IND vs BAN, T20 Highlights: ভয় কাটিয়ে ৫ রানে জয় ভারতের

| Edited By: | Updated on: Nov 02, 2022 | 6:31 PM

India vs Bangladesh, T20 world Cup 2022 Live Score Updates: দেখুন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারত (India) বনাম বাংলাদেশ (Bangladesh) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

IND vs BAN, T20 Highlights: ভয় কাটিয়ে ৫ রানে জয় ভারতের
Image Credit source: OWN Photograph

অ্যাডিলেড : টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2022) একের পর এক অনবদ্য ম্যাচ। বাধা দিচ্ছে বৃষ্টিও। এর মধ্যেই রোমাঞ্চকর কিছু ম্যাচ দেখা গিয়েছে। গত রবিবার মেলবোর্নে (Melbourne) ভারত-পাকিস্তান মহারণ উপভোগ্য হয়ে উঠেছিল ক্রিকেটপ্রেমীদের কাছে। ভারত-বাংলাদেশ (India vs Bangladesh) ম্যাচও তেমনই উপভোগ্য হয়ে উঠল। গত কয়েক বছর ধরেই ভারত-বাংলাদেশ ম্যাচে বাড়তি উত্তেজনা দেখা যায়। মাঠের বাইরে সমর্থকদের বাগযুদ্ধ। তেমনই মাঠেও মরিয়া লড়াই। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে শেষ বার ২০১৬ সালে মুখোমুখি হয়েছিল দু-দল। শেষ বল ম্যাচের ফয়সালা হয়েছিল। বাংলাদেশের মুখের গ্রাস কেড়ে নিয়েছিল ভারত। এ বারও খানিকটা তেমনই হল। শেষ বলেই ফয়াসালা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচ। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে শেষ অবধি ভারত জিতল মাত্র ৫ রানে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 02 Nov 2022 06:28 PM (IST)

    এক নজরে

    • বাংলাদেশকে ১৮৫ রানের বড় লক্ষ্য দেয় ভারত।
    • বাংলাদেশ ৭ ওভারে বিনা উইকেটে ৬৬ রান করে। এরপরই বৃষ্টি। দীর্ঘ বন্ধ থাকে ম্যাচ।
    • ডাকওয়ার্থ লুইসে বাংলাদেশের নতুন লক্ষ্য দাঁড়ায় ১৬ ওভারে ১৫১।
    • অর্থাৎ বাকি ৯ ওভারে ৮৫ রান করতে হত তাদের।
    • স্নায়ুর চাপ সামলে ৫ রানে জয়ী ভারত।
    • এ দিনের জয়ে পয়েন্ট টেবলে শীর্ষ স্থানে গেল ভারত। তবে সেমিফাইনাল এখনও নিশ্চিত নয়।
  • 02 Nov 2022 05:40 PM (IST)

    ভরসা অর্শদীপ

    শেষ ওভারে অর্শদীপ। ২০ রান চাই বাংলাদেশের।

  • 02 Nov 2022 05:29 PM (IST)

    হার্দিকের ওভারেও

    অর্শদীপের পর হার্দিক। পরপর দু ওভারে জোড়া উইকেট নিলেন দুই পেসার।

  • 02 Nov 2022 05:18 PM (IST)

    অর্শদীপের জোড়া ধাক্কা

    সাকিব আল হাসানকে বাউন্সারে বিব্রত করেছিলেন। পরের বলেই বড় শটের চেষ্টায় ফের অনেক উঁচুতে বল। হার্দিকের পরিবর্তে ফিল্ডিংয়ে নামা দীপক হুডার ক্যাচে ফিরলেন সাকিব।

  • 02 Nov 2022 05:15 PM (IST)

    স্কাই-হাই-ক্যাচ

    অর্শদীপ সিংয়ের বলে বড় শট খেলার চেষ্টা আফিফ হোসেনের। অনেক উঁচুতে ওঠে বল। ক্যাচ নেন স্কাই।

  • 02 Nov 2022 05:04 PM (IST)

    সামি ইন, শান্ত আউট

    প্রথম দু ওভারে ২১ রান এসেছিল সামির ওভারে। বৃষ্টি বিরতির পর আক্রমণে এসে প্রথম বলেই উইকেট। ফেরালেন ওপেনার নাজমুল হাসান শান্তকে। দুর্দান্ত ওভার। মাত্র ৪ রান দিয়ে ১ উইকেট।

  • 02 Nov 2022 04:55 PM (IST)

