শরদিন্দু মুখোপাধ্যায়
একটাই প্রশ্নের উত্তর আমি খুঁজছি, কাল জশপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) কি খেলানো হবে? যত দূর খবর পাচ্ছি, ওর চোট নিয়ে এখনও দ্বিধায় আছে টিম ম্যানেজমেন্ট। কিন্তু এও বলা হচ্ছ, পঞ্চাশ শতাংশ ফিট হলেও খেলিয়ে দেওয়া হতে পারে বুমরাকে। ব্রিসবেনেই সিরিজের ফয়সালা হবে। যে কারণে টিমের সেরা বোলারকে বাইরে রেখে কোনও ভাবেই মাঠে নামতে চাইছে না রাহানেরা। ব্যাপারটা এক দিকে স্বাভাবিক। কিন্তু অন্য দিকে আবার চিন্তার যথেষ্ট জায়গাও থাকছে। অস্ট্রেলিয়া সিরিজ শেষ করে দেশে ফিরেই ভারত খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। ঘরের মাঠে টেস্ট সিরিজ জেতার জন্য বুমরাকে লাগবে। ব্রিসবেন টেস্ট খেলানো সে ক্ষেত্রে কিন্তু ঝুঁকি হয়ে যেতে পারে। পরিস্থিতির বিচার করলে ভারতের এ ছাড়া উপায়ও খুব একটা নেই।
বুমরাকে নিয়ে চাপে থাকার পাশাপাশি টিম ম্যানেজমেন্ট চোট আঘাতে জর্জরিত। ব্রিসবেন টেস্টে প্রথম একাদশ কী করবে, সেটা নিয়েই নিশ্চয় নানা ভাবনা-চিন্তা চলছে। সেই কারণেই ম্যাচের আগের দিন ঘোষণা করা হল না। টিম কী হওয়া উচিত? রোহিত-শুভমন ওপেন করুক। তিন আর চারে পূজারা এবং রাহানে। সিডনির মতো পাঁচে আসুক পন্থই। ছয় নম্বরে খেলানো যেতে পারে ঋদ্ধিমানকে। যদি মায়াঙ্ক খেলতে পারে, তা হলে ওকেই খেলানো হোক মিডল অর্ডারে। সাতে অশ্বিনই আসুক। বোলিং ইউনিট কী হবে, সেটা নিয়েই সবচেয়ে বড় প্রশ্ন। বুমরা খেলতে পারলে ওর সঙ্গে সিরাজ আর নভদীপ। বুমরা না পারলে টি নটরাজনকে ওর জায়গা খেলানো হতে পারে। ব্রিসবেনের পিচ দেখে ঠিক করতে হবে চতুর্থ পেসার, নাকি একটা বাড়তি স্পিনার খেলানো হবে। অভিজ্ঞতা থেকে বলতে পারি, ব্রিসবেনে ব্যাটসম্যানদের জন্য রান থাকে। পিচে যদি টার্ন আর বাউন্স থাকে, তা হলে হয়তো কুলদীপকে খেলানো যেতে পারে। না হলে চার নম্বর পেসার হিসেবে শার্দূল। ওর ব্যাটের হাতটাও কিছুটা ভালো।
আরও পড়ুন: আধা ফিট হলেও বুমরাকে খেলাতে চাইছে ভারত
তথ্য ঘেঁটে দেখেছিলাম, ১৯৮৮ সাল থেকে গাব্বায় অস্ট্রেলিয়া কখনও হারেনি। এর আগে ভারত ছ’টা ম্যাচ খেলেছে গাব্বায়। ২০০৩ সালে সৌরভের ভারত ড্র করেছিল। ওই ম্যাচে ১৪৪ রানের একটা ইনিংস খেলেছিল সৌরভ। এ ছাড়া সব ম্যাচে হার। গাব্বায় রাহানের টিম কি অতীত ভোলাতে পারবে? আমার তো মনে হয়, চাপটা এখন অস্ট্রেলিয়ার উপরেই। আর সেটা যে ওরা সামলাতে পারছে না, মেলবোর্ন আর সিডনিই তার সবচেয়ে বড় প্রমাণ। স্মিথ খেললে, লাবুসেন খেললে রান তুলবে অজিরা। ওয়ার্নার আগের ম্যাচে ফিরলেও ব্যর্থ। এই তিনজনকে তুলে নিতে পারলে কিন্তু কাজটা সহজ হয়ে উঠবে। রাহানের ভারতের মধ্যে সেই মশলা আছে।
আরও পড়ুন: সৌরভের ১৪৪-এর গাব্বাতে কি বদলাবে ইতিহাস?
ভারত এখনও পর্যন্ত তিনটে টেস্ট যা খেলেছে, তাতে আমার তো মনে হয় এই সিরিজটা জিতেই ফেরা উচিত। টপ অর্ডারে ফর্মে আছে। রোহিত, শুভমন, পূজারা রান পাচ্ছে। অবিশ্বাস্য লড়াই করে অশ্বিন-হনুমা আগের টেস্টটা বাঁচিয়ে দিয়েছে। এই রকম ঘটনাগুলো টিমের মধ্যে একটা বিশ্বাসের জন্ম দেয়। যে বিশ্বাসটা একটা টিমকে দিয়ে অনেক কিছু করিয়ে নেয়। রাহানের ভারত ঠিক সেই রকমই পারফর্ম করছে। গাব্বাতেও আমি কিন্তু জয়ের স্বপ্ন দেখছি। বলাই বাহুল্য, সিরিজ জয়েরও।