ভারতীয় বোলারদের নিয়ে উচ্ছ্বসিত রোহিত

Jan 16, 2021 | 6:45 PM

ভারতীয় বোলারদের দাপটের জন্য এই সফরে স্টিভ স্মিথ, মার্নাস লাবুসেনরা একবারও ৪০০-র বেশি রান তুলতে পারেননি।

ভারতীয় বোলারদের নিয়ে উচ্ছ্বসিত রোহিত
সৌজন্যে-বিসিসিআই টুইটার

Follow Us

ব্রিসবেন: টি নটরাজনে মুগ্ধ রোহিত। নেট বোলার থেকে জাতীয় টিমে সুযোগ পাওয়া। প্রথম টেস্ট খেলতে নেমেও নিজেকে মেলে ধরেছেন তামিলনাড়ুর বাঁ হাতি পেসার। তিন উইকেট নেওয়া পেস বোলারকে নিয়ে ভারতীয় টিমের ভাইস ক্যাপ্টেন বলেছেন, ‘প্রথম বল থেকেই ও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। বোলার হিসেবে ও যে যথেষ্ট পরিণত, মানসিক ভাবে তৈরি, সেটা প্রমাণ করেছে। নিজের জন্য তো বটেই, টিমের জন্যও সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে থাকে সব সময়। দীর্ঘদিন ভারতের হয়ে খেলার জন্যই এসেছে।’

আরও পড়ুন: বৃষ্টিতে ভেস্তে গেল তৃতীয় সেশন, বিতর্কে রোহিত

ভারতীয় বোলিং বিভাগ একদমই নতুন, অনভিজ্ঞ। যাঁরা বল হাতে চমকে দিচ্ছেন। একা নটরাজন নন, ভারতীয় বোলারদের পারফরম্যান্স প্রশংসা পাচ্ছে রোহিতের। ‘আমাদের বোলারদের পারফরম্যান্স যদি খুঁটিয়ে দেখি, ওরা পুরো সিরিজ জুড়েই চমত্‍কার বল করছে। অস্ট্রেলিয়ার মতো একটা টিম, যাদের বেশ কিছু সেরা ব্য়াটসম্যান রয়েছে। কিন্তু তাদের বিরুদ্ধেই ভারতীয় বোলাররা প্রতি নিয়ত পরীক্ষা দিচ্ছে। এবং সাফল্যও পাচ্ছে। আসলে ওরা তৈরি হয়েই আসছে এখানে। সেরাটা দেওয়ার জন্য একটা খিদে দরকার। সেটা ওদের মধ্যে দেখতে পাচ্ছি। আসলে এই পর্যায়ে খুব বেশি সুযোগ যে পাওয়া যায় না, আমরা খুব ভালো করেই জানি। তাই যে সুযোগ ওরা পাচ্ছে, কাজে লাগানোর চেষ্টা করছে।’

 

 

এই সফরে স্টিভ স্মিথ, মার্নাস লাবুসেনরা একবারও ৪০০-র বেশি রান তুলতে পারেননি। ভারতীয় বোলারদের দাপটের জন্য। ‘আমার তো মনে হয় ভারতীয় এ টিমের হয়ে খেলাটা কাজে লেগেছে। নভদীপ, শার্দূল, সিরাজরা এ টিমের হয়ে প্রচুর খেলেছে এখানে। ওরা যে কারণে খুব ভালো করে জানে, অস্ট্রেলিয়ার পিচ কেমন। ওদের একটাও ইনিংসে ৪০০-র বেশি রান তুলতে না দেওয়াটা ভারতীয় বোলারদের সাফল্য।’

আরও পড়ুন:  রোহিতের ওই শটটা মেনে নিতে পারছি না

শার্দূলকে নিয়ে উচ্ছ্বসিত রোহিত বলছেন, ‘ও বল সুইং করাতে ভালোবাসে। শার্দূলের ওই রকম একটা বলে আউট হয়েছে টিম পেইন। সর্বোচ্চ পর্যায়ে খেলার জন্য মুখিয়ে রয়েছে ও।’