AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs Australia, 2nd Test 2023, Day 1: প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া শেষ ২৬৩ রানে, চার উইকেট সামির

| Edited By: | Updated on: Feb 17, 2023 | 5:08 PM
Share

India vs Australia, BGT 2023, Live Score in Bengali: দেখুন ভারত (India) বনাম অস্ট্রেলিয়ার (Australia) দ্বিতীয় টেস্ট (2nd Test) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

India vs Australia, 2nd Test 2023, Day 1: প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া শেষ ২৬৩ রানে, চার উইকেট সামির
বর্ডার গাভাসকর ট্রফি লাইভImage Credit: গ্রাফিক্স: অভীক দেবনাথ

নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। সিরিজে ১-০ এগিয়ে রয়েছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে হলে, এই সিরিজ জিততেই হবে। উদ্বোধনী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল ভারত। রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। টানা দ্বিতীয় বার ফাইনালে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের। এর জন্য় এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। ফাইনালে নিশ্চিত অস্ট্রেলিয়া। দ্বিতীয় দল হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে ভারত। নাগপুরে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ১৩২ রানের ব্য়বধানে হারিয়েছিল। প্রথম টেস্টে দাপট ছিল স্পিনের। ভারতের স্পিন ত্রয়ীর বিরুদ্ধে জ্বলে উঠতে ব্যর্থ অজি ব্য়াটাররা। মূলত দাপট দেখিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাডেজা। দিল্লি টেস্টের প্রথমদিনেও জাডেজা-অশ্বিনের দাপট চোখে পড়ল। কোটলার স্পিন ট্র্যাকে মহম্মদ সামিও ৪ উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়েছে ২৬৩ রানে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 17 Feb 2023 05:05 PM (IST)

    প্রথমদিনের খেলার সমাপ্তি

    অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথমদিনের খেলার সমাপ্তি। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া তুলেছে ২৬৩ রান। দিনের শেষে ভারতের স্কোর বিনা উইকেট খুইয়ে ২০ রান। ভারত পিছিয়ে ২৪২ রানে।

  • 17 Feb 2023 04:52 PM (IST)

    ভারতের ইনিংস শুরু

    প্রথম ইনিংসে ব্যাট করতে নামল ভারত। ইনিংসের সূচনায় রোহিত শর্মা ও লোকেশ রাহুল।

  • 17 Feb 2023 04:51 PM (IST)

    এক নজরে

    ১. প্রথম ইনিংসে ২৬৩ রান তুলেছে অস্ট্রেলিয়া।

    ২. সর্বোচ্চ ৮১ রান উসমান খোয়াজার।

    ৩.  অপরাজিত ৭২ রান হ্যান্ডসকম্বের।

    ৪. তিনটি করে উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা।

    ৫. টেস্টে ২৫০টি উইকেট পূর্ণ হল জাডেজার।

    ৬. ৪টি উইকেট নিলেন মহম্মদ সামি।

  • 17 Feb 2023 04:20 PM (IST)

    অস্ট্রেলিয়ার ইনিংস শেষ

    ম্যাথু কুহেনম্যানকে বোল্ড আউট করলেন সামি। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হল ২৬৩ রান।

  • 17 Feb 2023 03:51 PM (IST)

    নবম উইকেট

    নাথান লিয়ঁকে ফেরালেন মহম্মদ সামি। অস্ট্রেলিয়া ২৪৯/৫।

  • 17 Feb 2023 03:28 PM (IST)

    জাডেজার জোড়া ধাক্কা

    ক্রিজে নামা টড মার্ফিকে তৎক্ষণাৎ ফেরালেন জাডেজার। তিন বলের ব্যবধানে দুই উইকেট তাঁর।

  • 17 Feb 2023 03:23 PM (IST)

    জুটি ভাঙলেন জাডেজা

    হ্যান্ডকম্ব-কামিন্স জুটি ভাঙলেন রবীন্দ্র জাডেজা। কামিন্সকে এলবিডব্লিউ করলেন জাড্ডু। রিভিউ নিয়েও বাঁচতে পারলেন না অজি অধিনায়ক। দুজনে ৬৯ রানে ইনিংস খেললেন। অস্ট্রেলিয়া ২২৭/৭।

