SAFF U20 Championship: অনূর্ধ্ব ২০ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ বাংলাদেশ

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 02, 2022 | 9:51 PM

দু দলের মধ্যে পার্থক্য গড়ে দিলেন গুরকিরত।

SAFF U20 Championship: অনূর্ধ্ব ২০ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ বাংলাদেশ
ম্যাচের একমাত্র গোলদাতা গুরকিরত।
Image Credit source: TWITTER

Follow Us

 

ভুবনেশ্বর : গত ম্যাচে নেপালের বিরুদ্ধে ৮-০ ব্যবধানে জয়। এদিন দশ জনের ভারত হারাল মলদ্বীপকে। অনূর্ধ্ব ২০ সাফ চ্যাম্পিয়নশিপের (SAFF U20 Championship) ফাইনালে ভারত। ট্রফির ম্যাচে ভারতের সামনে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে এদিন মলদ্বীপের (Maldives) বিরুদ্ধে ১-০ জয় ভারতের। নেপালের বিরুদ্ধে প্রথমার্ধে মাত্র ১ গোলে এগিয়ে ছিল ভারত (Team India)। শেষ অবধি জয় ৮-০ গোলে। এদিন অবশ্য ঘাম ঝড়ল মলদ্বীপের বিরুদ্ধে। হতে পারে একটা বড় জয়ের পর আত্মতুষ্টি! বেশ কিছু সুযোগ তৈরি হলেও স্কোর লাইনে কোনও বদল হচ্ছিল না কিছুতেই। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ভারতের জয়সূচক গোল। পরিবর্ত হিসেবে নামা গুরকিরত সিংয়ের একমাত্র গোলে জিতল ভারত।

দু দলের মধ্যে পার্থক্য গড়ে দিলেন গুরকিরত। পার্থিব গোগোইয়ের শট ডিফ্লেকশনে গুরকিরতের সামনে আসে। বক্সের মধ্যে গোল নষ্ট করেননি গুরকিরত। দুই অর্ধেই প্রচুর গোলর সুযোগ তৈরি হল। যদিও সেগুলি কাজে লাগাতে ব্যর্থ ভারতীয় দল। ৬৭ মিনিটে একটি শট ক্রসবারেও লাগে। প্রতিযোগিতার সর্বাধিক গোল স্কোরার পার্থিব গোগোই শেষ মিনিটে রেড কার্ড দেখেন। যা বেশ কিছুটা অস্বস্তিতে রাখল ভারতীয় দলকে।

গত ম্যাচে গোলের বন্যা বইয়ে দেওয়া ভারতীয় দল ম্যাচের মাত্র ১৫ মিনিটে অনবদ্য সুযোগ পেয়েছিল। মহেসন বল নিয়ে প্রতিপক্ষ ডিফেন্স চিরে পাস দেন হিমাংশু জাংরাকে। হিমাংশু শট আটকে দেয় প্রতিপক্ষ। ফিরতি বলে পার্থিব গোগোইয়ের শটের একই পরিণতি। হিমাংশু ফের গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ। মলদ্বীপ গোলরক্ষক ইউসুফ আব্দুল্লা তিন কাঠির নীচে সতর্ক ছিলেন। ৩১ মিনিটে জোড়া পরিবর্তন করেন করেন ভারতীয় দলের কোচ শানমুগাম ভেঙ্কটেশ। চোট পাওয়া রাজ বাসফোরের জায়গায় গুরকিরত কিং এবং বিবিন মহাননের পরিবর্তে বিনয় হার্জি। ভারতীয় শিবিরে একবারই আতঙ্কের পরিস্থিতি তৈরি। সেটি একেবারে ম্যাচের শুরুতে। তবে ভারতের গোলরক্ষক সোম কুমার ডানদিকে ঝাঁপিয়ে মলদ্বীপের চেষ্টা ব্যর্থ করেন।

Next Article