    রাহুল হিট হ্যায়

    ব্যাটিংয়ে ফর্মে ফিরেছেন। ডিরেক্ট থ্রোয়ে ফেরালেন বিপজ্জনক লিটন দাসকে। লোকেশ রাহুল ফর্মে। ২৭ বলে ৬০ রানে ফিরলেন লিটন। টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াতে থ্রো।

  • 02 Nov 2022 04:45 PM (IST)

    আপডেট

    ওভার কমল। মোট ১৬ ওভারের ইনিংস বাংলাদেশের জন্য। লক্ষ্য ১৫১। বাকি ৯ ওভারে বাংলাদেশের চাই ৮৫ রান।

  • 02 Nov 2022 04:43 PM (IST)

    মাঠ পরিদর্শন

    মাঠ পরিদর্শনে আম্পায়াররা। যদিও তাঁরা সন্তুষ্ট নন। ওভার কমতে শুরু করেছে। অ্যাডভান্ডেজ বাংলাদেশ।

  • 02 Nov 2022 04:05 PM (IST)

    বৃষ্টি-বিরতি

    লিটন দাসের অর্ধশতরানে ৭ ওভারে ৬৬ রান তুলেছে বাংলাদেশ। এরপরই বৃষ্টি। এই স্কোরেই খেলা শেষ হলে, ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে জিতবে বাংলাদেশ। ১৭ রানে এগিয়ে তারা।

  • 02 Nov 2022 04:01 PM (IST)

    অ্যাডিলেডে শুরু বৃষ্টি

    ভারতের জন্য খারাপ খবর। অ্য়াডিলেডে শুরু হল বৃষ্টি। ঢেকে দেওয়া হয়েছে পিচ।খেলা থমকে।

  • 02 Nov 2022 03:54 PM (IST)

    ছক্কা হাঁকিয়ে অর্ধশতরান লিটনের

    মহম্মদ সামির বলে ছক্কা হাঁকিয়ে অর্ধশতরান পূর্ণ লিটন দাসের। ২১ বলে ৫০ রান পূর্ণ করলেন বাংলাদেশের ওপেনার।

  • 02 Nov 2022 03:51 PM (IST)

    বাংলাদেশের ঝোড়ো সূচনা

    চার-ছক্কায় ভারতীয় শিবিরে আতঙ্ক ছড়াচ্ছেন লিটন দাস। অর্ধশতরানের দোরগোড়ায় তিনি। ৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ৪৪ রান।

  • 02 Nov 2022 03:46 PM (IST)

    বাংলাদেশের ইনিংস শুরু

    বাংলাদেশের দারুণ সূচনা। দুই ওপেনার লিটন দাস ও নাজমূল হাসান শান্ত। ১৪ বলে ৩৩ রানে ব্যাট করছেন লিটন। ৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩৫।

  • 02 Nov 2022 03:24 PM (IST)

    এক নজরে

    • টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের।
    • জীবন পেয়েও দ্রুত আউট রোহিত। মাত্র ২ রান ভারত অধিনায়কের।
    • অর্ধশতরান লোকেশ রাহুলের।
    • অ্যাডিলেডে আকর্ষণের কেন্দ্রে সেই বিরাট কোহলিই।
    • টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক রান সংগ্রাহক হলেন।
    • এ দিন ৪৪ বলে অপরাজিত ৬৪ রান।
    • বাংলাদেশকে ১৮৫ রানের লক্ষ্য দিল ভারত।
  • 02 Nov 2022 02:57 PM (IST)

    কিং কোহলির অর্ধশতরান

    আরও একটা। ৩৭ বলে অর্ধশতরান পূরণ করলেন বিরাট কোহলি। পরের বলেই রান আউট দীনেশ কার্তিক।

  • 02 Nov 2022 02:53 PM (IST)

    নো-বল ড্রামা

    ওভারে একটা বাউন্সার দিয়েছিলেন হাসান। শেষ বলটিও বাউন্সার। বিরাট প্রশ্ন তোলেন হাইট নিয়ে। আম্পায়ার নো বলেও ডাকেন। সাকিব অসন্তুষ্ট। বিরাটও সাকিবকে বোঝান। বিরাট ইঙ্গিত করাতেই হয়তো সাকিব বোঝাতে চেয়েছিলেন, আম্পায়ার তো রয়েছে!

  • 02 Nov 2022 02:47 PM (IST)

    উইকেট উপহার!

