India vs England 2021, 2nd T20, highlights: সিরিজে সমতা ফেরাল কোহলির ভারত

সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী | Edited By: sushovan mukherjee

Mar 15, 2021 | 9:54 AM

মোতেরায় ভারত বনাম ইংল্যান্ড (India vs England) দ্বিতীয় টি-২০ ম্যাচ। দেখে নিন পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

India vs England 2021, 2nd T20, highlights: সিরিজে সমতা ফেরাল কোহলির ভারত
সিরিজে সমতা ফেরাল কোহলির ভারত

Follow Us

মোতেরায় দ্বিতীয় টি-২০ ম্যাচে ঘুরে দাঁড়াল কোহলির ভারত। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ইংল্যান্ড ৬ উইকেট হারিয়ে তোলে ১৬৪ রান। ভারতের হয়ে ওয়াশিংটন সুন্দর ও শার্দুল ঠাকুর নিয়েছেন ২টি করে উইকেট। যুজবেন্দ্র চাহাল ও ভুবনেশ্বর কুমার নিয়েছেন ১টি করে উইকেট। ভারতের টার্গেট ছিল ১৬৫। ৭ উইকেটে জয় ভারতের। ১৭.৫ ওভারে টার্গেট পূরণ করল কোহলির ভারত। অভিষেক টি-২০ ম্যাচে হাফ সেঞ্চুরি করলেন ঈশান কিষান। ৭৩ রানে অপরাজিত বিরাট কোহলি। সিরিজে সমতা ফেরাল কিং কোহলির ভারত।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 14 Mar 2021 10:30 PM (IST)

    ৭ উইকেটে জয় ভারতের

    ১৭.৫ ওভারে টার্গেট পূরণ করল কোহলির ভারত।

  • 14 Mar 2021 10:15 PM (IST)

    ক্রিজে বিরাট-শ্রেয়স

    ১৫ ওভারে ভারতের স্কোর ৩ উইকেটে ১৪৩।


  • 14 Mar 2021 10:12 PM (IST)

    মোতেরায় বিরাটের অর্ধশতরান

    ১৪.৩ ওভারে বিরাট তাঁর টি-২০ কেরিয়ারের ২৬তম অর্ধশতরান পূর্ণ করলেন।

  • 14 Mar 2021 10:07 PM (IST)

    পন্থের গুরুত্বপূর্ণ উইকেট হারাল ভারত

    ক্রিস জর্ডানের বলে আউট হলেন ঋষভ পন্থ।

  • 14 Mar 2021 09:55 PM (IST)

    শতরানের গন্ডি পেরোল ভারত

    ১১.১ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ১০০।

  • 14 Mar 2021 09:50 PM (IST)

    ঈশান কিষানের উইকেট হারাল ভারত

    আদিল রশিদের বলে এলবিডব্লিউ হলেন ঈশান কিষান। ১০ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ৯৪।

  • 14 Mar 2021 09:46 PM (IST)

    মোতেরায় ঈশানের অর্ধশতরান

    নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অভিষেক টি-২০ ম্যাচে অর্ধশতরান পূর্ণ করলেন ঈশান কিষান।

  • 14 Mar 2021 09:38 PM (IST)

    ভারতের ৫০ রান পূর্ণ

    ৬ ওভারে ভারতের ৫০ রান পূর্ণ। ক্রিজে ঈশান-বিরাট।

  • 14 Mar 2021 09:04 PM (IST)

    ওপেনার রাহুলকে ফেরালেন স্যাম কারেন

    কোনও রান না করেই মাঠ ছাড়লেন কেএল রাহুল।

  • 14 Mar 2021 08:48 PM (IST)

    ভারতের টার্গেট ১৬৫

    ইংল্যান্ডের ইনিংস শেষ। ২০ ওভারে ইংল্যান্ডের স্কোর ৬ উইকেটে ১৬৪।

  • 14 Mar 2021 08:46 PM (IST)

    বেন স্টোকসকে ফেরালেন শার্দুল ঠাকুর

    বেন স্টোকসের উইকেট তুলে নিলেন শার্দুল ঠাকুর।

  • 14 Mar 2021 08:38 PM (IST)

    অধিনায়ক মর্গ্যানকে ফেরালেন শার্দুল

    পন্থের হাতে ক্যাচ দিয়ে, ২৮ রান করে মাঠ ছাড়লেন ইওন মর্গ্যান।

  • 14 Mar 2021 08:19 PM (IST)

    বেয়ারস্টোর উইকেট তুলে নিলেন সুন্দর

    জনি বেয়ারস্টোর উইকেট তুলে নিলেন ওয়াশিংটন সুন্দর। ২০ রান করে ফিরলেন তিনি।

     

  • 14 Mar 2021 08:11 PM (IST)

    শতরানের গন্ডি পেরোল ইংল্যান্ড

    ১২.২ ওভারে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ১০১।

  • 14 Mar 2021 08:05 PM (IST)

    সুন্দর ফেরালেন ওপেনার জেসনকে

    ৪৬ রান করে প্যাভিলিয়নে ফিরলেন ইংল্যান্ড ওপেনার জেসন রয়। ওয়াশিংটন সুন্দরের বলে ভুবনেশ্বর কুমারের হাতে ক্যাচ দিলেন জেসন রয়।

  • 14 Mar 2021 07:47 PM (IST)

    মালানের উইকেট তুলে নিলেন চাহাল

    ডেভিড মালানকে ফেরালেন যুজবেন্দ্র চাহাল। ২৪ রান করে ফিরলেন তিনি।

  • 14 Mar 2021 07:38 PM (IST)

    ইংল্যান্ডের ৫০ রান

    ৬.৫ ওভারে ইংল্যান্ডের স্কোর ১ উইকেটে ৫১।

  • 14 Mar 2021 07:03 PM (IST)

    ওপেনার বাটলারকে ফেরালেন ভুবনেশ্বর

    ভুবনেশ্বর কুমারের দ্বিতীয় বলেই এলবিডব্লিউ হলেন জস বাটলার।

  • 14 Mar 2021 06:59 PM (IST)

    ইংল্যান্ডের প্রথম একাদশ

    ইংল্যান্ড – ইওন মর্গ্যান (অধিনায়ক), জোফ্রা আর্চার, টম কারেন, জনি বেয়ারস্টো, জস বাটলার (উইকেটকিপার), স্যাম কারেন, ক্রিস জর্ডান, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রায়, বেন স্টোকস।

     

  • 14 Mar 2021 06:56 PM (IST)

    ভারতের প্রথম একাদশ

    ভারতের প্রথম একাদশে দুই পরিবর্তন। সূর্যকুমার যাদব ও ঈশান কিষানর অভিষেক টি-২০ ম্যাচ।

    ভারত – ঈশান কিষান, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ(উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল।

     

     

  • 14 Mar 2021 06:45 PM (IST)

    টসে জিতেছেন বিরাট

    টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন বিরাট কোহলি।