ইন্দোর: বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্টে প্রথম দিনের শেষে ব্যাকফুটে ছিল ভারতীয় দল। দ্বিতীয় দিনের শেষেও পরিস্থিতি বদল হল না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১০৯ রানে। ম্য়াচের প্রথম দিন দু-দলের সব মিলিয়ে ৩০ টি উইকেট পড়েছে। এর মধ্যে একটি রান আউট। ৪টি উইকেট পেসারদের দখলে। ভারতের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট নিলেন নাথান লিয়ঁ। পূজারার ৫৯ রানের ইনিংস লিড নিতে সাহায্য করল ভারতকে। ফর্মে না থাকা লোকেশ রাহুলের জায়গায় এই ম্যাচে সুযোগ দেওয়া হয়েছিল শুভমন গিলকে। তিনিও ছাপ ফেলতে পারলেন না। সিরিজে ২-০ এগিয়ে ভারত। এই টেস্ট জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা নিশ্চিত হবে ভারতের। যদিও দ্বিতীয় দিনের শেষে মনে হচ্ছে, ফাইনাল নিশ্চিত এই ম্যাচে হওয়া খুবই কঠিন। আমেদাবাদে শেষ ম্যাচের জন্যই অপেক্ষা করতে হবে। ইন্দোর টেস্ট জিততে অস্ট্রেলিয়ার চাই মাত্র ৭৬ রান। লিড ১০০-র বেশি থাকলে কিছুটা হলেও ইতিবাচক থাকতে পারত ভারতীয় শিবির। তবে এই রান নিয়েও ম্যাচ জেতা সম্ভব, এমনটাই বলছেন পূজারা। বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারত-অস্ট্রেলিয়া ইন্দোর টেস্টের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র পেজে।
“এনডিপিপি এবং বিজেপি জোটকে আরও একবার রাজ্যকে পরিষেবা দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি নাগাল্যান্ডের মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। ডবল ইঞ্জিন সরকার রাজ্যের উন্নয়নে কাজ করে যাবে। এই ফল নিশ্চিত করতে দলের কর্মীরা যা পরিশ্রম করেছেন, তার জন্য আমি তাদের অভিনন্দন জানাই।” টুইট করে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দিনের খেলার আরও প্রায় তিন ওভার বাকি ছিল। ক্রিজে ভারতের শেষ উইকেট জুটি। অক্ষর প্যাটেল ব্য়াট হাতে অবদান রাখছিলেন। উল্টোদিকে মহম্মদ সিরাজ। সে কারণেই সতর্ক থাকতে হচ্ছিল শেষ জুটিকে। সিরাজ ভরসা দিতে পারেননি। তিনি আউট হতেই ভারতের ইনিংস শেষ এবং দিনের খেলার সমাপ্তি ঘোষণা হয়।
আলংটাকি আসন থেকে জয়ী হলেন নাগাল্যান্ডের মন্ত্রী তথা বিজেপি সভাপতি তেমজেন ইমা আলং।
উমেশ যাদব রিভিউ নিয়ে বেঁচেছিলেন। পরের বলেই বড় শট খেলতে যান। লং অন বাউন্ডারিতে অপেক্ষায় ছিলেন অজি দলের সবচেয়ে লম্বা ক্রিকেটার ক্য়ামেরন গ্রিন। তাঁর ক্য়াচে ফিরলেন উমেশ।
দলের ব্য়াটিং ভরাডুবিতে ৫৯ রানের অনবদ্য ইনিংস চেতেশ্বর পূজারার। নাথান লিয়ঁর বোলিংয়ে শর্ট ফাইন লেগে স্মিথের এক হাতের চোখ ধাঁধানো ক্য়াচে ফিরলেন পূজারা। ভারত এগিয়ে ৬৭ রানে।
২৭ বলে ২৬ রান করে ফিরলেন শ্রেয়স আইয়ার। স্টার্কের বলে ধরা পড়েন খোয়াজার হাতে।
বোলাররা ম্যাচে ফিরিয়েছিলেন। কিন্তু ব্য়াটারদের সৌজন্যে ফের ম্যাচের নিয়ন্ত্রণ হারাচ্ছে ভারত। চতুর্থ উইকেট হারাল ভারতীয় দল। এখনও পিছিয়ে ১০ রানে।
কারও যেন বিশ্বাসই হচ্ছে না। বাঁ হাতি স্পিনার ম্যাট কুহনেম্য়ানের শর্টপিচ বল। যদিও বাউন্স কম। পুল করতে চেয়েছিলেন বিরাট কোহলি। লেগ বিফোর আউট বিরাট কোহলি। তিনি নিজেও নিশ্চিত ছিলেন। তাই রিভিউ নিলেন না। স্তব্ধ হোলকার স্টেডিয়ামের গ্য়ালারি। ২৬ বলে ১৩ রানে ফিরলেন বিরাট। ভারত এখনও পিছিয়ে ৩৪ রানে।
লাঞ্চ অবধি বিনা উইকেটে ১৩ রান তুলেছিল ভারত। বিরতির পরই ধাক্কা। নাথান লিয়ঁর বলে স্টেপ আউট করেন শুভমন গিল। বোলারকে চাপে ফেলার চেষ্টা। কিন্তু বলের লাইন মিস করে নিজেই বোল্ড। যেন উইকেট উপহার দিয়ে এলেন। ক্রিজে পূজারা।
অশ্বিন দিনের প্রথম উইকেট নিয়েছিলেন। আরও দুটি সাফল্য এল উমেশ যাদবের সৌজন্য়ে। ক্যামেরন গ্রিনকে লেগ বিফোর করেছিলেন। স্টার্কের উইকেট ছিটকে দিলেন। টানা তিন ওভারে তিন উইকেট ভারতের ঝুলিতে।
ড্রিংকস ব্রেকের পরই দিনের প্রথম উইকেট। অশ্বিনের বোলিংয়ে শর্ট লেগে শ্রেয়স আইয়ারের ক্যাচে ফিরলেন পিটার হ্যান্ডসকম্ব।
দ্বিতীয় দিন সকাল থেকেই বিশাল টার্ন আদায় করে নিচ্ছেন ভারতীয় স্পিনাররা। যদিও ভারতের ঝুলিতে আর কোনও উইকেট নেই। লিড বাড়িয়ে চলেছে অজিরা।
দ্বিতীয় দিনের খেলা শুরু। ক্রিজে আগের দিনের দুই অপরাজিত ব্য়াটার পিটার হ্য়ান্ডসকম্ব, ক্য়ামেরন গ্রিন। বোলিং শুরু করলেন মহম্মদ সিরাজ।
টিম হাডলে ভারতীয় দল। রোহিত শর্মা সতীর্থদের সঙ্গে দিনের পরিকল্পনা নিয়ে আলোচনায়।
দ্বিতীয় দিনের পিচ দেখে মনে হচ্ছে চতুর্থ দিনের পিচ! ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়ও পিচ দেখতে ছুটলেন। সেই অনুযায়ী প্রথম সেশনের পরিকল্পনা করা যাবে।
বর্ডার-গাভাসকর ট্রফিতে ইন্দোর টেস্টের দ্বিতীয় দিন, TV9Bangla-র লাইভ আপডেটে স্বাগত। প্রথম ইনিংসে ইতিমধ্য়েই ৪৭ রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া। ঘুরে দাঁড়াতে ভারতের ভরসা স্পিন-ত্রয়ী। দ্বিতীয় দিন জাডেজা-অশ্বিন-অক্ষররা কত তাড়াতাড়ি প্রতিপক্ষকে অলআউট করতে পারে, সে দিকেই নজর।