নাগপুর: অপেক্ষার অবসান। রাত পোহালেই শুরু হবে বর্ডার গাভাসকর ট্রফি (Border Gavaskar Trophy)। সেই ১৯৪৭ সাল থেকে চলছে বর্ডার গাভাসকর ট্রফি। ৭৫ বছরের ইতিহাসে রয়েছে ভারত-অস্ট্রেলিয়ার (India vs Australia) বহু স্মরণীয় ম্যাচ। ফের একটা বর্ডার গাভাসকর ট্রফি উপভোগ করার অপেক্ষায় রয়েছে ক্রিকেট প্রেমীরা। আগামী কাল, নাগপুরে শুরু হচ্ছে রোহিত শর্মাদের অজিবধের লড়াই। দুই দলের মধ্যে চার ম্যাচের টেস্ট সিরিজ হবে। প্যাট কামিন্স ও রোহিত শর্মাদের জন্য এই সিরিজ ভীষণ গুরুত্বপূর্ণ। চলতি বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে এগিয়ে যেতে হলে ভারতকে এই সিরিজ জিততে হবে। অন্যদিকে অজিরাও WTC-ফাইনালে নিজেদের জায়গা আরও মজবুত করার জন্য, এই সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে ঝাঁপাবে। TV9Bangla-র এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে দেখবেন বর্ডার গাভাসকর ট্রফির প্রথম ম্যাচ।
উল্লেখ্য, বর্ডার গাভাসকর ট্রফিতে গত ৫ বারের সাক্ষাতে এগিয়ে রয়েছে ভারতই। হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে ভারত ও অস্ট্রেলিয়া মোট ১০২টি টেস্টে খেলেছে। যার মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে ৪৩ বার এবং ভারত জিতেছে ৩০ বার। ড্র হয়েছে ২৮টি ম্যাচ ও টাই হয়েছে ১টি ম্যাচ।
বর্ডার গাভাসকর ট্রফিতে ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচটি কবে হবে?
বর্ডার গাভাসকর ট্রফিতে ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচটি হবে আগামী কাল, বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারি।
বর্ডার গাভাসকর ট্রফিতে ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচটি কোথায় হবে?
বর্ডার গাভাসকর ট্রফিতে ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচটি নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে হবে।
বর্ডার গাভাসকর ট্রফিতে ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে বর্ডার গাভাসকর ট্রফিতে ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে সকাল ৯.৩০ মিনিটে। ম্যাচের আগে ৯ টা নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে বর্ডার গাভাসকর ট্রফিতে ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
বর্ডার গাভাসকর ট্রফিতে ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। পাশাপাশি ভারত বনাম অস্ট্রেলিয়ার চার ম্যাচের টেস্ট সিরিজের লাইভ আপডেট দেখা যাবে TV9Bangla ওয়েবসাইটে।