IND vs ENG: বোলিংয়ে লড়াই বুমরার, দায়িত্ব রাহুল-শুভমনদের উপর; লিডসে কী হাল?
India Vs England 1st Test: ক্যাপ্টেন শুভমন গিল ও ভাইস ক্যাপ্টেন ঋষভ পন্থেরও সেঞ্চুরি। তারপরও ৫০০ পেরোতে পারেনি ভারত। দ্বিতীয় ইনিংসে শুরুতেই যশস্বীর উইকেট। ২ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করল ভারত।

স্কোরবোর্ড বলছে, ভারত সব মিলিয়ে ৯৬ রানে এগিয়ে। কিন্তু এই পরিসংখ্যানে অবশ্য কোনও দলকে এগিয়ে কিংবা পিছিয়ে রাখা যাবে না। প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেছিল ভারতের টপ অর্ডার। ওপেনার যশস্বী জয়সওয়াল ইংল্যান্ডে প্রথম বার টেস্ট খেলতে নেমেই সেঞ্চুরি করেছেন। তেমনই ক্যাপ্টেন শুভমন গিল ও ভাইস ক্যাপ্টেন ঋষভ পন্থেরও সেঞ্চুরি। তারপরও ৫০০ পেরোতে পারেনি ভারত। দ্বিতীয় ইনিংসে শুরুতেই যশস্বীর উইকেট। ২ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করল ভারত।
ভারতের ৪৭১ রানের জবাবে ৪৬৫ রানে অলআউট ইংল্যান্ড। বোলিংয়ে ভরসা দিলেন সেই জসপ্রীত বুমরা। টেস্টে সব মিলিয়ে ১৪ বার ফাইফার তাঁর ঝুলিতে। এর মধ্যে বিদেশের মাটিতেই ১২ বার। কিংবদন্তি কপিল দেবের সঙ্গে একাসনে বুমরা। তিনিও বিদেশের মাটিতে ১২ বার ফাইফার নিয়েছেন। উইকেট নিয়েছেন সিরাজ, প্রসিধ কৃষ্ণও। কিন্তু ধারালো মনে হয়নি তাঁদের।
শুভমনকে চিন্তায় রাখতে বাধ্য ফিল্ডিংও। একঝাঁক ক্যাচ ফসকেছে ভারত। এর মধ্যে কয়েকটি হাফচান্স হলেও, বেশ কিছু ক্যাচিং প্র্যাক্টিসের মতো সুযোগও ছিল। তা না হলে ইংল্যান্ডকে আরও আগেই অলআউট করা যেত। দ্বিতীয় ইনিংসে ভারতের শুরুটা অবশ্য ভালো হয়নি। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা যশস্বী ফিরেছেন ৪ রান করেই। অভিষেক টেস্ট খেলতে নামা সাই সুদর্শন প্রথম ইনিংসে শূন্যতে ফিরেছিলেন। দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালো করলেও ৩০ রানে সেই স্টোকসেরই শিকার।
দুর্দান্ত ব্যাটিং করছেন ওপেনার লোকেশ রাহুল। প্রথম ইনিংসে সেট হলেও ভাগ্য সঙ্গ দেয়নি। তৃতীয় দিন চোখ ধাঁধানো ব্যাটিং। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আগেই খেলা শেষ হয়। দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ৯০ রান তুলেছে ভারত। লোকেশ রাহুল ৪৭ এবং ক্যাপ্টেন শুভমন গিল ৬ রানে ক্রিজে রয়েছেন।
ব্যাটিংয়ে নজিরের পর গ্লাভস হাতেও কীর্তি ঋষভ পন্থের। টেস্টে ১৫০ কিংবা তার বেশি ক্যাচের নিরিখে মাত্র দু-জন ভারতীয় কিপার রয়েছেন। সৈয়দ কিরমানি এবং মহেন্দ্র সিং ধোনি। দেশের তৃতীয় কিপার হিসেবে টেস্টে দেড়শো ক্যাচের কীর্তি পন্থের।