    অফ স্টাম্পের বাইরে স্লোয়ার বাউন্সার। পয়েন্ট ফিল্ডার ইয়াসির আলিকে যেন ক্যাচ অনুশীলন করালেন হার্দিক।

  • 02 Nov 2022 02:39 PM (IST)

    এক নম্বরের উইকেট

    ক্রিজে নামার আগেই টি-টোয়েন্টি ক্রমতালিকায় শীর্ষস্থান দখল করেছিলেন সূর্যকুমার যাদব। ১৬ বলে ৩০ রানে ফিরলেন তিনি। সাকিবের বোলিংয়ে রুম বানিয়ে কাট করতে চেয়েছিলেন। যদিও বোল্ড হন সূর্য।

  • 02 Nov 2022 02:19 PM (IST)

    রাহুলের অর্ধশতরান

    ফর্ম হাতরে বেড়াচ্ছিলেন। অ্যাডিলেডে নেট সেশনে বিরাট তাঁকে নানা পরামর্শ দেন। ক্রিজে নেমে কাজে লাগালেন রাহুল। মাত্র ৩১ বলে অর্ধশতরানে লোকেশ রাহুল।

  • 02 Nov 2022 02:12 PM (IST)

    রেকর্ড অ্যালার্ট

    টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সর্বাধিক রান সংগ্রাহক হলেন বিরাট কোহলি। ছাপিয়ে গেলেন শ্রীলঙ্কার প্রাক্তন ব্যাটার মহেলা জয়বর্ধনেকে।

  • 02 Nov 2022 02:08 PM (IST)

    তাসকিন টানা ৪!

    তাসকিন আহমেদকে দিয়ে টানা ৪ ওভার স্পেল। তাঁর কোটা পূর্ণ। ৪ ওভারে ১৫ রান দিলেও উইকেট পেলেন না তাসকিন।

  • 02 Nov 2022 02:03 PM (IST)

    পাওয়ার প্লে আপডেট

    রোহিত শর্মার উইকেট হারিয়ে পাওয়ার প্লে তে ভারত ৩৭। রোহিত-রাহুলের মন্থর শুরুতেই পাওয়ার ফুল পাওয়ার প্লে এল না।

  • 02 Nov 2022 01:53 PM (IST)

    দু-অঙ্কে রাহল

    ফর্মে ফেরার ইঙ্গিত রাহুলের। চতুর্থ ম্যাচে অবশেষে দু অঙ্কের রানে রাহুল।

  • 02 Nov 2022 01:49 PM (IST)

    ক্যাচ ফেলেছিলেন, উইকেট নিলেন

    হাসান মাহমুদ ক্যাচ ফেলেছিলেন। বোলিংয়ে এসে রোহিতকে ফেরালেন। মাত্র ২ রানেই প্যাভিলিয়নে রোহিত। পয়েন্টে ইয়াসির আলির হাতে ক্যাচ।

  • 02 Nov 2022 01:45 PM (IST)

    রোহিতের ক্যাচ ড্রপ…

    রোহিত শর্মার ক্যাচ মিস করলেন হাসান মাহমুদ। তাসকিন আহমেদের বোলিংয়ে ডিপ মিড উইকেট বাউন্ডারিতে হাতের ক্যাচ ফসকালেন হাসান। রোহিত ১ রানে ছিলেন।

  • 02 Nov 2022 01:21 PM (IST)

    নজরে রাহুল

    ফর্ম হাতরে বেড়াচ্ছেন টিম ইন্ডিয়ার ওপেনার লোকেশ রাহুল। অ্যাডিলেডে ম্যাচের আগের দিন ইন্ডোর নেট সেশনে তাঁকে পরামর্শ দেন বিরাট কোহলি। বিরাট মন্ত্রে রাহুল ফর্মে ফিরতে পারেন কিনা, সে দিকেও নজর থাকবে।

    VK-RAHUL

  • 02 Nov 2022 01:10 PM (IST)

    ব্যাটারের বদলি পেসার!

    ম্যাচের আগের দিন নিজেদের ‘আন্ডারডগ’ বর্ণনা করেছিলেন সাকিব আল হাসান। একাদশে ব্যাটসম্যান সৌম্য সরকারের পরিবর্তে বাঁ হাতি পেসাক শরিফুল ইসলাম, পরিষ্কার বার্তা, অলআউট আক্রমণেই ঝাঁপাবে বাংলাদেশ। বাঁ হাতি পেসারদের বিরুদ্ধে ভারতীয় টপ অর্ডারের সমস্যা নতুন নয়। সেই থেকেই হয়তো এমন ভাবনা বাংলাদেশ অধিনায়কের।

  • 02 Nov 2022 01:08 PM (IST)

    একাদশ আপডেট

    ভারত: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মহম্মদ সামি, অর্শদীপ সিং

    বাংলাদেশ: নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, ইয়াসির আলি, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম

  • 02 Nov 2022 01:03 PM (IST)

    টস আপডেট

    সাকিব আল হাসান টসে জিতে ফিল্ডিং নিলেন। মুস্তাফিজুরের সঙ্গে আর এক বাঁ হাতি পেসার বাংলাদেশ একাদশে।

  • 02 Nov 2022 12:59 PM (IST)

    অ্যাডিলেডের ‘কিং’ কোহলি

    অ্যাডিলেডে পাঁচটি শতরান রয়েছে বিরাট কোহলির। এক মাত্র টি-টোয়েন্টিতে ৯০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। আজ কত?