  • 17 Feb 2023 03:17 PM (IST)

    হ্যান্ডসকম্বের হাফ সেঞ্চুরি

    হাফ সেঞ্চুরি পিটার হ্যান্ডসম্বের ব্যাটে। হ্যান্ডসকম্ব-কামিন্স জুটি মাথাব্যথা বাড়াচ্ছে ভারতের।

  • 17 Feb 2023 02:53 PM (IST)

    অস্ট্রেলিয়ার স্কোর ২০০ পার

    অরুণ জেটলি স্টেডিয়ামে তৃতীয় সেশনের খেলা শুরু হয়েছে। ৬ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার দলীয় স্কোর ২০০-র গণ্ডি অতিক্রম করল। ক্রিজে হ্যান্ডসকম্ব এবং কামিন্স।

  • 17 Feb 2023 02:25 PM (IST)

    চা বিরতি

    চা বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ১৯১/৬। ক্রিজে হ্যান্ডসকম্ব ও কামিন্স।

  • 17 Feb 2023 01:47 PM (IST)

    ষষ্ঠ উইকেটের পতন

    ছয় নম্বর উইকেট পড়ল অস্ট্রেলিয়ার। শূন্য রানে অ্যালেক্স ক্যারিকে ফেরালেন অশ্বিন। অস্ট্রেলিয়া ১৭১/৬।

  • 17 Feb 2023 01:42 PM (IST)

    বড় সাফল্য ভারতের

    ভারতের বড় সাফল্য। উসমান খোয়াজাকে ফেরালেন রবীন্দ্র জাডেজা। ডানদিকে লাফিয়ে একহাতে ক্যাচ নিলেন লোকেশ রাহুল। ১২৫ বলে ৮১ রান করে আউট খোয়াজা।

  • 17 Feb 2023 12:41 PM (IST)

    চতুর্থ উইকেট হারাল অস্ট্রেলিয়া

    লাঞ্চের পর প্রথম উইকেট। মহম্মদ সামির বলে লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ট্রেভিস হেড। ৩২.৪ ওভারে ১০৯/৪।

  • 17 Feb 2023 12:26 PM (IST)

    অস্ট্রেলিয়ার ১০০

    দ্বিতীয় সেশনের খেলা শুরু। দলীয় ১০০ রানে পৌঁছল অস্ট্রেলিয়া।

  • 17 Feb 2023 11:49 AM (IST)

    লাঞ্চ বিরতি

    প্রথম সেশনে ৩ উইকেট খুইয়ে ৯৪ রান অস্ট্রেলিয়ার। ব্যক্তিগত ৫০ রানে ব্যাট করছেন উসমান খোয়াজা। ট্রেভিস হেড ১ রানে ব্যাট করছেন।

  • 17 Feb 2023 11:31 AM (IST)

    জোর বাঁচলেন খোয়াজা

    ২০তম টেস্ট অর্ধশতরান খোয়াজার। তার আগেই রিভিউ নিয়ে বাঁচলেন।

  • 17 Feb 2023 11:26 AM (IST)

    আউট স্মিথ

    কিছু বুঝে ওঠার আগেই অশ্বিনের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন স্টিভ স্মিথ। এক ওভারে জোড়া উইকেট অশ্বিনের। ৯১ রানে ৩ উইকেট হারাল অজিরা।

  • 17 Feb 2023 11:24 AM (IST)

    দ্বিতীয় সাফল্য ভারতের

    লাবুশেনকে এলবিডব্লিউ অশ্বিনের। ২২ বলে ১৮ রান। দ্বিতীয় উইকেট হারাল অস্ট্রেলিয়া।

  • 17 Feb 2023 10:49 AM (IST)

