IND vs ENG: লোয়ার অর্ডার ফের ব্যর্থ, শেষ দিন তিন রেজাল্টই সম্ভব!
India Vs England 1st Test: এরপরও মাত্র ৪৭১ রানেই অলআউট হয় ভারত। বোলিংয়ে বুমরা দুর্দান্ত পারফর্ম করলেও শুরুতে বাকিদের থেকে সহযোগিতা পাচ্ছিলেন না। ফিল্ডিংয়ে একঝাঁক ক্যাচ মিস। সঙ্গে নো-বলের পরিসংখ্যানও রয়েছে। এই ম্যাচে শেষ দিন তিনটি রেজাল্টই সম্ভব।

বোলিংয়ে বুমরা ভরসা দিচ্ছেন, ব্যাটিংয়ে টপ অর্ডার। কিন্তু এরপরই অস্বস্তি শুরু। দু-ইনিংসেই ভারতীয় ব্যাটিংয়ের একই হাল। প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন তিনজন। যশস্বী জয়সওয়াল, ক্যাপ্টেন শুভমন গিল এবং ভাইস ক্যাপ্টেন ঋষভ পন্থ। এরপরও মাত্র ৪৭১ রানেই অলআউট হয় ভারত। বোলিংয়ে বুমরা দুর্দান্ত পারফর্ম করলেও শুরুতে বাকিদের থেকে সহযোগিতা পাচ্ছিলেন না। ফিল্ডিংয়ে একঝাঁক ক্যাচ মিস। সঙ্গে নো-বলের পরিসংখ্যানও রয়েছে। এই ম্যাচে শেষ দিন তিনটি রেজাল্টই সম্ভব।
প্রথম ইনিংসে মাত্র ৬ রানের লিড পেয়েছিল ভারত। দ্বিতীয় ইনিংসে শুরুতেই যশস্বীর উইকেট হারালেও লোকেশ রাহুল এবং সাই সুদর্শন কিছুটা ভরসা দেন। লোকেশ রাহুল একদিক আগলে রাখেন। ক্যাপ্টেন শুভমন গিল প্রথম ইনিংসে সেঞ্চুরি করলেও দ্বিতীয় ইনিংসে হতাশ করলেন। তবে কামাল করেন লোকেশ রাহুল ও ঋষভ পন্থ। ঠান্ডা মাথায় ব্যাটিং করে যায় এই জুটি। ঋষভ পন্থ দু-ইনিংসেই সেঞ্চুরির রেকর্ডও গড়েন।
দুর্দান্ত ব্যাটিং করছিলেন পন্থ। তবে ১১৮ রানে তাঁর ইনিংস শেষ। অন্য দিকে, লোকেশ রাহুল করেন ১৩৭ রান। কিন্তু রাহুল আউট হতেই বিপর্যয়। করুণ নায়ার মাত্র ২০ রান করেন। লোয়ার অর্ডারে কেউই দাঁড়াতে পারেননি। সঙ্গীর অভাবে দ্রুত রান তোলার চেষ্টা করেন রবীন্দ্র জাডেজা। তিনি ২৫ রানে অপরাজিত থাকেন। ৩৩৩-৪ থেকে ৩৬৪ রানে অলআউট ভারত।
সব মিলিয়ে ইংল্যান্ডের টার্গেট দাঁড়ায় ৩৭১ রান। চতুর্থ দিনের শেষে বিনা উইকেটে ২১ রান তুলে নিয়েছে ইংল্যান্ড। ম্যাচের শেষ দিন ইংল্যান্ডের চাই আরও ৩৫০ রান। তবে লিডসের পিচে এই রান অসম্ভব বলা যায় না। ভারতের প্রয়োজন ১০টি উইকেট। এখান থেকে হার-জিত এবং ড্র, তিনটি ফলই সম্ভব। ম্যাচের শেষ দিন বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।