  • 02 Nov 2022 12:48 PM (IST)

    ১৬-এর অপেক্ষা

    একদিকে ২০১৬-এর পুনরানৃত্তি। অন্য দিকে, ব্যক্তিগত নজরেও প্রয়োজন ১৬। টি ২০ বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রাহক হতে বিরাট কোহলির চাই ১৬ রান…

  • 02 Nov 2022 12:46 PM (IST)

    অ্যাডিলেড ও ৩৬

    গত অস্ট্রেলিয়া সফর। গোলাপি বল টেস্ট। এই অ্যাডিলেডেই গোলাপি বলে দিন-রাতের টেস্টে মাত্র ৩৬ রানে অলআউট হয়েছিল। লজ্জার হার থেকে টানা দ্বিতীয় বার টেস্ট সিরিজ জয়। সেই অ্যাডিলেডেই এ বার ঘুরে দাঁড়ানোর ম্যাচ ভারতের। গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হার, কিছুটা অস্বস্তি বাড়িয়েছে ভারতের।

  • 02 Nov 2022 12:43 PM (IST)

    ফ্যান মোমেন্ট

    স্বপ্নের ফর্মে রয়েছেন ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদব। বোলিংয়ে ভরসা দিচ্ছেন তরুণ অর্শদীপ সিং। তাঁদের সামনে পেলে অটোগ্রাফের সুযোগ হাতছাড়া করা যায়!

  • 02 Nov 2022 12:40 PM (IST)

    প্রস্তুত রোহিতরা

    সুপার টুয়েলভ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচ। বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে ভারতীয় শিবির।

Published On - Nov 02,2022 12:30 PM

Follow Us:
স্বরূপ বিশ্বাস ক্ষুদ্র স্বার্থসিদ্ধিতে মেতে উঠেছেন— উঠল বিস্ফোরক অভিযো
স্বরূপ বিশ্বাস ক্ষুদ্র স্বার্থসিদ্ধিতে মেতে উঠেছেন— উঠল বিস্ফোরক অভিযো
চিন নিয়ে টানাপোড়েন! সুলতানের সঙ্গে দেখা নমোর―বড় পদক্ষেপ?
চিন নিয়ে টানাপোড়েন! সুলতানের সঙ্গে দেখা নমোর―বড় পদক্ষেপ?
সরাসরি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কী বললেন শুভশ্রী?
সরাসরি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কী বললেন শুভশ্রী?
দুর্নীতির অভিযোগ থেকে ধর্ষণকাণ্ড, আরজি করের গায়ে কালির দাগ?
দুর্নীতির অভিযোগ থেকে ধর্ষণকাণ্ড, আরজি করের গায়ে কালির দাগ?
শেষ মুহূর্তে কেন সিদ্ধান্ত বদল ইন্দিরার?
শেষ মুহূর্তে কেন সিদ্ধান্ত বদল ইন্দিরার?
অভিনেত্রী সুচিত্রা সেনের পারিশ্রমিক শুনলে অবাক হয়ে যাবেন! জানেন কত?
অভিনেত্রী সুচিত্রা সেনের পারিশ্রমিক শুনলে অবাক হয়ে যাবেন! জানেন কত?
পৃথিবীর কান ঘেঁষে বেরোচ্ছে গ্রহাণু! আজ সাবধান, ঘুম হবে তো রাতে?
পৃথিবীর কান ঘেঁষে বেরোচ্ছে গ্রহাণু! আজ সাবধান, ঘুম হবে তো রাতে?
ফুটবলারের প্রেমে পড়েছেন দিতিপ্রিয়া, চিনে নিন নায়িকার প্রেমিককে
ফুটবলারের প্রেমে পড়েছেন দিতিপ্রিয়া, চিনে নিন নায়িকার প্রেমিককে
ভক্তমনে উত্তেজনা, দেবের কেরামতিতে খুশি ভক্তরা
ভক্তমনে উত্তেজনা, দেবের কেরামতিতে খুশি ভক্তরা
দেশের প্রথম রিইউজেবল হাইব্রিড রকেটের সফল পরীক্ষা তামিলনাড়ুর
দেশের প্রথম রিইউজেবল হাইব্রিড রকেটের সফল পরীক্ষা তামিলনাড়ুর