    আউট ওয়ার্নার

    ভারতকে ব্রেক থ্রু দিলেন মহম্মদ সামি। ৪৪ বলে ১৫ রান করে সাজঘরে ডেভিড ওয়ার্নার। তাঁকে খেলানো নিয়ে বিতর্কের শেষ নেই অস্ট্রেলিয়ায়। ৫১.২ ওভারে ৫০/১। ক্রিজে লাবুশেন।

  • 17 Feb 2023 10:22 AM (IST)

    ১০ ওভারে ২৬ রান

    ১০ ওভার শেষ। বিনা উইকেটে ২৬ রান অস্ট্রেলিয়ার। ওয়ার্নার ৬ , খোয়াজা ১৪ রানে ব্যাট করছেন।

  • 17 Feb 2023 10:00 AM (IST)

    স্টেডিয়ামে পূজারার পরিবার

    ১০০তম টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন চেতেশ্বর পূজারা। অরুণ জেটলি স্টেডিয়ামে উপস্থিত তাঁর গোটা পরিবার। মাঠে নামার আগে সতীর্থদের গার্ড অব অনার পেলেন। হাতে স্মারক তুলে দিলেন সুনীল গাভাসকর।

  • 17 Feb 2023 09:58 AM (IST)

    ওয়ার্নার-খোয়াজা জুটি

    ৫ ওভারে ১৯ রান অস্ট্রেলিয়ার। ১৫টি বলে খেলে ১টিও রান যোগ করতে পারেননি ডেভিড ওয়ার্নার। ১৬ বলে ১৩ রান উসমান খোয়াজার।

  • 17 Feb 2023 09:41 AM (IST)

    বিপদ এড়াল অজিরা

    বিপদ এড়াল অস্ট্রেলিয়া। সামির বলে ডেভিড ওয়ার্নারকে আউট দিয়েছিলেন অনফিল্ড আম্পায়ার নীতিন মেনন। রিভিউ নিয়ে বাঁচলেন অজি ওপেনার।

  • 17 Feb 2023 09:34 AM (IST)

    পরিবর্তন অস্ট্রেলিয়া টিমেও

    পরিবর্তন অস্ট্রেলিয়া দলেও। ম্যাট রেনশর পরিবর্তে দলে এন্ট্রি ট্রেভিস হেডের।

    অস্ট্রেলিয়ার একাদশ: ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রেভিস হেড, পিটার হ্যান্ডসকম্ব, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), টড মার্ফি, নাথান লিয়ঁ, কুহনম্যান।

  • 17 Feb 2023 09:31 AM (IST)

    সূর্যের পরিবর্তে শ্রেয়স

    দিল্লি টেস্টে ভারতের একাদশে পরিবর্তন। একটিই পরিবর্তন। সূর্যকুমারের পরিবর্তে দলে ফিরলেন শ্রেয়স আইয়ার।

    ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাডেজা, শ্রীকর ভারত (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ।

  • 17 Feb 2023 09:03 AM (IST)

    টস আপডেট

    দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতল অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত।

  • 17 Feb 2023 08:42 AM (IST)

    ঘুরে দাঁড়াবে অজিরা?

    পড়ুন বিস্তারিত: পূজারার মাইলফলক টেস্ট, তিন স্পিনারে নামতে পারে অজিরা

  • 17 Feb 2023 08:40 AM (IST)

    শ্রেয়স না সূর্য?

    পড়ুন বিস্তারিত: ফিট শ্রেয়স, দিল্লি টেস্ট থেকে বাদ সূর্য? দ্রাবিড় বললেন…

  • 17 Feb 2023 08:39 AM (IST)

    কখন শুরু ম্যাচ?

    পড়ুন বিস্তারিত: জেনে নিন কখন কীভাবে দেখবেন BGT-তে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচ

  • 17 Feb 2023 08:34 AM (IST)

    মাইলস্টোন ম্যাচে পূজারা

    মাইলস্টোন ম্যাচে চেতেশ্বর পূজারা। ট্রিবিউট দিলেন সতীর্থরা।

Published On - Feb 17,2023 8:30 AM