে সফরে শুরুর সব হতাশা দূর হয়ে গেল। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছিল ভারত। তাতে অবশ্য আত্মতুষ্টি জায়গা করে নিতে দেয়নি ভারতীয় শিবির। ক্যাপ্টেন শুভমন গিল আগের দিনই বলেছিলেন, কাজ এখনও শেষ হয়নি। শুধু মুখেই নয়, কাজেও করে দেখালেন। জিম্বাবোয়ের সফরে প্রথম ম্যাচে মাত্র ১১৬ রান তাড়া করতে নেমে খাবি খেয়েছিল ভারতীয় ক্রিকেট দল। হার দিয়ে সিরিজ শুরু হয়েছিল ভারতের। পরদিনই দ্বিতীয় ম্যাচ। দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছিল ভারত। এরপর টানা জয়। শেষ ম্যাচে জিম্বাবোয়েকে ৪২ রানে হারিয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জিতল শুভমন গিলের নেতৃত্বাধীন ভারতের তরুণ দল।
প্রথম ম্যাচ থেকেই বোলাররা ভালো পারফর্ম করছেন। তবে ডুবিয়েছিল ব্যাটিং-ফিল্ডিং। দ্বিতীয় ম্যাচ থেকে তিন বিভাগেই অনবদ্য় ভারত। দুর্দান্ত ফিল্ডিংও দেখা গিয়েছে। এই ম্যাচেও তার অন্য়থা হল না। টস হেরে প্রথমে ব্যাট করে ভারত। ভাইস ক্যাপ্টেন সঞ্জু স্য়ামসনের অনবদ্য হাফসেঞ্চুরি এবং মিডল ও লোয়ার অর্ডারের অবদানে জিম্বাবোয়েকে ১৬৮ রানের টার্গেট দেয় ভারত।
রান তাড়ায় শুরুতেই ধাক্কা। মুকেশ কুমার গত দু-ম্যাচে বিশ্রামে ছিলেন। একাদশে ফিরেই দুর্দান্ত। পাওয়ার প্লে-তেই ২ উইকেট তুলে নেন মুকেশ। সব মিলিয়ে ম্যাচে চার উইকেট। অফস্পিনার ওয়াশিংটন সুন্দর ২ ওভারে মাত্র ৭ রান দেন। শিবম দুবে নেন ২ উইকেট। মাত্র ১২৫ রানেই জিম্বাবোয়েকে অলআউট করে ভারত। শেষ ম্যাচে ৪২ রানের বিশাল ব্য়বধানে জয়।