India vs England: ব্যর্থ হলেই বিদায়? দ্বিতীয় টি-২০তে চাপে থাকবেন বিরাট

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jul 09, 2022 | 8:47 AM

রোটেশন পদ্ধতি অনুসারে বিরাট কোহলি সহ দলের অন্যান্য সিনিয়র খেলোয়াড়দের নির্দিষ্ট সময় পর বিশ্রাম দিতে হয়। সেই ফাঁকে দলে ঢুকে পড়েন দীপক হুডা। আয়ারল্যান্ডে এই তরুণ ব্যাটার যা কামাল দেখিয়েছেন তাতে হুডাকে বাদ দেওয়া খুব মুশকিল। ব্যাটিং অর্ডারে কোহলির জায়গায় নামছিলেন। প্রথম টি-২০তে ইংল্যান্ডের বিরুদ্ধে হুডার অবদান করেছেন ১৭ বলে ৩৩ রান।

India vs England: ব্যর্থ হলেই বিদায়? দ্বিতীয় টি-২০তে চাপে থাকবেন বিরাট
চাপে থাকবেন বিরাট?

Follow Us

লন্ডন: কুড়ি বিশে ফিরছেন বিরাট। ইংল্যান্ডের বিরুদ্ধে শনিবার এজবাস্টনে সিরিজের দ্বিতীয় টি-২০-র মাধ্যমে পাঁচবছর পর কুড়ি বিশের ফরম্য়াটে প্রত্যাবর্তন হচ্ছে বিরাট কোহলির। দীর্ঘ সময় ধরে ফর্ম নিয়ে যুঝছেন। ফেব্রুয়ারিতে শেষবার আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। গত অক্টোবর-নভেম্বরে টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের জঘন্য পারফরম্যান্সের পর মাত্র দুটি টি-২০ ম্যাচ খেলেছেন কোহলি। এর মাঝে খেলেছেন পঞ্চদশ আইপিএল। তবে কোটিপতি লিগেও সুবিধে করতে পারেননি। রোটেশন পদ্ধতি অনুসারে বিরাট কোহলি সহ দলের অন্যান্য সিনিয়র খেলোয়াড়দের নির্দিষ্ট সময় পর বিশ্রাম দিতে হয়। সেই ফাঁকে দলে ঢুকে পড়েন দীপক হুডা। আয়ারল্যান্ডে এই তরুণ ব্যাটার যা কামাল দেখিয়েছেন তাতে হুডাকে বাদ দেওয়া খুব মুশকিল। ব্যাটিং অর্ডারে কোহলির জায়গায় নামছিলেন। প্রথম টি-২০তে ইংল্যান্ডের বিরুদ্ধে হুডার অবদান করেছেন ১৭ বলে ৩৩ রান। রোহিত শর্মার সঙ্গে ম্যাচের সূচনায় নামতে পারেন দীপক।

তেমনটা হলে দলের বাইরে রাখা হতে পারে ইশান কিষাণকে। টি-২০তে শেষবার বিরাটের হাফ সেঞ্চুরি এসেছিল। করোনা থেকে সুস্থ হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ফিরেছেন অধিনায়ক রোহিত শর্মা। চেনা ভঙ্গিতে প্রথম ম্যাচ খেলতে দেখা যায়নি মেন ইন ব্লু-কে। পাওয়ার প্লে ওভারে উঠেছে ৬৬ রান। উইকেট পড়লেও দ্রুত উঠেছে রান। তবে ম্যাচ ফিনিশিংয়ের দিকে জোর দিতে হবে ভারতকে। তরুণদের নিয়ে জস বাটলারের ইংল্যান্ডকে প্রথম টি-২০তে দুরমুশ করেছেন হার্দিক পান্ডিয়ারা।

দ্বিতীয় টি-২০তে কোহলি ছাড়াও ফিরছেন ঋষভ পন্থ, জসপ্রীত বুমরা, রবীন্দ্র জাডেজা এবং শ্রেয়স আইয়ার। অক্ষর প্যাটেলের পরিবর্তে জাদেজার উপস্থিতি ব্যাটিং অর্ডারে শক্তি জোগাবে। অর্শদীপের অভিষেক মনের মতো হলেও জসপ্রীত বুমরার উপস্থিতিতে তিনি দলের বাইরে যেতে পারেন। এদিকে হার্দিক পান্ডিয়া ব্যাট ও বল উভয়েই দলকে ভরসা জোগাচ্ছেন। দ্বিতীয় টি-২০ থেকে বাদ পড়তে পারেন দীনেশ কার্তিকও।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, দীপক হুডা, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক / রবীন্দ্র জাদেজা, হর্ষল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল এবং জসপ্রীত বুমরা।

Next Article