T20 World Cup 2022: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গা ঘামানোর ম্যাচ, সোম সকালেই নামছেন রোহিতরা

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Oct 17, 2022 | 1:56 AM

দিনকয়েক আগে অস্ট্রেলিয়ার স্থানীয় ক্লাবের কাছে আনঅফিশিয়াল প্রস্তুতি ম্যাচে হেরে গিয়েছিল ভারত। ওয়াকা স্টেডিয়ামে একমাত্র লোকেশ রাহুল ছাড়া কারও ব্যাটে রান আসেনি। অধিনায়ক রোহিত শর্মার নাম লিস্টে থাকলেও মাঠে নামেননি তিনি।

T20 World Cup 2022: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গা ঘামানোর ম্যাচ, সোম সকালেই নামছেন রোহিতরা
Image Credit source: Twitter

Follow Us

ব্রিসবেন: টি-২০ বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে। রবিবার থেকে শুরু হয়েছে প্রাথমিক পর্যায়ের খেলাগুলি। সুপার ১২ স্টেজের ম্যাচ শুরু হবে ২২ অক্টোবর থেকে। তার আগে অস্ট্রেলিয়ায় প্রথম অফিশিয়াল ওয়ার্ম আপ ম্যাচে নামছে ভারত। প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং আয়োজক দল অস্ট্রেলিয়া। গত মাসেই ভারত সফরে এসেছিল ব্যাগিগ্রিনরা। ঘরের মাঠে তিন ম্যাচের টি-২০ সিরিজ ভারতীয় দল ২-১ ব্যবধানে জিতে নেয়। যদিও সফরে ছিলেন না ডেভিড ওয়ার্নার-সহ জনা তিনেক ক্রিকেটার। অল্পবিস্তর চোট ছিল তাঁদের। তাই পূর্ণশক্তির দল নিয়েই ভারতের বিরুদ্ধে গা ঘামানোর ম্যাচে নামবে গতবছর প্রথম টি-২০ বিশ্বকাপজয়ী দলটি।

অস্ট্রেলিয়া এসে স্থানীয় ক্লাব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে ভারত। প্রথম ম্যাচ জিতলেও পারথের ওয়াকা স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে হেরে যায় ভারত। ম্যাচে রোহিত শর্মার পরিবর্তে নেতৃত্ব দিয়েছিলেন লোকেশ রাহুল। তাঁর ব্যাটে ৭৪ রানের ঝকঝকে ইনিংস দেখা গিয়েছে ওই ম্যাচে। একমাত্র কেএল ছাড়া বাকিদের ব্যাট ভরসা দিতে পারেনি। ৩৬ রানে ম্যাচ হেরে যায় মেন ইন ব্লু। রান তাড়া করতে নেমে ২০ ওভারে টেনেটুনে ১৩২ রান তোলে। রাহুল ছাড়া সেদিন উজ্জ্বল ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ৩২ রানে তিনটি উইকেট নেন তিনি। এদিকে অস্ট্রেলিয়াও হারের ক্ষত নিয়ে ভারতের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচ খেলবে। ভারত সফরে হারের পর সম্প্রতি ইংল্যান্ডের কাছেও টি-২০ সিরিজে হেরেছে অ্যারন ফিঞ্চের দল।

ভারতের বিশ্বকাপ দলে তিনজন স্পেশালিস্ট স্পিনার রয়েছেন। যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল এবং রবিচন্দ্রন অশ্বিন। পার্ট টাইম স্পিনার হিসেবে রয়েছেন দীপক হুডা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সোমবার ব্রিসবেনের গাব্বা স্টেডিয়ামে দু’জন স্পেশালিস্ট স্পিনারকে খেলানো হতে পারে। ওই দু’জন কারা কারা হবেন তা জানা যাবে সোম সকালেই। খেলতে পারেন জসপ্রীত বুমরার পরিবর্ত হিসেবে বিশ্বকাপ দলে প্রবেশ করা মহম্মদ সামি। বল হাতে ভারতীয় ব্যাটারদের সমস্যায় ফেলতে তৈরি কেন রিচার্ডসন, জশ হ্যাজলউড, মিচেল স্টার্করা। ঘরের মাঠের অ্যাডভান্টেজ উপভোগ করবে তাঁরা। প্রস্তুতি ম্যাচে রানে ফেরার চেষ্টা থাকবে গ্লেন ম্যাক্সওয়েলের।

সোমবার ভারতীয় সময় সকাল সাড়ে নটার সময় শুরু হবে ম্যাচ। ম্যাচটি রয়েছে ব্রিসবেনের গাব্বা স্টেডিয়ামে। Star Sports Network-এর চ্যানেলে সরাসরি দেখা যাবে ওয়ার্ম আপ ম্যাচ। এছাড়া ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে ম্যাচ।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং এবং হর্ষল প্যাটেল।

Next Article