দলের সঙ্গেই সিডনি যাচ্ছেন রোহিতরা, বৃষ্টিতে ভেস্তে গেল মেলবোর্নে শেষ অনুশীলন

সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী | Edited By: sushovan mukherjee

Jan 03, 2021 | 5:44 PM

রবিবার বৃষ্টিতে ভেস্তে গেল ভারতীয় দলের অনুশীলন। দলের সঙ্গেই সিডনিতে (Sydney) তৃতীয় টেস্ট খেলতে উড়ে যাচ্ছেন রোহিত শর্মারা (Rohit Sharma)।

দলের সঙ্গেই সিডনি যাচ্ছেন রোহিতরা, বৃষ্টিতে ভেস্তে গেল মেলবোর্নে শেষ অনুশীলন
সৌজন্যে-টুইটার

Follow Us

আলাদা ভাবে নয়, দলের সঙ্গেই সিডনিতে (Sydney) তৃতীয় টেস্ট (3rd Test) খেলতে উড়ে যাচ্ছেন রোহিত শর্মারা (Rohit Sharma)। জৈব সুরক্ষা বলয় ভাঙার অভিযোগ উঠেছিল রোহিত সহ পাঁচ ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে। শনিবার তাঁদের আইসোলেশনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু দলের সঙ্গে একই বিমানে সিডনি উড়ে যাবেন রোহিত শর্মা, শুভমন গিল, ঋষভ পন্থরা। টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়া বলেনি ভারতীয় ক্রিকেটাররা নিয়ম ভেঙেছেন। বরং বলা হয়েছে, ভারতীয় ক্রিকেটাররা নিয়ম ভেঙেছেন কিনা সেটার তদন্ত হবে।

এদিকে রবিবার বৃষ্টিতে ভেস্তে গেল ভারতীয় দলের অনুশীলন। সিডনি যাওয়া আগে রবিবার মেলবোর্নে (Melbourne) শেষবার অনুশীলন করার কথা ছিল রাহানেদের। জিমে ফিটনেস ট্রেনিং করলেন ভারতীয় ক্রিকেটাররা। সোমবার বিকেলে সিডনি পৌঁছবেন দুই দলের ক্রিকেটাররা। সিডনিতেও ভারতীয় দলে একাধিক পরিবর্তনের সম্ভাবনা।

এদিকে ব্রিসবেনে চতুর্থ টেস্ট খেলা নিয়ে আপাতত ধীরে চল নীতি বিসিসিআইয়ের। বোর্ড সুত্রে খবর, পরিস্থিতির সম্পূর্ণ পর্যালোচনা করে এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Next Article