India vs Australia 2nd T20 Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টি-২০ ম্যাচ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 22, 2022 | 6:00 PM

শুক্ররাতে নাগপুরে রোহিত-ফিঞ্চ দ্বৈরথ।

India vs Australia 2nd T20 Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টি-২০ ম্যাচ
India vs Australia 2nd T20 Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টি-২০ ম্যাচ

Follow Us

নাগপুর: দেশের মাঠে অজিদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলছে ভারত। আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য দুই দলই এই সিরিজে কিছুটা প্রস্তুতি নিয়ে নিচ্ছে। আগামীকাল ভারত বনাম অস্ট্রেলিয়ার (India vs Australia) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ। রোহিত শর্মার (Rohit Sharma) ভারত এর আগে এই সিরিজের প্রথম ম্যাচে অ্যারন ফিঞ্চদের কাছে হেরে গিয়েছে। মোহালিতে প্রথম টি-২০ ম্যাচে বোলিং ব্যর্থতাই ডুবিয়েছিল ভারতকে। উল্লেখ্য, মোহালিতে প্রথম টি-২০ ম্যাচে টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্রথমে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ২০৮ রান তুলেছিল ভারত। ২০৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪ বল বাকি থাকতেই ২১১ রান তুলে ফেলে অস্ট্রেলিয়া। মাত্র ৩০ বলে ৭১* রানের বিধ্বংসী ইনিংস খেলেও ভারতকে জেতাতে পারেননি হার্দিক পান্ডিয়া।

হেড টু হেডে নজর দিলে দেখা যায় টি-২০ ক্রিকেটে এখনও পর্যন্ত ২৪টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে ১৩টি ম্যাচে জিতেছে ভারত ও ১০টি ম্যাচে জিতেছে অজিরা। অমীমাংসিত ১টি ম্যাচ।

ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টি-২০ ম্যাচটি কবে হবে?

ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টি-২০ ম্যাচটি আগামীকাল, শুক্রবার (২৩ সেপ্টেম্বর) হবে।

ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টি-২০ ম্যাচটি কোথায় হবে?

ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টি-২০ ম্যাচটি নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে (Vidarbha Cricket Association Stadium) হবে।

ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টি-২০ ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টি-২০ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা নাগাদ। ম্যাচের আগে ৬.৩০ মিনিটে টস হবে।

কোথায় দেখা যাবে ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টি-২০ ম্যাচটির লাইভ স্ট্রিমিং?

ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টি-২০ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। পাশাপাশি ভারত বনাম অস্ট্রেলিয়ার তিন ম্যাচের টি-২০ সিরিজের লাইভ আপডেট দেখা যাবে TV9Bangla ওয়েবসাইটে।

অস্ট্রেলিয়া সিরিজের ঘোষিত দল: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্য়াটেল, ভুবনেশ্বর কুমার, মহম্মদ সামি, হর্ষল প্য়াটেল, দীপক চাহার, জসপ্রীত বুমরা।

Next Article